বাঙালির বিনোদনের ডেলিডোজ হল মেগাসিরিয়াল। আর আজকাল তো সিরিয়াল ছাড়া এক মুহুর্তও চলে না সিরিয়ালের পোকা দর্শকদের। দর্শকদের মনোরঞ্জনের কথা মাথায় রেখে আজকাল তো একের পর এক ভিন্ন স্বাদের নিত্যনতুন সিরিয়ালের লাইন লাগিয়ে দিচ্ছে বিনোদনমূলক চ্যানেল গুলিও। এই তালিকায় প্রতিনিয়ত একে অপরকে জোর টক্কর দিচ্ছে বাংলার দুই লিডিং এন্টারটেইনমেন্ট চ্যানেল স্টার জলসা এবং জি বাংলা।
আর আজকাল বেশীরভাগ বাংলা সিরিয়ালেই গুরুত্ব পাচ্ছে বাঙালি সংস্কৃতি (Bengali Culture)। তাই বেশীরভাগ বাংলা সিরিয়ালেই বনেদিয়ানার পাশাপাশি ফিরিয়ে আনা হচ্ছে পুরনো বাঙালি ঐতিহ্যকে। যার মূল ইউ এস পি হল বাঙালিয়ানা। আর সামনেই রবিবার পড়েছে জামাই ষষ্ঠী (Jamai Sasthi) । বলতে গেলে এই বিশেষ দিনটার জন্যই বছরভর অপেক্ষা করে থাকেন বাংলার সমস্ত জামাতা।
এই দিনটার মূল আকর্ষণ হল জমিয়ে খাওয়া দাওয়া থেকে শুরু করে আড্ডা গল্প। আর খাওয়া দাওয়ার তালিকায় এদিন বিশেষ প্রাধান্য পায় ফল, মিষ্টির পাশাপাশি জোড়া ইলিশ। তবে শুধু বাস্তবে নয় এবার জামাই ষষ্ঠীতে দর্শকদের চমক দিতে একেবারে জম্পেশ বাঙালি সাজে ধরা দিলেন জি বাংলার সমস্ত জামাইরা।
প্রসঙ্গত সদ্য প্রকাশ্যে এসেছে স্টার জলসার জামাই ষষ্ঠী স্পেশাল পর্বের প্রোমো। আর তার পরেই এবার প্রকাশ্যে এল জি বাংলার জামাইষষ্ঠীর বিশেষ প্রোমো। এমনিতে সবসময়ই এই দুই বিনোদন মূলক চ্যানেলের সিরিয়াল গুলির মধ্যে চলতে থাকে জোর টক্কর। এবার স্টার জলসার পরেই জি বাংলার জামাইষষ্ঠী স্পেশাল প্রোমো আসায় সেই একই কথা বলছেন দর্শক।
সদ্য প্রকাশিত জি বাংলার জামাইষষ্ঠী স্পেশাল প্রমো তে পাওয়া গিয়েছে জি বাংলার সিরিয়াল গুলির আসন্ন পর্বের আভাস। দেখা গিয়েছে আহির, ইশান, অর্জুন, সিড, রাতুল, সাত্যকি, দেবু দা আর তার ছেলেকেও। কিন্তু বরাবরের মতো সমস্ত লাইমলাইট কিন্তু কেড়ে নিয়েছেন সকলের প্রিয় উচ্ছেবাবু। প্রোমো ভিডিওর কমেন্ট সেকশনে উঁকি দিলেই বোঝা যাবে সেকথা।