• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘ফুলকি’ থেকে ‘তুঁতে’, পুরোনোদের বিদায় দিয়ে দর্শকদের মন জিততে আসছে ৯টি নতুন ধারাবাহিক

সিরিয়াল (Bengali serial) মানেই দর্শকদের কাছে অত্যন্ত পছন্দের একটি বিষয়। সেই জন্যই তো রোজ বিকেল হলেই টেলিভিশনের সামনে বসে পড়েন তাঁরা। টিভিতে প্রিয় সিরিয়াল দেখে দূর হয়ে যায় দর্শকদের সারাদিনের ক্লান্তি। তবে এখন অবশ্য বাংলা সিরিয়ালের ক্ষেত্রে গল্প খুব গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। দুর্বল গল্প হলে দর্শকরা মুখ ফিরিয়ে নিচ্ছেন। সেই জন্য বেশ পরিশ্রম করতে হচ্ছে জি বাংলা (Zee Bangla), স্টার জলসা (Star Jalsha), কালার্স বাংলা (Colors Bangla), সান বাংলা (Sun Bangla), আকাশ আটের (Aakash Aath) মতো চ্যানেলগুলির।

সাম্প্রতিক অতীতে যেমন টিআরপি কম থাকার কারণে স্টার জলসা এবং জি বাংলার একাধিক সিরিয়াল বন্ধ হয়ে গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে তো শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই বন্ধ হয়ে গিয়েছে ধারাবাহিকগুলি। সেই সঙ্গেই শুরু হয়েছে নতুন সিরিয়াল। তবে শোনা যাচ্ছে, শীঘ্রই শুরু হতে চলেছে আরও ৯টি নতুন বাংলা সিরিয়াল। ইতিমধ্যেই বেশ কিছু সিরিয়ালের প্রোমো প্রকাশ্যে এসে গিয়েছে, কিছু আসা এখনও বাকি।

   

Tunte New Serial Dipanwita Syed

স্টার জলসার ক্ষেত্রে যেমন শোনা যাচ্ছে, ৪টি নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। এর মধ্যে ‘তুঁতে’র (Tunte) প্রোমো ইতিমধ্যেই দেখে নিয়েছে দর্শকরা। এই ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করছেন দীপান্বিতা রক্ষিত (Dipanwita Rakshit) এবং সৈয়দ আরেফিন (Syed Arefin)। এছাড়াও শোনা যাচ্ছে মিসিং ক্রু প্রযোজনা সংস্থার দু’টি সিরিয়াল এবং এসভিএফের একটি সিরিয়ালও আসতে চলেছে স্টার জলসার পর্দায়।

নতুন সিরিয়াল শুরুর ক্ষেত্রে জি বাংলাও কিন্তু পিছিয়ে নেই। শোনা যাচ্ছে, জি বাংলার পর্দাতেও এসভিএফের একটি নতুন সিরিয়াল আসতে চলেছে। সেই সিরিয়ালের মুখ্য চরিত্রে দেখা যাবে ‘লালকুঠি’ খ্যাত রুকমা রায়কে। এছাড়া ‘মিঠাই’য়ের জায়গা নিতে চলা ‘ফুলকি’ তো রয়েছেই।

Fulki New Serial Zee Bangla Mithai air off rumour, Phulki, Phulki serial

এছাড়াও শোনা যাচ্ছে, ব্লুজ প্রযোজনা সংস্থার নতুন সিরিয়ালও জি বাংলাতেই আসবে। মুখ্য চরিত্রে দেখা যাবে নেহা আমনদীপকে। তবে শুধু স্টার জলসা এবং জি বাংলাই নয়, অন্যান্য বাংলা বিনোদনমূলক চ্যানেলগুলিতেও একাধিক নতুন সিরিয়াল শুরু হতে চলেছে। আকাশ আট, সান বাংলাতেও নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সান বাংলায় যেমন শোনা যাচ্ছে, রাজা গোস্বামী এবং নবনীতা দাসকে নিয়ে শুরু হতে চলেছে ‘বিয়ের ফুল’ নামের একটি সিরিয়াল।

ওদিকে আকাশ আটের নতুন ধারাবাহিক ‘মিষ্টু’র প্রোমোও প্রকাশ্যে এসে গিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করছেন মৈনাক ঢোল এবং আঁখি ঘোষ। কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে আসন্ন এই ধারাবাহিকের প্রোমো। সেখানে দেখা গিয়েছে, নায়িকা সবকিছুই খুব তাড়াতাড়ি ভুলে যায়। তাঁর সেই সমস্যার সুযোগ নেয় বাকিরা। নায়কের এন্ট্রির পর নায়িকার জীবন কীভাবে বদলাবে সেই কাহিনীই দেখা যাবে ‘মিষ্টু’তে।

site