• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

যীশুকে বাদ দিয়ে সারেগামাপা সঞ্চালক আবির, প্রকাশ্যে এল Saregamapa নতুন সিজেন শুরুর দিনক্ষণ

বাংলার গানের রিয়্যালিটি শোয়ের মধ্যে জনপ্রিয় জি বাংলার (Zee Bangla) সারেগামাপা (Saregamapa)। প্রতিবছর বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বাছাই করা প্রতিবাদের খুঁজে আনা হয় এই মঞ্চে। যেখানে বাচ্চা থেকে বড় সমস্ত প্রতিযোগীরা নিজেদের নিদারুন প্রতিভার নিদর্শন রাখেন। সারেগামাপা এর মঞ্চের গান যেন মন ছুঁয়ে যায় প্রতিটা দর্শকেরই। কিছুদিন আগের খুশির খবর মিলেছিল শুরু হতে চলেছে সারেগামাপা লিটল চ্যাম্পস (SaReGaMaPa Li’l Champs)।

আসলে সারেগামাপা এর স্থানে সম্প্রসারিত হচ্ছিলো দাদাগিরি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় রিয়ালিটি শোয়ের মধ্যে এটিও অন্যতম। সৌরভ গাঙ্গুলির অনবদ্য সঞ্চালনায় শোয়ের জনপ্রিয়তা চির অক্ষয়। তবে দেখতে দেখতে দাদাগিরি সিজেন ৯ ও এবার শেষের পথে। সামনেই দাদাগিরি এর গ্র্যান্ড ফিনালে। অনেকেরই মন খারাপ দাদাকে আর দেখতে পাওয়া যাবে না টেলিভিশনের পর্দায়। তবে সেই দুঃখ ভুলিয়ে দিতে তৈরী সারেগামাপা।

   

Zee Bangla,Saregamapa,Zee Bangla Saregamapa Li'l Champs,Abir Chatterjee,সারেগামাপা,জি বাংলা,জি বাংলা সারেগামাপা,আবির চ্যাটার্জী

আগে ভাগেই সারেগামাপা এর নতুন সিজেন শুরু হওয়ার খবর পাওয়া গিয়েছিল। সাথে জানা গিয়েছিল যীশু সেনগুপ্ত নয় বরং টলিউডের  অভিনেতা অভিনেতা আবির চ্যাটার্জি (Abir Chatterjee) থাকবেন শোয়ের সঞ্চালনার দায়িত্বে। যত দিন এগোচ্ছে ততই জোরকদমে চলছে প্রস্তুতি। সাথে সারেগামাপা এর একাধিক প্রোমো ভিডিও শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়াতে চ্যানেলের পক্ষ থেকে। যা ইতিমধ্যেই বেশ ভাইরালও হয়ে পড়েছে।

কিন্তু একটা প্রশ্ন সবার মনেই রয়েছে, সেটা হল কবে থেকে শুরু হচ্ছে সারেগামাপা? কারণ সারেগামাপা এর নতুন সিজেনের নতুন সঞ্চালকের নাম জানা গেলেও শুরুর তারিখটাই জানা যায়নি। এমনকি এবারের সিজেনে কারা থাকবেন বিচারকের ভূমিকায় সেটাও এখনো অজানাই রয়ে গিয়েছে। তবে সম্প্রতি সারেগামাপা নতুন সিজেন সম্পর্কে একাধিক তথ্য জানা গিয়েছে।

সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে যে ইতিমধ্যেই সারেগামাপা (Saregamapa) এর প্রথম পর্বের শুটিং নাকি হয়ে গিয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সাথে জানা গিয়েছে বিচারকমন্ডলীর নামও। এবারের সিজেনে পণ্ডিত অজয় চক্রবর্তী, শ্রীকান্ত আচার্য, রিচা শর্মা, শান্তনু মৈত্ররা থাকছেন বিচারকের ভূমিকায়।

https://youtu.be/dY0tTFpPhdQ

এছাড়াও মেন্টর হিসাবে থাকছেন আগের সিজেনের ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, মনোময় ভট্টাচার্যরা। তবে এবারের সিজেনে আরও একজন নতুন মেন্টর পেতে চলেছে প্রতিযোগীরা, তিনি আর কেউ নন তিনি হলেন বিখ্যাত জোজো। এতো গেল বিচারক থেকে মেন্টরের পরিচয় পর্ব। এখন মূল প্রশ্ন কবে থেকে ও কখন থেকে দেখা যাবে সারেগামাপা?

যেমনটা জানা যাচ্ছে, দাদাগিরি আনলিমিটেড সিজন ৯ গ্র্যান্ড ফিনালে আগামী ৫ই জুন রাত ৮.০০ টা থেকে দেখা যাবে টিভির পর্দায়। আর দাদাগিরি শেষ হলে তার বদলেই আসতে চলেছে সারেগামাপা। সুতরাং জুন মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ ১১ই জুন থেকেই দাদাগিরির বদলে সারেগামাপা এর নতুন সিজেন দেখা যাবে জি বাংলার পর্দায়।

site