• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘দাদাগিরি’র গ্রান্ড ফিনালেতে মিঠাই ম্যাজিক, সৌরভ-ডোনার সাথে মঞ্চে নাচলেন সৌমিতৃষা, রইল ভিডিও

Published on:

Dadagiri Season 9 Grand FInale Sourav Ganguly Dona Ganguly Dance Mithai Soumitrisha Kundu Special guest

বাঙালির প্রিয় রিয়্যালিটি শোয়ের মধ্যে অন্যতম ‘দাদাগিরি’ (Dadagiri)। কিন্তু দেখতে দেখতে দাদাগিরি সিজেন এবার শেষের পথে। আগেই সিজেন শেষ হওয়ার পূর্বাভাস দিয়েছিলেন সৌরভ গাঙ্গুলি (Sourav Ganguly)। শেষ শুটিংয়ের সম্ভাব্য তারিখও সামনে এসেছিল। তবে সম্প্রতি শেষ শুটিংয়ের বেশ কিছু এক্সক্লুসিভ ঝলক মিলেছে। যা দেখে বোঝাই যাচ্ছে শেষ দিনে মঞ্চে বিশেষ অতিথি হিসাবে হাজির থাকবেন মিঠাই সিরিয়ালের অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrishas Kundu)।

আসলে দাদাগিরি এর গ্রান্ড ফিনালে বলে কথা, একটু গ্রান্ড না হলে কি হয় নাকি! পরিচালক আগে ভাগেই জানিয়ে রেখেছিলেন যে বাংলার জনপ্রিয় তারকাদের দেখা যাবে এই পর্বে। থাকবে তাদের দুর্দান্ত সমস্ত পারফর্মেন্স। আর বাংলার প্রিয় তারকাদের মধ্যে মিঠাইকে তো থাকতে হবেই। তাই দাদাগিরির মঞ্চে হাজির মিঠাই পরিবার।

Sourav ganguly Dona Ganguly

খালি হাতে নয়, একেবারে মনোহরের হাড়ি হাতে নিয়েই এসেছে মিঠাই। অন্তিম পর্বেও মিষ্টি মুখ করিয়েই শেষ হবে দাদাগিরি। তবে শুধু তাই নয় এদিন সৌরভ পত্নী ডোনা গাঙ্গুলিও (Dona Ganguly) উপস্থিত থাকবেন মঞ্চে গ্রান্ড ফিনালে উপলক্ষে। আর সৌরভ গাঙ্গুলি ও ডোনা গাঙ্গুলিকে একসাথে একটি নাচের পারফর্মেন্স করতে দেখা যাবে। এই নাচ দেখার জন্য রীতিমত অপেক্ষায় রয়েছেন দর্শকেরাও।

Mithai on Dadagiri Final Episode Look

ইতিমধ্যেই দাদাগিরির গ্রান্ড ফিনালেতে মিঠাই এর সাজ প্রকাশ্যে এসেছে। অভিনেত্রী সৌমিতৃষা নিজেই ফিনালের দিনের সাজের ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে গোলাপি আর স্বর্ণালী রঙের ঝলমলে টপ আর স্কার্ট পরে রয়েছেন মিঠাই। সাথে গলায় সুন্দর ম্যাচিংয়ের একটি চোকার হার আর কপালে রয়েছে ম্যাচিং টিকলি।

দাদাগিরির মঞ্চে সৌরভ ডোনার নাচের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। যেখানে সাদা কালো টাক্সিডোতে দেখা যাচ্ছে তাকে। ‘ওম শান্তি ওম’ ছবির ‘আঁখো মে তেরি’ গানে নাচতে দেখা গিয়েছে তাদের। আর তাদের নাচের সময় মঞ্চে উপস্থিত ছিল মিঠাই অভিনেত্রী সৌমিতৃষা। ভিডিওটি ইতিমধ্যেই বেশ ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে।

Sourav ganguly dadagiri season 9 last episode shooting

প্রসঙ্গত, এদিন সৌরভ গাঙ্গুলিও নিজের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে একাধিক ছবি শেয়ার করেছেন। ছবি শেয়ার করে জানিয়েছেন  দাদাগিরি সিজেন ৯ এর শেষ পর্বের শুটিং শেষ হয়ে গিয়েছে। এবার খানিক বিশ্রামের পালা। তবে বাঙালি দর্শকদের মন খারাপ হয়ে গিয়েছে এই খবরে। আবারও অপেক্ষার শুরু দাদাগিরি সিজেন ১০ এর জন্য।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥