টলিউডের নায়িকাদের মধ্যে অন্যতম শ্রাবন্তী চ্যাটার্জী (Srabanti Chatterjee)। টলিপাড়ায় তাকে নিয়ে চর্চার শেষ নেই! কোনো না কোনো কারণে তিনি চর্চায় রয়েছেনই। সম্প্রতি অভিনেত্রীর ‘ভয় পেও না’ (Bhoy Peona) ছবিটি মুক্তি পেয়েছে। জমজমাট অ্যাকশন বা একঘেয়ে প্রেমকাহিনী নয় এবার একটু হটকে ভুতুড়ে কাহিনী নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী। ওম সাহানির (Om Sahani) সাথে জুটি বেঁধে রীতিমত দর্শকদের ভয় ধরাতে প্রস্তুত শ্রাবন্তী।
আসলে সোশ্যাল মিডিয়া থেকে টলিপাড়া সর্বত্রই শ্রাবন্তীকে নিয়ে চর্চার অন্ত নেই। ফিল্মি কেরিয়ারের থেকেও বেশি ব্যক্তিগত জীবনের কারণে চর্চায় উঠে আসেন তিনি। সম্পর্ক নিয়ে তাকে বহুবার নোংরা ট্রোল করা হয়েছে। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে হওয়া এই ট্রোলিংয়ে অভ্যস্ত হয়ে গিয়েছেন তিনি।
নেটপাড়ায় একদল লোক বসেই থাকে ট্রোল করার অপেক্ষায়, তাদের সবচাইতে প্রিয় টার্গেট হল সেলিব্রিটিরা। আর সেই সেলিব্রিটি যদি শ্রাবন্তী হন তাহলে তো আর কোথায় নেই। এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, আসলে কিছু লোকের কোনো কাজ নেই। এই সমস্ত লোকেরাই এসব করে। তাদের বাড়িতেও তো মা বোন রয়েছে তবুও একজন মহিলার প্রতি এমন নোংরা অসম্মানজনক কথা লিখতে তাদের বাঁধ সাধে না। এমনকি কিছু মেয়েরাও আজকাল মেয়েদেরকে নিয়ে ট্রোল থেকে কটূক্তি করে চলেছে।
তবে খারাপ দিক বা নেতিবাচক দিক থেকে নিজেকে দূরেই রাখতে চান শ্রাবন্তী। তাঁর মতে, নিজের কাজটাই আসল পরিচয় তাই নিজের কাজটাকে ভালো করে করার চেষ্টা করেন তিনি। এতেও যদি কেউ ট্রোল করে, ট্রোল করে দু পয়সা রোজগার করে তাহলে বলতে হবে আমরা তাদের রোগজার বাড়াতে সাহায্য করছি। তবে এসব নোংরামি একদিন তো বন্ধ হয়েই যাবে এমনটাই বিশ্বাস করেন তিনি।
প্রসঙ্গত, ২৭ শে মে মুক্তি পেয়েছে ‘ভয় পেও না’ পেওনা ছবিটি। ইতিমধ্যেই সিনেমা হলেও এসে গিয়েছে। এমনিতে ভুতে ভয় পান অভিনেত্রী, তবে সিনেমার কাহিনী শুনে আর না করেননি। তাছাড়া ছবিতে প্রথমবার জুটি বাঁধতে দেখা যাবে শ্রাবন্তী ও ওমকে। দর্শকদের অনেকেই নতুন জুটিকে দেখার জন্য অপেক্ষায় ছিলেন। অভিনেত্রীর নতুন ছবির জন্য বংট্রেন্ডের পক্ষ থেকে রইল শুভেচ্ছা।