এই মুহূর্তে বাংলার সিরিয়াল প্রেমী দর্শকদের মুখে মুখে ঘোরে ‘মিঠাই’ সিরিয়ালের নাম। সিরিয়ালের পোকা দর্শকদের সারাদিনের ক্লান্তি শেষে একমুঠো অক্সিজেনের জোগান দেয় এই মিঠাইরানি আর তার মোদক পরিবারের সদস্যরা। এই সিরিয়ালের শুরু থেকেই নায়ক নায়িকা সিড(Sid) -মিঠাই হলেন দর্শকদের কলিজার টুকরো। ধারাবাহিকে মিঠাই (Mithai) চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu), এবং নায়ক সিডের চরিত্রে রয়েছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy)। দর্শকরা ভালোবেসে তাদেরকে ‘আদৃতৃষা’ বলে ডাকেন। কিন্তু হঠাৎ কি এমন হয়ে গেল যে অনস্ক্রিন উচ্ছেবাবু কে সোশ্যাল মিডিয়ায় একটি বারের জন্যও জন্মদিনের শুভেচ্ছা (Birthday Wish) জানালেন না দর্শকদের সকলের প্রিয় মিঠাইরানি।
তবে ব্যাক্তিগত ভাবে সামনাসামনি তিনি শুভেচ্ছা জানিয়েছেন কিনা তা জানা যায় নি। আসলে সদ্য গিয়েছে রিয়েল লাইফ সিড অর্থাৎ অভিনেতা আদৃত রায়ের জন্মদিন। প্রিয় অভিনেতার জন্মদিনে মধ্যরাত থেকেই শুভেচ্ছা জানাতে শুরু করেছিলেন অসংখ্য অনুরাগী থেকে শুরু করে সহ অভিনেতা, অভিনেত্রীরাও। ধীরে ধীরে সিরিয়ালের শ্রী, নিপা, তোর্সা, রাজীব, নন্দা রাতুল সকলেই শুভেচ্ছা জানান। কিন্তু সবাই শুভেচ্ছা জানালেও সারাদিন কেটে যাওয়ার পরেও আদৃতের জন্মদিনে কোথাও কোনো শুভেচ্ছা জানালেন না সৌমিতৃষা। অথচ বিষয়টা নজর এড়িয়ে যায়নি কারও।
তাছাড়া সৌমিতৃষা যে সোশ্যাল মিডিয়ায় কম অ্যাক্টিভ থাকেন তেমনটাও নয়। কিছুদিন আগেই গিয়েছে মিঠাইরানির অনস্ক্রিন দুই ননদ শ্রী এবং নিপার জন্মদিন। সেসময় কিন্তু দুই ননদিনী কে ঠিকই শুভেচ্ছা জানিয়েছিলেন অভিনেত্রী। জন্মদিনের সকাল থেকেই ভারতলক্ষী স্টুডিওর বাইরে রীতিমতো ভীড় জমিয়েছিলেন আদৃত ভক্তরা। ফ্যানদের হাত থেকে কখনও কেক, পায়েস আবার কখনও পুজোর প্রসাদ খেতে তুমুল ব্যস্ত ছিলেন অভিনেতা। সেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত ওই দিনেই সিরিয়ালের কলাকুশলীদের সাথে আলাদা ভাবে শুটিং ফ্লোরে কেক কেটেছিলেন আদৃত। সেখানে উপস্থিত থাকলেও অনান্য বারের মতো কিন্তু হাসিখুশি দেখা যায়নি অভিনেত্রী কে। সিরিয়ালের ফ্যান পেজ থেকে শেয়ার করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে কেক কেটে প্রথমে মিঠাইরানি বেশ এড়িয়েই গেলেন উচ্ছেদ বাবু। শেষে ঠাম্মার কথায় অনস্ক্রিন বৌয়ের মুখে চকলেট ধরলেও হাসি ছিল না কারও মুখেই।
মনে করা হচ্ছে যত ঝামেলার সূত্র পাত সিরিয়ালের নন্দা অভিনেত্রী কৌশাম্বী কে সকলের সামনে বেস্ট ফ্রেন্ড বলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর থেকে। সেসময় মিঠাইরানির বেস্ট ফ্রেন্ড পায় চক্রবর্তী আদৃত কে ঠুকে কমেন্ট করার পর থেকেই সম্ভবত গন্ডগোলের শুরু। অন্দরের খবর ক্যামেরা অফ হতেই একে অপরের সাথে কথা বলা বন্ধ করে দেন আদৃত সৌমিতৃষা। এমনকি এখন তাদের মুখ দেখাদেখি টুকুও নাকি বন্ধ। তবে একদল মিঠাই ভক্তদের বিশ্বাস খুব শিগগিরই অনস্ক্রিনের মতোই অফস্ক্রিনেও মিল করে দেবেন গোপাল।
View this post on Instagram