বর্তমানে বাংলা সিরিয়ালের জগতে সমস্ত সিরিয়ালের (Bengali Serial) মধ্যে কয়েকটি সিরিয়াল নিয়ে চর্চার অন্ত নেই। হ্যাঁ ঠিকই ধরেছেন মিঠাই (Mithai), গাঁটছড়া (Gatchora) আর বিগত মাসে জনপ্রিয়তা বেড়ে যাওয়া ধূলোকণা (Dhulokona) সিরিয়ালের কথাই বলছি। একসময় প্রথমস্থানে ১ বছর ধরে থাকলেও গাঁটছড়া আসতেই ‘ফার্স্ট গার্ল’ এর শিরোপা হারিয়েছে মিঠাই। আর সেই থেকেই চলছে টিআরপি লিস্টে (TRP List) দড়ি টানাটানি খেলা।
প্রতি সপ্তাহে বৃহস্পতিবার মানেই কে হল প্রথম, মিঠাই নাকি গাঁটছড়া? এই প্রশ্ন ঘুরতে থাকে সিরিয়ালের দর্শকদের মনে। আর সম্প্রতি এসপ্তাহের নতুন টিআরপি তালিকা (Target Rating Point List) প্রকাশ্যে এসে গিয়েছে। তবে এবারেও কিছুটা একই ফলাফল দেখা গিয়েছে। গতসপ্তাহে যেমন অল্প পয়েন্টের জন্য প্রথম স্থান হারিয়েছিল মিঠাই, এবারেও তেমনটাই হল। যদিও আগের তুলনায় টিআরপি বেড়েছে তবে এবারেও প্রথম সেই খড়ি-ঋদ্ধির জুটি গাঁটছড়া।
এসপ্তাহে ৮.৪ পয়েন্ট পেয়ে প্রথম স্থানে রয়েছে গাঁটছড়া। অন্যদিকে মাত্র ০.২ পয়েন্টের জন্য প্রথমস্থান পায়নি মিঠাই। ৮.২ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মিঠাই সিরিয়াল। আর তৃতীয় স্থানে রয়েছে লালন-ফুলঝুরির কাহিনী ধূলোকণা। সুতরাং বোঝাই যাচ্ছে কেউই কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। তবে বাকি সিরিয়ালগুলিও টেক্কা দিচ্ছে একেঅপরকে। চলুন দেখে নেওয়া যাক এসপ্তাহের সেরা ১০ সিরিয়ালের তালিকা।
সেরা দশ সিরিয়ালের টিআরপি তালিকাঃ (Top 10 Serial TRP List)
গাঁটছড়া – ৮.৪ (প্রথম)
মিঠাই – ৮.২ (দ্বিতীয়)
ধূলোকণা – ৭.৯ (তৃতীয়)
গৌরী এল – ৭.৫
আলতা ফড়িং – ৭.৪
মন ফাগুন, লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৯
অনুরাগের ছোঁয়া – ৬.২
আয় তবে সহচরী – ৫.৮
উমা – ৫.৬
এই পথ যদি না শেষ হয় – ৫.৫
এছাড়াও রিয়ালিটি শোয়ের মধ্যে এসপ্তাহে দিদি নং ১ এর টিআরপি অনেকটা বেশি। এসপ্তাহে দিদি নং ১ পেয়েছে ৬.৫ পয়েন্ট। আর ঠিক তার পরেই রয়েছে দাদাগিরি, এসপ্তাহে প্রাপ্ত পয়েন্ট ৫.২। তবে খুব শীঘ্রই শেষ হতে চলেছে দাদাগিরি সিজেন ৯। বদলে চালু হতে চলেছে সারেগামাপা এর নতুন সিজেন।