• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দাদাগিরির ফিনালেতে একাধিক চমক! শাহরুখ খানের হিন্দি গানে স্ত্রী ডোনার সাথে কোমর দোলালেন সৌরভ

Published on:

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,গ্রান্ড ফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly

সপ্তাহজুড়ে জী বাঙালির ড্রয়িং রুমে কার্যত দাপিয়ে বেড়ায় একের জনপ্রিয় সব মেগা সিরিয়াল। একথা ঠিক বাংলার ঘরে ঘরে একটা বিরাট সংখ্যক দর্শক রয়েছেন যারা সিরিয়ালের বিরাট ভক্ত। কিন্তু সবসময় আবার একঘেয়ে সিরিয়াল দেখতে ভালো লাগে না। তাই দর্শকদের স্বাদ বদলে সপ্তাহ শেষে দর্শকদের মনোরঞ্জন করতে নন ফিকশন রিয়ালিটি শো সম্প্রচার করা হয় বিভিন্ন চ্যানেল কর্তৃপক্ষের তরফে।

তেমনি দাদাগিরি (Dadagiri) আন লিমিটেডের মতো জনপ্রিয় গেম শোতে অনবদ্য সঞ্চালনা করে দিনের পর দিন দর্শকদের মন জয় করে চলেছেন সকলের প্রিয় দাদা সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তবে এবার খুব তাড়াতাড়ি যাত্রা শেষ হতে চলেছে দাদাগিরির নবম সিজন। একথা আগেই শোনা গিয়েছিল। সেই থেকে মন খারাপ দর্শকদের। মন ভালো নেই স্বয়ং সৌরভ গাঙ্গুলীরও।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,গ্রান্ড ফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly

কারণ সম্প্রতি হয়ে গেল দাদাগিরির শেষ পর্বের শুটিং। সূত্রের খবর বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে (Biswa Bangla Convention Centre) আয়োজন করা হয়েছিল এক বিরাট তারকাখচিত গ্রান্ড ফিনালের (Grand Finale) ।সেই অনুষ্ঠানের বিশেষ অতিথি আসনে উপস্থিত ছিলেন সৌরভ ঘরের ডোনা গাঙ্গুলী (Dona Ganguly)। সকলেই জানেন সৌরভ গাঙ্গুলীর প্রিয় অভিনেতা শাহরুখ খান। তাই দাদাগিরির ফিনালেতে শাহরুখ অভিনীত ওম শান্তি ওম সিনেমার গানে স্ত্রীর সাথে কোমর দোলাতে দেখা যাবে দাদাকে।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,গ্রান্ড ফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly

পাশাপাশি দাদার ডাকে দাদাগিরির মঞ্চ মাতাতে হাজির ছিলেন বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং তাঁর খুক দ্বিতিপ্রিয়া রায়। তবে কবে এই পর্ব টিভির পর্দায় সম্প্রচারিত হবে সেকথা এখনও পর্যন্ত জনা না গেলেও সূত্রের খবর জুনেই শেষ হবে দাদাগিরির চলতি সিজন। এদিন তারকাখচিত গ্রান্ড ফিনালে হাজির ছিলেন জি বাংলা পরিবারের একাধিক সদস্য।

দাদাগিরি,Dadagiri,সৌরভ গাঙ্গুলী,Sourav Ganguly,গ্রান্ড ফিনালে,Grand Finale,ডোনা গাঙ্গুলী,Dona Ganguly

হাজির ছিলেন পর্দার মিঠাই, উমা, পিলু, যমুনা ঢাকি, অভি , সঙ্গীত সহ আরও অনেকে। প্রসঙ্গত খুব শিগগিরই দাদাগিরির জায়গা নিতে চলেছে মিউজিক রিয়ালিটি শো সারেগামাপা। তাই এদিন দাদাগিরির গ্রান্ড ফিনালেতে হাজির হয়েছিলেন সারেগামাপায়ের সমস্ত বিচারকরাও। হাজির ছিলেন জনপ্রিয় গায়ক এবং পরিচালক সৃজিত মুখোপাধ্যায় সহ আরও একাধিক তারকারা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥