• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

১২ বছরের অভিনয় জীবনে সেরা অভিনেতা হয়েও কাজ জুটছে না গাঁটছড়ার রাহুলের! অকপট অনিন্দ্য

Published on:

অনিন্দ্য চট্টোপাধ্যায়,Aninda Chatterjee,গাঁটছড়া,Gantchora,ওয়েব সিরিজ,Web Series,বেলাশুরু,Belashuru,সোশ্যাল মিডিয়া,Social Media

ছোট পর্দা হোক কিংবা বড় পর্দা বাংলা ইন্ডাস্ট্রির অন্যতম পরিচিত মুখ হলেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Aninda Chatterjee)। তবে দর্শকরা তাকে মূলত চেনেন খলনায়ক হিসাবেই। দীর্ঘ ১২ বছরের অভিনয় জীবনে একাধিক ছবিতে বেশীরভাগ ক্ষেত্রেই কখনো খলনায়ক তো কখনো পার্শ্ব চরিত্রে অভিনয় করেই আজকের এই সাফল্য অর্জন করেছেন অনিন্দ্য।

বর্তমানে অনিন্দ্য স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘গাঁটছড়া’ (Gantchora) -য় রাহুলের চরিত্রে অভিনয় করছেন। সিরিয়ালের ছলচাতুরির পাশাপাশি শিবপ্রসাদ নন্দিতা রায় পরিচালিত বেলাশেষে সিনেমার মতোই সম্প্রতি মুক্তি প্রাপ্ত বেলাশুরু (Belashuru) সিনেমাতেও বাড়ির ছোটো জামাইয়ের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন অনিন্দ্য।

Anindya Chatterjee post on not being invited in any award shows
তবে আশ্চর্যের বিষয় এটাই যে দীর্ঘ ১২ বছরের অভিনয় জীবন কাটিয়েও এখনও পর্যন্ত ওয়েব সিরিজের (Web Series) দুনিয়ায় এখনও পর্যন্ত হাতেখড়িই হয়নি এই জনপ্রিয় অভিনেতার। তা নিয়ে যথেষ্ট আফসোস রয়েছে তার। তাই সাফল্যের মধ্য গগনে পৌঁছেও সেই কষ্টের কথা জানিয়ে কাজ চাইতেও পিছপা হলেন না অভিনেতা।

অনিন্দ্য চট্টোপাধ্যায়,Aninda Chatterjee,গাঁটছড়া,Gantchora,ওয়েব সিরিজ,Web Series,বেলাশুরু,Belashuru,সোশ্যাল মিডিয়া,Social Media

কিছুদিন আগেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডে গাঁটছড়ার রাহুল চরিত্রের জন্য সেরা ভিলেনের পুরস্কার জিতেছিলেন অনিন্দ্য। ১২ বছরের অভিনয় জীবনে প্রথমবার পুরস্কার পেয়ে ইমোশনাল হয়ে পড়েছিলেন অভিনেতা। সে কথা নিজে সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন অভিনেতা। তবে সিনেমা আর সিরিয়াল থেকে সাফল্য আর প্রশংসা পেলেও অনিন্দ্য মনে বরাবরের আক্ষেপ রয়ে গিয়েছে ওটিটিতে এখনও পর্যন্ত ডেবিউ না করতে পারার জন্য।

অনিন্দ্য চট্টোপাধ্যায়,Aninda Chatterjee,গাঁটছড়া,Gantchora,ওয়েব সিরিজ,Web Series,বেলাশুরু,Belashuru,সোশ্যাল মিডিয়া,Social Media
তাই খোলাখুলি সোশ্যাল মিডিয়া পোস্টে সেই আক্ষেপের কথা জানিয়েই কাজ চেয়েছেন পরিচালকদের কাছে। নিজেই নিজের ভাগ্য ফেরাতে প্রয়োজনে অডিশন দিতেও রাজি অভিনেতা। তাই সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেতা লিখেছেন ‘বেলাশুরু বা অন্য কোনো সিনেমায় আমার অভিনয় দেখে যদি কোনো সহৃদয় ডিরেক্টর আমাকে ওটিটির জন্যে ভাবেন তাহলে খুব খুশি হবো। অডিশন ও দেবো। আমার তো তো ইচ্ছে করে বাকিদের মতন ওয়েব সিরিজ করতে। ওটিটি করতে চাই কিন্তু কেউ ভাবেই না আমাকে নিয়ে।কাজ চাইতে আমার লজ্জা নেই আর অত বড় আর্টিস্টও আমি হয়ে যায়নি।’

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥