• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৪ বছর পর লীনা গাঙ্গুলির হাত ধরে ছোটপর্দায় ফিরছেন ‘এখানে আকাশ নীলে’র ‘হিয়া’ অপরাজিতা ঘোষ

Published on:

৪ বছর পর লীনা গাঙ্গুলির হাত ধরে ছোটপর্দায় ফিরছেন 'এখানে আকাশ নীলে'র 'হিয়া' অপরাজিতা ঘোষ Tollywood actress Aparajita Ghosh comeback after 4 years with leena ganguly serial

বাংলায় দর্শকদের বিনোদনের স্বার্থে বাংলা চ্যানেলে একাধিক সিরিয়াল রয়েছে। তবে কিছু সিরিয়াল দর্শকদের মনে দাগ কেটে যায়। যেমন ‘এখানে আকাশ নীল’ (Ekhane Aakash Neel) সিরিয়ালটি শেষ হয়েছে বছর হয়ে গিয়েছে। তবে সেই সিরিয়ালের জনপ্রিয়তা বা সেই তারকাদের অনবদ্য অভিনয় আজও মনে রেখেছে বাঙালি দর্শকেরা। সম্প্রতি জানা যাচ্ছে আবারও টেলিভিশনের পর্দায় কামব্যাক করতে চলেছেন ‘এখানে আকাশ নীলে’র হিয়া অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)!

আসলে বিগত কয়েকমাস ধরে একাধিক নতুন সিরিয়াল শুরু হয়েছে টেলিভিশনের পর্দায়। জি বাংলা (Zee Bangla) হোক বা ষ্টার জলসায় (Star Jalsha) একাধিক নতুন স্বাদের কাহিনী নিয়ে শুরু হয়েছে সিরিয়াল। জনপ্রিয়তা হারানো সিরিয়াল একে একে বন্ধ করে তাঁর জায়গা নিচ্ছে নতুন সিরিয়ালগুলি। আর এবার শোনা যাচ্ছে লীনা গাঙ্গুলির সিরিয়ালের হাত ধরেই আবারও দীর্ঘদিন পর ছোটপর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী।

Aparajita GHosh

বেশ কিছুদিন ধরেই লীনা গঙ্গোপাধ্যায়ের (Leena Ganguly) নতুন সিরিয়াল নিয়ে চর্চা থেকে জল্পনা চলছেই। জানা যাচ্ছে মোহর সিরিয়ালের সোনামণি সাহা ও সপ্তর্ষি মৌলিক এই দুই তারকাদের নিয়ে আসতে চলেছে নতুন সিরিয়াল। তবে নতুন সিরিয়াল আসার আগেই নেটিজেনদের অনেকেই কটাক্ষ করেছেন লেখিকাকে যে আবারও কোনো এক ত্রিকোণ প্রেম বা পরকীয়ার কাহিনী নিয়ে সিরিয়াল আসতে চলেছে।

Aparajita Ghosh,Leena Ganguly,New Bengali Serial,Aparajita Ghosh Telivison Comeback,অপরাজিতা ঘোষ,লীনা গাঙ্গুলি,লীনা গঙ্গোপাধ্যায়,বাংলা সিরিয়াল,নতুন বাংলা সিরিয়াল,সিরিয়ালের খবর

এসবের মাঝে খবর পাওয়া যাচ্ছে যে নতুন এই সিরিয়ালে কামব্যাক করতে চলেছেন অপরাজিতা ঘোষ। মূল চরিত্রে নয় তবে দ্বিতীয় লিড চরিত্রেই দেখতে পাওয়া যাবে অভিনেত্রীকে। অবশ্য একেবারেই অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। ‘কুসুম দোলা’ সিরিয়ালে খল চরিত্রে অভিনয় করেছিলেন অপরাজিতা। এছাড়া ২০১৭ সালে পোস্ত ছবিটিও দেখা গিয়েছিল তাকে।

যদিও এই মুহূর্তে অফিসিয়ালি কোনো ঘোষণা হয়নি, বা সিরিয়ালের কাস্ট সম্পর্কে জানা যায়নি। তবে জল্পনা অপরাজিতা ঘোষ যদি টেলিভিশনে আবারো ফেরেন তাহলে খুশিই হবেন দর্শকেরা। কারণ অভিনেত্রীর ফেরার খবর জানতে পেরেই ইতিমধ্যে খুশি হয়ে গিয়েছেন দর্শকেরা।

Aparajita Ghosh serial comeback

প্রসঙ্গত, মোহর সিরিয়ালের শঙ্খ স্যার অভিনেতা প্রতীক সেন ইতিমধ্যেই নতুন সিরিয়ালে কাজ শুরু করে দিয়েছেন। দেবচন্দ্রিমা সিংহ রায়ের সাথে জুটি বেঁধে আসছে ‘সাহেবের চিঠি’। স্মার্টফোন আর ভিডিও কলিংয়ের যুগেও অতীতের চিঠিতে প্রেমের কাহিনী তুলে ধরবে এই সিরিয়াল।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥