সপ্তাহের শেষেই সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন দাঁড়ি-গোঁফয়ালা এক হ্যান্ডসাম দাদু। এই বয়সে এসেও কাঁচা পাকা দাঁড়ির ফাঁকেই তার তার হটলুক,থেকে শুরু হাঁটা চলা দেখে কুপোকাত অসংখ্য তরুণী।তবে এই হ্যান্ডসাম দাদুকে এক ঝলক দেখে ধন্দে পড়েছেন অনেকেই। চেনা চেনা লাগলেও কিছুতেই মনে পড়ছে কে এই আগন্তুক।
ইনস্টাগ্রামে ভাইরাল এই ভিডিওর প্রোফাইলের মালিকের নামের দিকে চোখ পড়তেই জলের মতো পরিস্কার হয়ে যায় গোটা বিষয়টি। আসলে দাঁড়ি গোঁফয়ালা এই দাদু আসলে আর কেউ নয় ইনি হলেন মনফাগুন (Monphagun) খ্যাত ঋষিরাজ (Rishiraj) অভিনেতা তথা টেলিভিশন হার্টথ্রব শন ব্যানার্জী (Sean Banerjee)।
এদিন সোশ্যাল মিডিয়ায় নিজের বয়স্ক লুকের সেই ছবি শেয়ার করে অভিনেতা লিখেছিলেন ‘দাদুর সাথে কোনো গন্ডগোল নয়।’ তবে বয়স্ক শনের হ্যান্ডসাম লুক দেখেই কুপোকাত অসংখ্য তরুণী। কেউ লিখেছেন ‘জানু এর থেকে বোঝা যায় বুড়ো বয়সেও তোমাকে এতটাই হ্যান্ডু লাগবে।’ কেউ আবার মজা করে লিখেছেন ‘দাদুকে কিন্তু হেব্বি লাগছে, দাদুর ভুঁড়ি টাও সুন্দর।’
আবার একজন লিখেছেন ‘আমি একটা প্লানিং করেছি। এই দাদুকে কিডন্যাপ করবো, তাহলে থ্রি ইন ওয়ান পাবো।’ তবে যে যাই বলুক অভিনেতা কে কিন্তু তরুণ হোক কিংবা বয়স্ক উভয় লুকেই দুর্দান্ত হ্যান্ডসাম লাগে অভিনেতা কে। আসলে মনফাগুন সিরিয়ালের প্লট অনুযায়ী কিছুদিন আগেই এমন লুকে সেজে ছিলেন শন।
View this post on Instagram
নকল প্রিয়দর্শিনীকে ধরতে এমন বয়স্ক দাদু সেজে ছিলেন শন। আর এই লুক শনের নিজেরই এত পছন্দ হয়েছে যে সেই লুকের রিল ভিডিও পর্যন্ত বানিয়ে শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গত কিছুদিন আগেই সিরিয়ালের অনস্ক্রিন বৌ পিহু (Pihu) অভিনেত্রী সৃজলা গুহর (Srijla Guha) সাথে সম্পর্কের গুঞ্জনের জেরে শিরোনামে এসেছিলেন অভিনেতা। কিন্তু সমস্ত জল্পনাই ফুৎকারে উড়িয়ে দিয়েছেন অভিনেতা নিজেই।