• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরির গ্রান্ড ফিনালেতে বড় চমক! সৌরভ পত্নী ডোনার সাথে তুমুল নাচ প্রসেনজিতের

Updated on:

দাদাগিরি,Dadagiri,গ্রান্ডফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly,প্রমো ভিডিও,Promo Video,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chaatterjee

বাংলার ঘরে ঘরে একটা বিরাট সংখ্যক দর্শক রয়েছেন যারা সিরিয়ালের বিরাট ভক্ত।তবে সপ্তাহজুড়ে চলতে থাকা সিরিয়ালের দাপটের মাঝেও ইদানীং কিন্তু দর্শকমলে বেশ জনপ্রিয় রিয়ালিটি শো গুলিও।যার অন্যতম কারণ হল রোজ রোজ একঘেয়ে সিরিয়াল দেখে ক্লান্ত হয়ে পড়েন দর্শক।সবসময় আবার একঘেয়ে সিরিয়াল দেখতে ভালোও  লাগে না। তাই স্বাদ বদল করতে সপ্তাহের শেষে দর্শকদের মনোরঞ্জনের কথা ভেবে নন ফিকশন রিয়ালিটি শো সম্প্রচার করা হয় বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

সেদিক দিয়ে দেখতে গেলে বাংলায় দাদাগিরি (Dadagiri) আন লিমিটেডের মতো জনপ্রিয় গেম শো আর দুটি নেই।এই শোয়ের অন্যতম ইউএসপি হলো শোয়ের সঞ্চালক সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) অনবদ্য সঞ্চালনা।যা দিনের পর দিন একটানা মন জয় করে চলেছে দর্শকদের।আর এইভাবেই দেখতে দেখতে দাদাগিরি আন লিমিটেড আজ এসে পৌঁছেছে তার নবমতম সিজনে। তবে এবার দাদাগিরির এই সিজন ৯-ও প্রায় শেষের পথে।

Sourav ganguly dadagiri season 9 last episode shooting

ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে দাদাগিরি সিজন ৯-এর গ্রান্ড ফিনালের  (Grand Finale) ঝলক। দাগিরি শেষ হয়ে যাওয়ায় মন খারাপ দর্শকদের। মন ভালো নেই স্বয়ং সৌরভ গাঙ্গুলীরও।কিছুদিন আগেই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আয়োজন করা হয়েছিল  তারকাখচিত সেই গ্রান্ড ফিনালের আয়োজন। সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি হয়ে এসেছিলেন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)।

দাদাগিরি,Dadagiri,গ্রান্ডফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly,প্রমো ভিডিও,Promo Video,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chaatterjee

আগামী ৫ই জুন টিভির পর্দায় এই পর্ব সম্প্রচারিত হবে।তাই এখনও পর্যন্ত টিভির পর্দায় এই পর্ব সম্প্রচারিত না হলেও সোশ্যাল মিডিয়ার দৌলতে দাদাগিরির ফিনালেতে শাহরুখ অভিনীত ওম শান্তি ওম সিনেমার ‘আজাব সি’ গানে স্ত্রীর সাথে সৌরভের নাচের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে ঝড়ের গতিতে।পাশাপাশি দাদাগিরির ফিনালেতে দাদার ডাকে মঞ্চ মাতাতে হাজির ছিলেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি বলে পরিচিত প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও (Prosenjit Chaatterjee)।

দাদাগিরি,Dadagiri,গ্রান্ডফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly,প্রমো ভিডিও,Promo Video,প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,Prosenjit Chaatterjee

 ‘আয় খুকু আয়’ সিনেমার প্রচারে অংশ নিতে প্রসেনজিতের সাথেই দাদাগিরির ফিনালেতে হাজির হয়েছিলেন ছোট পর্দার রানীমা অর্থাৎ অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।এরইমধ্যে এসে গিয়েছে দাদাগিরির গ্র্যান্ড ফিনালের নতুন প্রমো ভিডিও (Promo Video)।এই  ভিডিওতে সৌরভ পত্নী  ডোনাকে জমিয়ে নাচতে দেখা গেল প্রিয় বুম্বাদার সাথে। নাচতে দেখা দেখা গেল সৌরভ গাঙ্গুলীকেও। তাদের  সাথেই যোগ দেন দিতিপ্রিয়াও।সবমিলিয়ে গ্র্যান্ড ফিনালের এমন ধামাকাদার ডান্স পারফর্মেন্সের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥