• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

জ্যাস দীপার পৌষ মাস, মিঠাইরানীর সব্বোনাশ! নতুন TRP তালিকা দেখে মাথায় হাত দর্শকদের

বাংলা সিরিয়াল (Bengali Serial) যারা দেখেন তারা প্রতি সপ্তাহেই টিআরপি রিপোর্টার (TRP Report) জন্য অপেক্ষায় থাকেন। কেন? কারণ প্রিয় ধারাবাহিকের জীবন মরণ নির্ভর করে এই TRP এর উপরেই। বিগত কয়েক সপ্তাহে টার্গেট রেটিং পয়েন্টের (Target Rating Point) এই তালিকায় দাঁপিয়ে বেড়াচ্ছে অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। কিন্তু এবারেও কি সেটা বজায় থাকল নাকি বাজি মেরে দিল অন্য কেউ?

প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অনুরাগের ছোঁয়াতে শুরু হয়েছে মেয়ে সোনা-রুপার দ্বারা সূর্য-দীপার এক হওয়ার কাহিনী। তবে মহাপর্ব হয়ে গেলেও এখনো মিলন অধরা। এদিকে সোনা-রুপার কাহিনী এবারেও দর্শকদের মন জিতে ৯.৬ পয়েন্ট পেয়ে বেঙ্গল টপার করে দিয়েছে অনুরাগের ছোঁয়াকে। ঠিক তারপরেই রয়েছে জ্যাস থুড়ি জগদ্ধাত্রী (Jagaddhatri), প্রাপ্ত পয়েন্ট ৮.৭।

   

19th Jan Bengali Serial TRP List Anurager Chowa first Jagaddhatri Second See Complete List

তৃতীয় স্থানে এবারেও গৌরী এলো, ৮.২ পয়েন্টে পেয়েছে গৌরী ঈশানের কাহিনী। তবে চতুর্থ স্থানে একেঅপরকে জব্বর টেক্কা দিচ্ছে খেলনা বাড়ি ও নিম ফুলের মধু। দুজনেই ৭.৮ পয়েন্ট পেয়ে চতুর্থ হয়ে গিয়েছে এসপ্তাহের টিআরপি তালিকায়। আর ঘুমন্ত বিয়ে দেখিয়ে পঞ্চম স্থানে রয়েছে বাংলা মিডিয়াম। চলুন এবার সম্পূর্ণ টিআরপি তালিকা দেখে নেওয়া যাক।

টিআরপি পয়েন্টে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List) :

অনুরাগের ছোঁয়া – ৯.৬
জগদ্ধাত্রী – ৮.৭
গৌরী এলো – ৮.২

খেলনা বাড়ি, নিম ফুলের মধু – ৭.৮
খেলনা বাড়ি – ৭.৫
বাংলা মিডিয়াম – ৭.২
পঞ্চমী – ৬.৯
রাঙা বউ – ৬.৮
এক্কা দোক্কা – ৬.৭
গাঁটছড়া – ৬.৫

গত সপ্তাহের মত এবারেও টিআরপি তালিকায় সেরা দশ সিরিয়ালের মধ্যে নেই মিঠাই। যেটা মিঠাইভক্তদের জন্য বেশ হতাশাজনক। ইতিমধ্যেই টিআরপি বাড়াতে আসল মিঠাইয়ের খোঁজ পাওয়া গিয়েছে। একইসাথে মিঠাইয়ের মেয়ে মিষ্টিকেও দেখা যাচ্ছে। এখন অপেক্ষা নতুন ট্র্যাকে আবারও দর্শক টানার।

সিরিয়াল ছাড়াও রিয়েলিটি শোয়ের মধ্যে সারেগামাপা ৫.৮ পয়েন্ট পেয়েছে। গত রবিবারই সারেগামাপা এর গ্র্যান্ড ফিনালে হয়ে গিয়েছে। একইসাথে দিদি নং ১ ও ৫.৮ পয়েন্ট পেয়েছে। অন্যদিকে সুপার সিঙ্গার ৩.৪ ও ঘরে ঘরে জি বাংলা ১.৩ পয়েন্ট পেয়েছে।