• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

নেপোটিজম গুরু করণ বাতিল! বিগ বস OTT সঞ্চালনায় আসছে নতুন জুটি, রইল ছবি

Published on:

বিগ বস,Big Boss,OTT Season 2,ওটিটি সিজন ২,ভুটা অ্যপে,Voot App,করণ জোহর,Karan Johar,তেজস্বী প্রকাশ,Tejaswi Prakaash,করণ কুন্দ্রা,Karan Kundra

ভারতীয় টেলিভিশনের অন্যাতম চর্চিত রিয়ালিটি শো বলতে সবার প্রথমেই আসে বিগ বসের নাম। যা বহুদিন ধরেই দারুন জনপ্রিয় দর্শকমহলে। তাই স্বভাবতই গোটা দেশজুড়ে তারকাখচিত এই রিয়ালিটি শোয়ের ফ্যান ফলোয়িং রয়েছে চোখে পড়ার মতো। তাই বিগ বস ভক্তদের জন্য দারুন সুখবর। খুব তাড়াতাড়িই আসতে চলেছে বিগ বস OTT সিজন ২ (OTT Season 2)।

বিগ বস মানেই সবার প্রথমে ভক্তদের চোখের সামনে ভেসে ওঠে একটাই মুখ, তিনি হলেন বলিউড ভাইজান সালমান খান। গতবছর অর্থাৎ ২০২১ সালে জনপ্রিয় ওই রিয়েলিটি শোকে নিয়ে আসা হয়েছিল OTT -প্লাটফর্মে। শোটি দেখানো হয়েছিল ভুট অ্যপে (Voot App)।গতবার ওই শোয়ের সঞ্চালক ছিলেন করণ জোহর (Karan Johar)। গত বছর বিগ বস ওটিটি-র বিজয়ী হয়েছিলেন দিব্যা আগরওয়াল।

বিগ বস,Big Boss,OTT Season 2,ওটিটি সিজন ২,ভুটা অ্যপে,Voot App,করণ জোহর,Karan Johar,তেজস্বী প্রকাশ,Tejaswi Prakaash,করণ কুন্দ্রা,Karan Kundra

বিগ বস ওটিটি-র পর্দায় দিব্যা ছাড়াও অংশগ্রহণ করেছিলেন বলিউড অভিনেত্রী শমিতা শেট্টি, রাকেশ বাপাট এবং প্রতীক সেহজপাল, নিশান্ত ভাট সহ আরও অনেকে। তবে শোনা যাচ্ছে এবার এই শোতে নতুন প্রতিযোগীদের মতোই অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে থাকবেন নতুন সঞ্চালক। তাই সূত্রের খবর এবছর আর এই শোয়ের সঞ্চালনা করতে দেখা যাবে না করণ জোহরকে।

Karan Johar

পরিবর্তে বিগ বস ওটিটি ২ সঞ্চালনার দায়িত্ব দেওয়া হতে পারে এই টিনসেল টাউনের অন্যতম হট কাপল তেজস্বী প্রকাশ (Tejaswi Prakaash) এবং করণ কুন্দ্রাকে (Karan Kundra)। প্রসঙ্গত বিগ বস সিজন ১৫ (Big Boss Season 15) থেকেই শুরু হয়েছিল তাদের প্রেমের কাহিনী। বিগ বস শেষ হওয়ার পর থেকে যা দিনে দিনে বেড়েই চলেছে। বিগ সিজন ১৫ তে বিজয়ী হয়েছিলেন তেজস্বী। আর করণ অন্তিম পর্বে পৌঁছেও শেষ মুহূর্তে ছিটকে গিয়েছিলেন।

বিগ বস,Big Boss,OTT Season 2,ওটিটি সিজন ২,ভুটা অ্যপে,Voot App,করণ জোহর,Karan Johar,তেজস্বী প্রকাশ,Tejaswi Prakaash,করণ কুন্দ্রা,Karan Kundra

উল্লেখ্য করণের ইতিপূর্বে একাধিক রিয়ালিটি শো তে সঞ্চালনার অভিজ্ঞতা রয়েছে। আর এই মুহুর্তে একদিকে তিনি কালার্স টিভির ই একটি শোয়ের সঞ্চালনা করছেন। অন্যদিকে তেজস্বীও এই একই চ্যানেলে একতা কাপুরের নাগিন সিরিয়ালে অভিনয় করছেন। এই জুটির ক্যারিশ্মাকে কাজে লাগাতে কিছুদিন আগেই তাদের নিয়ে আসা হয়েছিল কঙ্গনা রানাওয়াতের লক আপ শোতে।

বিগ বস,Big Boss,OTT Season 2,ওটিটি সিজন ২,ভুটা অ্যপে,Voot App,করণ জোহর,Karan Johar,তেজস্বী প্রকাশ,Tejaswi Prakaash,করণ কুন্দ্রা,Karan Kundra

তাদের উপস্থিতি বাড়িয়েছিল টিআরপি। জানা যাচ্ছে করণ জোহর এই মুহূর্তে ‘কফি উইথ করণ’ (Kaffe with Karan) শোয়ের শুটিং নিয়ে ব্যস্ত। এই কারণেই চ্যানেল কর্তৃপক্ষের তরফে নতুন সঞ্চালক হিসাবে করণ, তেজস্বীর কথা ভাবা হচ্ছে। যদিও এখনও পর্যন্ত বিষয়টি নিশ্চিত করা হয়নি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥