সাউথের সিনেমার বিরাট দাপটের সামনে টেকা দায় হয়ে দাঁড়িয়েছে গোটা বলিউড ইন্ডাস্ট্রির। এমতাবস্থায় কার্তিক আরিয়ান অভিনীত ‘ভুলভুলাইয়া ২’ (Bhool bhulaiya 2) -এর হাত ধরে নতুন করে আবার ঘুরে দাঁড়াচ্ছে বলিউড (Bollywood)। মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড করে বছরের সেরা হিন্দি সিনেমার তকমা নিজের ঝুলিতে পুরেছে ভুলভুলাইয়া ২।
প্রথম দিনেই রেকর্ড করা ওপেনিং করার পর প্রথম তিন দিনেই ৫৬ কোটি টাকার ব্যবসা করেছেন ‘ভুল ভুলাইয়া ২’। বলা হচ্ছে এই গতিতে এগোতে থাকলে খুব শিগগিরই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়বে ভুলভুলাইয়া ২। এসবের মধ্যেই সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে করা মন্তব্যের জেরে শিরোনামে এসেছেন আজকালকার তরুণীদের জাতীয় ক্রাশ কার্তিক আরিয়ান (Kartick Aaryan)।
এমনিতেই বলিউডের এই চকলেট বয় কে নিয়ে অনুরাগীদের কৌতুহলের শেষ নেই। ইতিপূর্বে ইন্ডাস্ট্রির একাধিক অভিনেত্রীদের সাথে নাম জড়িয়ে শিরোনামে এসেছেন অভিনেতা। এই কারণে কিছুদিন আগেই ক্যাসিনোভা আখ্যা পেয়েছেন কার্তিক। সম্পর্ক নিয়ে বরাবরই কোনো রাখঢাক করেন না কার্তিক। তেমনই সাম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে মন্তব্য করে উস্কে দিয়েছেন জল্পনা।
ওই সাক্ষাৎকারে অভিনেতার কাছে সরাসরি জানতে চাওয়া হয়, তিনি কি কখনও কোনও বলিউড অভিনেত্রীর সাথে প্রেম করেছেন? শিকার করে নিয়ে প্রায় সঙ্গে সঙ্গেই ইতিবাচক উত্তর দিয়ে কেবলমাত্র একটি শব্দে ‘হ্যাঁ’ বলেন কার্তিক। কিন্তু সেই বলিউড অভিনেত্রী যে আসলে কে, সেই বিষয়টি খোলসা করেননি অভিনেতা।
সেইসাথে ইন্ডাস্ট্রিতে যেভাবে অভিনেতা-অভিনেত্রীদের নাম জড়ানো হয় সে প্রসঙ্গে ক্ষোভ প্রকাশ করে অভিনেতা বলেছেন, “কোনো প্রজেক্টের কাজ করার সময় যদি দুজন অভিনেতা একসঙ্গে কফি খেতে যান তাহলে তাদের কথা নিয়ে লোক জন কথা বলতে শুরু করবেন। তা হলে কি বেরনো বন্ধ করে দেব? নাকি কোনো গোপন জায়গা খুঁজব? দু’জন মানুষ কি শুধু বন্ধু হিসেবে দেখা করতে পারে না?”
প্রসঙ্গত পরিচালক ইমতিয়াজ আলির ‘লাভ আজ কাল ২’-তে একসাথে কাজ করেছিলেন অভিনেতা কার্তিক আরিয়ান এবং সইফ আলি কন্যা সারা আলি খান (Sara Ali Khan) । সেসময় সারার সাথে কার্তিকের সম্পর্কের জোর গুঞ্জন ছিল বিটাউনে। শ্যুটের সময় থেকেই নাকি একে অপরের ঘনিষ্ঠ হয়েছিলেন তারা। তবে অল্প দিনেই ভেঙে যায় তাদের সম্পর্ক।