• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১৫ মিনিটে তৈরী খেতে দুর্দান্ত টেস্টি, রইল সবজি, আটা দিয়ে জিভে জল আনা জলখাবার তৈরির রেসিপি

Published on:

tasty breakfas with Sabji and Flour recipe

সকালের জলখাবারে একই খাবার খেতে খেতে অরুচি? মাঝে মধ্যে একটু আধটু স্বাদ বদল করতে পারলেই ভালোই হয়। কিন্তু সকাল সকাল নতুন কি রান্না করা যায় যেটা সবার পছন্দও হবে? এবার আপনার এই সমস্যার সমাধান করতেই আজ নিয়ে হাজির হয়েছি সবজি, আটা দিয়ে জিভে জল আনা জলখাবার তৈরির রেসিপি (tasty breakfas with Sabji and Flour recipe)। যেটা তৈরী করাও সোজা আর ১৫ মিনিটেই তৈরী হয়ে যাবে।

tasty breakfas with Sabji and Flour recipe

সবজি, আটা দিয়ে জিভে জল আনা জলখাবার তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণঃ

  • গমের আটা
  • কাঁচা আলু, গাজর, ক্যাপসিকাম
  • কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা কুচি
  • পাতিলেবুর রস
  • আদা বাটা, রসুন বাটা
  • চালের গুঁড়ো
  • হলুদ গুঁড়ো,গরম মশলা গুঁড়ো
  • জিরে, হিং
  • চাট মশলা, আজোয়ান
  • পরিমাণ মত নুন
  • রান্নার জন্য তেল

সবজি, আটা দিয়ে জিভে জল আনা জলখাবার তৈরির পদ্ধতিঃ

  • প্রথমে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে নিতে হবে।
  • এরপর তার সাথে ক্যাপসিকাম কুচি, আদা রসুনের পেস্ট, শুকনো লঙ্কা কুচি, এক চিমটি হিং, গরম মসলা, হলুদ গুঁড়ো আর অর্ধেক পাতি লেবুর রস দিয়ে ভালো করে মাখিয়ে মিক্স করে নিতে হইব।

Breakfast Recipe,breakfas with Sabji and Flour recipe,tasty breakfast recipe,সকালের জলখাবারের রেসিপি,জলখাবার রেসিপি,সবজি আর আটা দিয়ে টেস্টি জলখাবার,সবজি,আটা দিয়ে জিভে জল আনা জলখাবার

  • তারপর কাঁচা আলু আর গাজর গ্রেট করে নিয়ে ওই সবজি মশলা মিক্সের মধ্যে মিশিয়ে নিয়ে আলাদা করে রাখতে হবে।
  • মশলা তৈরী করে রেখে আটা নিয়ে তাতে পরিমাণ মত নুন, আজব আর সামান্য তেল (চাইলে ঘি ব্যবহার করতে পারেন) দিয়ে আটা মেখে নিতে হবে।
  • এবার একটা পাত্রে আধ গ্লাস মত জল নিয়ে তাতে নুন, লঙ্কাগুঁড়ো, চাট মশলা আর চালের গুঁড়ো মিশিয়ে একটা পাতলা মশলার গোলা মত তৈরী করে নিতে হবে।
  • মেখে রাখা আটা দিয়ে লেচি বানিয়ে তা দিয়ে প্রথমে রুটির মত করে বেলে নিতে হবে।

tasty breakfas with Sabji and Flour recipe

  • এবার একটা রুটি রেখে তাতে সামান্য জল ছড়িয়ে দিয়ে তারপরে যে সবজি মিক্স তৈরী করা হয়েছিল সেটা ভালো করে ছড়িয়ে দিতে হবে।
  • তারপর আবারও ওপরে আরেকটা রুটি দিয়ে তার ওপরেও সামান্য জল ছড়িয়ে তারপরে সবজি মশলা দেওয়ার পর ওপর থেকে আবারও একটা রুটি দিয়ে রোল মত পাকিয়ে নিতে হবে।

Breakfast Recipe,breakfas with Sabji and Flour recipe,tasty breakfast recipe,সকালের জলখাবারের রেসিপি,জলখাবার রেসিপি,সবজি আর আটা দিয়ে টেস্টি জলখাবার,সবজি,আটা দিয়ে জিভে জল আনা জলখাবার

  • এবার এই রোলটিকে কড়ায় ফুটন্ত জলের মাঝে একটা স্ট্যান্ড দিয়ে ৫-৭ মিনিট বসিয়ে ভাপিয়ে নিতে হবে।
  • ভাপানো হয়ে গেলে সেটাকে কিছুটা ঠান্ডা করে নিয়ে সেটাকে পাউরুটির মত একটু মোটা মোটা টুকরো করে কেটে নিতে হবে।

tasty breakfas with Sabji and Flour recipe

  • এবার এই সেদ্ধ হওয়া স্যান্ডউইচের মত টুকরো গুলোকে চালের গুঁড়ো ও মশলা দিয়ে তৈরী গোলায় ডুবিয়ে কড়ায় গরম তেলে ফ্রাই করে তেল ঝরিয়ে নিলেই জিভে জল আনা সুস্বাদু জলখাবার তৈরী।
design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥