হুবহু বলিউড তারকাদের মতো দেখতে, ইতিপূর্বে এমন অনেক মানুষই এসেছেন শিরোনামে। কিন্তু তাই বলে হাঁটা চলা থেকে শুরু করে,কথা বলা সবটাই অবিকল এক এমন মানুষের সংখ্যা প্রায় নেই বললেই চলে। কিন্তু সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল হয়েছে হুবহু অমিতাভ বচ্চনের মতো দেখতে একই ম্যানারিজমের এক ডুপ্লিকেট (Duplicate) ব্যক্তির ভিডিও। যিনি নিজেকে বিগ বি অর্থাৎ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সবচেয়ে বড় ফ্যান বলে দাবি করে থাকেন।
আসুন তাহলে পরিচয় করে নেওয়া যাক বিগ বির মতোই ৬ ফুট লম্বা শশিকান্ত পেড়ওয়ালের (Sashikanth Pedwal) সঙ্গে।আদতে পুণের বাসিন্দা এই ব্যাক্তি পেশায় একজন অধ্যাপক। আইটিআই পুণের পড়ুয়াদের পড়ানোর মাঝে অবসর সময়ে অমিতাভ বচ্চনকে নকল করে নানান ভিডিও বানান তিনি। সেই ভিডিও দেখে সত্যিই তাজ্জব বনে যাবে যে কেউ।
এমনকি অমিতাভের ব্যারিটোন ভয়েসও অবিকল নকল করেন এই অধ্যাপক (Professor) । ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল তাঁর একাধিক ভিডিও। সেই ভিডিও দেখে অনেকেই নিজের চোখ, কানকেই যেন বিশ্বাস করতে পারছেন না। সবার মনে একটাই প্রশ্ন এতটা মিল কি করে? আসলে বলিউড শহেনশা অমিতাভ বচ্চন কে নিজের গুরুদেব বলে মনে করেন শশিকান্ত।
এরইমধ্যে সম্প্রতি শোনা যাচ্ছে মৃত্যু হয়েছে। শশিকান্ত পেড়ওয়ালের। এই খবর প্রকাশ্যে আসতেই সবার ফোন এবং ম্যাসেজ আসতে শুরু করে শশিকান্তের নাম্বারে। কিন্তু এই খবর যে সম্পূর্ণ ভুয়ো। আসলে বলিউড শহেনশা অমিতাভ বচ্চনের মতো হুবহু দেখতে আরও একজন ডুপ্লিকেট কচ্ছের বাসিন্দা কানুভাই ঠক্কর। সম্প্রতি মৃত্যু হয়েছে তাঁর। আর তাঁর ছবির সাথেই এদিন অনেকে শশীকান্তকে গুলিয়ে ফেলেন।
View this post on Instagram
তাই বিষয়টি কানে পৌঁছতেই নিজেই ক্যামেরার সামনে এসে মুখে খোলেন শশীকান্ত। এদিন ইনস্টাগ্রাম থেকে একটি ভিডিও আপলোড করেছিলেন শশীকান্ত সেখানে তিনি নিজের মুখে স্পষ্ট জানিয়ে দিয়েছেন সকলের আশীর্বাদে তিনি বেঁচে আছেন সুস্থ আছেন। ভিডিওতে শশীকান্তের সংযোজন ‘আমার ভিডিও দেখিয়ে অন্য কারও নাম ব্যবহার করা হচ্ছে। তাই যারা আমার খোঁজ নিচ্ছেন এই ভিডিওটির মাধ্যমে তাদের জানাচ্ছি আমি একদম ভালো আছি।”
View this post on Instagram