টলিউড ইন্ডাস্ট্রির প্রথমসারির অভিনেতাদের মধ্যে সবার প্রথমেই যার নাম আসে তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee)। একপ্রকার বাংলা ইন্ডাস্ট্রি তার শাসনেই চলে বলা যেতে পারে! পুরোনো হোক বা নবীন সমস্ত টলি তারকারাই তাকে সন্মান করে, আর তাঁর বিরুদ্ধে কথা বলার সাহস কম জনেরই আছে। তবে এবার স্বয়ং টলিউড ইন্ডাস্ট্রিকেই চোখ রাঙিয়ে ‘রগড়ে দেব’ বললেন সোহিনী সেনগুপ্ত (Sohini Sengupta)।
হ্যাঁ ঠিকই দেখছেন খড়কুটোর ‘পুটু পিসি’ অভিনেত্রী সোহিনী সেনগুপ্ত। টেলিভিশন পর্দার হাসি খুশি পুটুপিসি একেবারে অন্য লুকে। কিন্তু প্রশ্নটা হল হটাৎ এমন লুকে কেন অভিনেত্রী? আর হটাৎ প্রসেনজিৎকেই বা শাসাতে গেলে কেন তিনি? তাও আবার রীতিমত নেতাসুলভ হুঙ্কার দিয়ে।
না না ঘাবড়ে যাবার কিছু নেই, আসলে সবটাই অভিনয়। অভিনয়ের সময়েই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে চমকে দিয়েছেন সোহিনী। কোন ছবি? প্রসেনজিৎ ও রানী রাসমণি খ্যাত দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) এর আগামী ছবি ‘আয় খুকু আয়’ (Aay Khuku Aay) এ অভিনয় করেছেন সোহিনী। ছবিতে বিধায়ক পুতুলরানি বাগচীর চরিত্রে দেখা যাবে তাকে। বিধায়ক হিসাবেই প্রসেনজিৎকে ছবিতে রগড়ে দেবার কথা বলেছেন তিনি।
বাংলা ছবির জগতে নতুন ধরণের কাহিনী নিয়ে আসছে এই ছবিটি। যেখানে প্রসেনজিৎ, দিতিপ্রিয়া রায়, সোহিনী সেনগুপ্ত, রণজয় ভট্টাচার্যদের মত তারকাদের দেখা যাবে। আগামী ১৭ জুন ছবি মুক্তি পেতে চলেছে ছবিটি। আজ অর্থাৎ রবিবার ২২শে মে স্টার থিয়েটারে ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। সেই ট্রেলার ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে নেটপাড়ায়।
তথাকথিত প্রেমকাহিনী বা অ্যাকশন কাহিনী নয় বাবা ও মায়ের গল্প বা আরও ভালো করে বলতে হলে ‘সিঙ্গেল ফাদার’ এর কাহিনী তুলে ধরবেন পরিচালক শৌভিক কুন্ডু। সেই কারণেই হয়তো শহরের পাঁচতারা হোটেল বা নামি কোনো শপিং মলে নয় বরং ঐতিহ্যবাহী স্টার থিয়েটারে রিলিজ করা হল ‘আয় খুকু আয়’ এর ট্রেলার ভিডিও। এখন অপেক্ষা নতুন স্বাদের কাহিনীর এই বাংলা ছবি দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারে সেটা দেখার।