• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বিয়ের আগেই গর্ভবতী! বিশ্ব সুন্দরী উর্বশী রাউতেলার বেবি বাম্পের ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল

Published on:

Urvashi Rautela Pregnent in Upcoming film Not Your baby

বলিউডের (Bollywood) সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম উর্বশী রাউতেলা (Uravashi Rautela)। যেমন নাম তেমনই অপরূপ সুন্দরী অভিনেত্রী। নিজের মোহময়ী অভিনয় ও আর দুর্দান্ত ফিগার দিয়ে ‘সুলতান’, ‘পাগল পানতি’, ‘গ্রেট গ্রান্ড মাস্তি’ এর মত ছবিতে দর্শকদের মন জিতেছেন তিনি। তবে সম্প্রতি জানা যাচ্ছে অভিনেত্রী নাকি গর্ভবতী হয়ে গিয়েছেন! তাও আবার বিয়ের আগেই।

দুর্দান্ত সুন্দরী হলেও বলিউডে সেভাবে কাজ করতে দেখা যায়নি অভিনেত্রীকে। বরং দেশ বিদেশে ঘুরে ফটোশুট করেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া’, তারপর ২০১১ সালে ‘মিস ট্যুরিজম কুইন অফ দ্য ইয়ার’ এবং পরে ‘মিস এশিয়ান সুপার মডেল’ খেতাব জিতেছিলেন উর্বশী। এমনকি মিস ইউনিভার্স ২০২১-এর বিচারক হিসেবে লাইমলাইটে উঠে এসেছিলেন তিনি।

Bollywood,Urvashi Rautela,Bollywood Upcoming Movie,Urvashi Rautela New Movie,Not Your Baby,উর্বশী রাউতেলা,বলিউড

এবার প্রশ্ন হল সত্যিই কি মা হতে চলেছেন উর্বশী রাউতেলা?  হ্যাঁ অভিনেত্রী মা হচ্ছেন ঠিকই, তবে এখানেই রয়েছে একটা টুইস্ট। কারণ অভিনেত্রী গর্ভবতী হয়েছেন ঠিকই তবে বাস্তবে নয় বরং সিনেমার পর্দায়। নতুন এই ছবিটি আসলে প্রেগনেন্সি নিয়েই। ইতিমধ্যেই সেই ছবির ফার্স্ট লুক বা পোস্টের রিলিজ হয়েছে। যেটা অভিনেত্রী নিজেই নিজের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন।

এমনিতেই উর্বশীর রূপের দিওয়ানা সংখ্যা কম নেই, তার ওপর সোশ্যাল মিডিয়াতে নিয়মিত পোস্ট করেন তিনি। তাই সোশ্যাল মিডিয়াতে লক্ষ লক্ষ ফলোয়ার রয়েছে উর্বশ্রী। তাই নতুন ছবির পোস্টের শেয়ার করার পরেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

নতুন ছবির পোস্টের শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘আমার নতুন প্রজেক্ট সম্পর্কে বলতে পেরে খুবই খুশি। (এটি একটি পারিবারিক এন্টারটেনমেন্ট ছবি) ‘নোট ইওর বেবি’ দেখে নিন কার সন্তান এটা।’ ছবিতে গোলাপি রঙের পোশাকে দেখা যাচ্ছে উর্বশীকে। তবে ছবিতে বিশাল বড়সড় একটা বেবিবাম্প দেখা যাচ্ছে। আর অভিনেত্রীর হাতে রয়েছে বন্ধুক। এমন একটা ছবি শেয়ার করার পর মুহূর্তের মধ্যে সেটা ভাইরাল হয়ে পড়েছে।  লক্ষাধিক লাইক পরে গিয়েছে ইতিমধ্যেই ছবির পোস্টারের ছবিতে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥