সম্প্রতিকালে রিলিজ হওয়া বহু প্রতীক্ষিত ছবি কেজিএফ ২ (KGF 2)। সেই ২০১৮ সালে ছবির প্রথম পর্ব রিলিজ হয়েছিল, যেখানে কোলার গোল্ড ফিল্ডস (Kolar Gold FIelds) এর কাহিনী তুলে ধরা হয়েছিল। মাটির তলা থেকে কোটি কোটি টন সোনা (Gold) তুলে কোটিপতি হয়ে গিয়েছিল কিছু লোক। সিনেমার এই কাহিনী বহুযুগ পুরোনো, তবে এবার ভারতের মাটিতেই খোঁজ মিলেছে দ্বিতীয় KGF এর। যেখানে কোটি কোটি টন সোনা লুকিয়ে রয়েছে।
হ্যাঁ ঠিকই দেখছেন, এখনও কোটি কোটি টন সোনা রয়েছে ভারতের মাটিতে। যেমনটা জানা যাচ্ছে বিহারের (Bihar) মাটির নিচেই এই বিপুল পরিমাণ স্বর্ণ ভান্ডার রয়েছে। আর এই বিপুল পরিমাণ সোনা খুঁজে বের করেছে ছোট্ট ছোট্ট পিঁপড়েরা। মোট ২৩ কোটি টন সোনা রয়েছে বিহারের মাটির নিচে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই রীতিমত শোরগোল পরে গিয়েছে দেশে।
এখন সবার মনেই প্রশ্ন কোথায় রয়েছে এই বিশাল স্বর্ণভাণ্ডার বা কুবেরের ধন? এর উত্তর হল বিহারের জামুইতে (Jamui, Bihar) রয়েছে এই সোনার ভান্ডার। সম্প্রতি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াও নিজের সমীক্ষায় এই কথা জানিয়েছে। তবে শুধুই যে সোনা তা কিন্তু নয়, সাথে আরও ৩৭ টনেরও অধিক খনিজ আকরিক পাওয়া যেতে পারে সেখানেই। এমনটাই জানাচ্ছে জিএসআই।
এই তথ্য প্রকাশ্যে আসার পরেই বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারের এই স্বর্ণ ভান্ডার অঞ্চলগুলিতে খনন কার্য শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। মূলত বিহারের জামাই জেলার কর্মাশিয়া, ঝাঝা ও সোনো এলাকায় সোনা ও খনিজের খনির সন্ধান মিলেছে। তাই সেখান দিয়েই শুরু করা যেতে পারে খনন কার্য। এই নিয়ে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা হয়ে গিয়েছে।
গতবছরই লোকসভায় বিহারের জামুইতে বিশাল সোনা থাকার সম্ভাবনা নিয়ে কেন্দ্রীয় খনি মন্ত্রী প্রহ্লাদ জোশী আলোচনা শুরু করেছিলেন। সেই সময়েই প্রথম এমন একটা সোনার খনির কথা সামনে আসে। যেমনটা জানা যায় মানুষ নয় বরং পিঁপড়েরা এই বিশাল সোনা খুঁজে দিয়েছে। আর চার দশকেরও বেশি সময় লেগেছে এই স্বর্ণভাণ্ডার খুঁজে বের করতে।
স্থানীয় লোকেদের মতে, ওই অঞ্চলে একটি বিশালাকৃতি বটগাছ রয়েছে। সেই বটগাছের গোড়াতেই পিঁপড়েরা বাসা বাঁধতে শুরু করে। এরপর পিঁপড়েরা বাসা তৈরির সময় মাটি তুলে ওপরের আনার সময় সেই মাটিতে হলুদ রঙের কিছু কণা মিশে থাকতেদেখা যায়। সেই থেকেই স্থানীয় লোকেদের মুখে মুখে এই কথা ছড়িয়ে পরে যে পিঁপড়েরা মুখে করে সোনা তুলে এনে দিচ্ছে।
জিএসআই এর মতে দেশের ৪০ শতাংশের বেশি সোনা থাকতে পারে বিহারের জামাই অঞ্চলে। প্রসংগত, এর আগে কেজিএফ বা কেরালার কোলার গোল্ড ফিল্ডসই ছিল দেশের সবথেকে বড় সোনার খনি। কিন্তু ২০০১ সালে সেটা বন্ধ হয়ে যায়। তবে নতুন করে এই সোনার খনির সন্ধান পাওয়া গিয়েছে। আর নেটিজেনদের অনেকেই এটাকে বাস্তবের দ্বিতীয় কেজিএফ বলে তুলনা করেছেন।