পৃথিবীতে গান একমাত্র জিনিস যা কিনা দেশ,কাল, সময়ের গন্ডী পেরিয়ে যুগ যুগ ধরে রাজ করতে পারে মানুষের হৃদয়ে। সপ্তসুরের জাদুতে ঘুচে যায় বিভিন্ন ভাষাভাষী শ্রোতাদের গন্ডীও। গান পাগল মানুষদের কাছে সব কিছুকে ছাপিয়ে যায় একমাত্র সুরের মূর্ছনা। আনন্দ, বেদনা, প্রেম, বিরহ সবেতেই ম্যাজিকের মতো করে গান। আর চিরকাল আমাদের ভারতীয় সংস্কৃতির সাথে ওতোপ্রতোভাবে জড়িয়ে রয়েছে এই সঙ্গীত চর্চা।
গান নিয়ে সাধনা আমাদের দেশে আজকের নয়। যুগ যুগ ধরে সঙ্গীত চর্চা চলছে ভারতবর্ষে। আমাদের দেশে রয়েছেন এমনই কয়েকজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যাদের কাছে জীবনের ধ্যান জ্ঞান সবটাই জুড়ে রয়েছে গান। আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রিতে এমনসব অসামান্য প্রতিভাধর সঙ্গীত শিল্পীর কমতি নেই। গানকে পেশা হিসাবে বেছে নিয়েও কোটি কোটি উপার্জন তাদের। সিনেমার পাশাপাশি একাধিক স্টেজ পারফরমেন্স ও করে থাকেন এই সব শিল্পীরা। আজ বং ট্রেন্ডের পাতায় থাকল আমাদের দেশের মিউজিক ইন্ডাস্ট্রির সেইসব জনপ্রিয় গায়কদের তালিকা,যারা সিনেমায় গান গাওয়ার পাশাপাশি শুধুমাত্র লাইভ পারফরম্যান্স করেইই কোটি টাকা উপার্জন করে থাকেন।
১. অরিজিৎ সিং (Arijit Singh)
এই তালিকায় সবার প্রথমেই রয়েছেন ভারতের সবচেয়ে জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। দিনে দিনে দেশের গন্ডি ছাড়িয়ে আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে পড়ছে তাঁর বিশাল খ্যাতি। বছরভর বলিউড, টলিউড উভয় ইন্ডাস্ট্রিতেই বছরভর শ্রোতাদের দুর্দান্ত সব গান উপহার দেন তিনি। তবে শুধু সিনেমা নয় সারাবছর প্রচুর লাইভ পারফরমেন্সও করে থাকেন অরিজিৎ।জানা যায় মঞ্চে গান গাওয়ার করার জন্য প্রতি ঘণ্টায় দেড় কোটি টাকা নেন তিনি। এছাড়া যে জায়গায় তিনি অনুষ্ঠান করতে যান সেই জায়গার ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে যে বা যারা থাকেন তারাই গায়কের থাকা, খাওয়ার ব্যাবস্থা করেন।
২. এ আর রহমান (A.R Rahman)
ভারতের সুরের জাদুকর হলেন এ আর রহমান। তাঁর প্রশংসায় যাই বলা হবে তাই বোধ হয় কম পড়বে। ভারতের মিউজিক ইন্ডাস্ট্রির অন্যতম লিভিং লেজেন্ড তিনি। দীর্ঘদিন ধরে ভারতের হিন্দি এবং তেলেগু উভয় ইন্ডাস্ট্রিকে দারুন সব হিট গান উপহার দিয়ে সমৃদ্ধ করেছেন তিনি। সারাবছর দেশ বিদেশে একাধিক মিউজিক কনসার্ট করেন তিনি। জানা যায় এই ধরনের স্টেজ পারফরমেন্সের জন্য তিনি দেড় কোটিরও বেশী টাকা নিয়ে থাকেন।
৩) সুনিধি চৌহান (Sunishi Chauhann)
আমাদের দেশের তথা বলিউডের অন্যতম সেরা গায়িকা হলেন সুনিধি চৌহান। রোম্যান্টিক হোক কিংবা রক গান সবেতেই দারুন ফ্লেক্সিবল গলা তাঁর। জানা যায় মঞ্চে পারফর্ম করার জন্য ৪০ লাখের কমে রাজি হননা না তিনি।
৪) বাদশা ( Baadshah)
বলিউডের র্যাপ কিং হলেন বাদশা। সম্পূর্ণ আলাদা ঘরানার গান গেয়েও দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। সম্প্রতি তাঁর গাওয়া ভুডু (Voodoo) গানটি আন্তর্জাতিক স্তরেও দারুন জনপ্রিয়। প্রতি ঘণ্টায় মঞ্চে পারফর্ম করার জন্য ৪০ লাখের বেশি পারিশ্রমিক নিয়ে থাকেন বাদশা । এ ছাড়াও আলাদা করে গায়কের থাকা,খাওয়া,যাওয়া,আসার খরচ দিতে হয় শো ম্যানেজার কে।
৫) সোনু নিগম (Sonu Nigam)
বলিউডের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গার দের অন্যতম হলেন সোনু নিগম। শ্রোতাদের মধ্যে তাঁর জনপ্রিয়তা নিয়ে নতুন কিছুই বলার প্রয়োজন নেই। মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের দীর্ঘদিনের কেরিয়ারে অনুরাগীদের একাধিক গান উপহার দিয়েছেন সোনু। বেশ কিছুদিন হল আপাতত নিজেকে গানের জগত থেকে দূরে রেখেছেন তিনি। তবে তার স্টেজ পারফরম্যান্স বরাবরই দারুন জনপ্রিয় অনুরাগীদের কাছে। জানা যায় মঞ্চে গান গাওয়ার জন্য তিনি কম করে ৩২ লাখ টাকা নিয়ে থাকেন।
৬) মোহিত চৌহান (Mohit Chauhan)
রকস্টার ছবিতে রনবীর কাপুরের লিপে মোহিত চৌহানের গাওয়া ‘সাড্ডা হাক’ মনে আছে নিশ্চই! সেসময় সিনেমাটি অতটাও হিট না হলেও দেশজুড়ে এই গানটি কিন্তু ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল।বলতে গেলে মোহিত চৌহানের মত গায়ক হলেন বলিউডের মতো মিউজিক ইন্ডাস্ট্রির সম্পদ। জানা যায় স্টেজ শো করার জন্য তিনি নাকি ৪০ লক্ষ টাকা নিয়ে থাকেন।
৭) বিশাল -শেখর (Vishal -Shekhar)
বলিউডের মিউজিক ইন্ডাস্ট্রিতে বিশাল ও শেখর জুটির মতো জনপ্রিয় মিউজিশিয়ান জুটি খুব কমই আছে। একসাথে জুটি বেঁধে বহু গান উপহার দিয়েছেন তারা। জানা যায় বিশাল শেখর জুটি মঞ্চে পারফর্ম করার জন্য মোট ৪৫ লাখ টাকা নিয়ে থাকেন।