টলিউডের সুপারস্টারদের মধ্যে অন্যতম দেব (Dev)। আই লাভ ইউ ছবি দিয়ে শুরু করে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন দর্শকদের। বিশেষত ইয়াং জেনারেশনের সিংহ ভাগই দেব ফ্যান। তবে দেব ভক্তদের একটাই আফসোস প্রেমিকা থাকলেও তাঁর সাথে এখনও সাত পাকে বাঁধা পড়েননি অভিনেতা। তবে এবার নেটপাড়ায় দেব ও রুক্মিণী মৈত্র (Rukmini Moitra) এর বিয়ের ছবি ভাইরাল হয়ে পড়েছে!
তবে কি সত্যিই সত্যিই বিয়ে করলেন দেব-রুক্মিণী? আজ্ঞে না আসলে মোটেই বিয়ে করেননি দেব-রুক্মিণী (Dev Rukmini wedding)। তাহলে দুজনের বিয়ের ছবি যে ভাইরাল হয়েছে সেটা কেন হল? এই প্রশ্ন মনের মধ্যে নিশ্চই আসছে। এই প্রশ্নের উত্তর হল অভিনেত্রীর নিজেরই শেয়ার করা বেশ কিছু ছবি। যেখানে বিয়ের পোশাকে দেখা যাচ্ছে দেব ও তাকে।
ঠিক যেমনটা সামাজিক নিয়ম মেনে বাঙালি বিয়ে হয়, তেমনি দেখা গিয়েছে ছবিতে। ধুতি পাঞ্জাবি আর মাথায় টোপর পরে রয়েছেন দেব আর সাথে লাল রাঙা বেনারসি, মাথায় বিয়ের মুকুট আর গা ভর্তি গয়নায় বধূর সাজে রয়েছেন রুক্মিণী। ছাদনা তলায় মালাবদলের পরে খই পোড়াতে দেখা যাচ্ছে দুজনকে।
এরপর আরও একটি ছবি রয়েছে, যেখানে সুন্দর বিয়ের সাজে লাল রাঙা সিঁথিতে দেখা যাচ্ছে রুক্মিনীকে, যেটা টিকলি দিয়ে ঢাকা রয়েছে। এমন সুন্দর দুটি বিয়ের ছবি শেয়ার করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘টিনটিন আর রোহিনীর স্বপ্ন পূরণের জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ’।
আসলে কিশমিশ ছবি রিলিজ হওয়ার পর ১ মাস কেটে গিয়েছে। আর ১ মাস হওয়ার উপলক্ষেই এই ছবিগুলি শেয়ার করে নিয়েছিলেন তিনি। ছবিতে হাজার বাধা পেরিয়ে শেষমেশ টিনটিন আর রোহিনী এক হয়েছিল, সেই বিয়ের দৃশ্য থেকেই এই ছবিগুলি নেওয়া। অভিনেত্রীর শেয়ার করা এই ছবিগুলি বর্তমানে বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।
প্রসঙ্গত, কবে বিয়ে করছেন দেব ও রুক্মিণী এই নিয়ে সংবাদ মাধ্যমের তরফ থেকে বহুবার প্রশ্ন করা হয়েছে। তবে এক সাক্ষাৎকারে দেব বিয়ে নিয়ে একেবারে অন্যরকম ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানান, চারিদিকে যে হারে বিবাহ বিচ্ছেদ থেকে ব্রেকআপের ঘটনা ঘটছে তা দেখে আপাতত বিয়ে না করার সিদ্ধান্ত নিয়েছেন তারা দুজনে। এভাবে প্রেম করলে একসাথেও থাকবেন আর সম্পর্কে ভাঙ্গনও ধরবে না কোনোদিন।