• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কাজের সাথে আপোষ নয়! আলিয়া থেকে কারিনা, গর্ভবতী অবস্থাতেও শুটিং করেছেন এই ৯ বলি অভিনেত্রী

Published on:

Bollywood actresses who got pregnant during the shooting of their film

বলিউডের অভিনেত্রীদের (Bollywood actresses) গ্ল্যামারাস লুক এবং তাঁদের ঝাঁ চকচকে জীবনটাই দর্শকরা দেখতে পান। তবে তাঁদের সেই নাম, যশ, খ্যাতি অর্জন করতে যে কতখানি পরিশ্রম কর‍তে হয়, তা অনেকেই জানেন না। বলিপাড়াতেই এমন বহু অভিনেত্রী রয়েছেন, যাদের গর্ভবতী (Pregnant) অবস্থাতেও সিনেমার শ্যুটিং পর্যন্ত সম্পূর্ণ করতে হয়েছে। আজ বলিপাড়ার এমনই ৯ অভিনেত্রীর নাম একটু জেনে নেওয়া যাক।

জয়া বচ্চন (Jaya Bachchan)- বলিউডের অন্যতম নামী অভিনেত্রীদের মধ্যে একজন হলেন জয়া বচ্চন। সুপারস্টার অমিতাভ বচ্চনের ঘরণী তিনি। সেই জয়া ব্লকবাস্টার ‘শোলে’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন। গর্ভবতী অবস্থাতেই তিনি ছবির কাজও সম্পূর্ণ করেছিলেন।

Jaya Bachchan in Sholay

হেমা মালিনী (Hema Malini)- বলিউডের ‘ড্রিম গার্ল’ তিনি। তাঁর স্বামী হলেন সুপারস্টার ধর্মেন্দ্র। সেই হেমা মালিনী ‘রাজিয়া সুলতান’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন।

Hema Malini

শ্রীদেবী (Sridevi)- বলিউডের ‘চাঁদনি’র নামও এই তালিকায় রয়েছে। বলিউডের অন্যতম সুন্দরী এই অভিনেত্রী তাঁর অভিনয়ের পাশাপাশি দুর্দান্ত রূপের জন্যেও দর্শকদের মাঝে সুপরিচিত। সেই শ্রীদেবী তাঁর অভিনীত হিট ছবি ‘জুদাই’ ছবির শ্যুটিং চলাকালীন প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন।

Sridevi

ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- শাশুড়ি জয়া বচ্চনের মতো ছবির শ্যুটিং চলাকালীন প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন ঐশ্বর্যও। অভিষেক বচ্চনের ঘরণী অবশ্য গর্ভবতী হওয়ার পর জয়ার মতো কাজ চালিয়ে যাননি। বরং মাঝেই ছবির শ্যুটিং বন্ধ করে দিয়েছিলেন।

Aishwarya Rai Bachchan

জুহি চাওলা (Juhi Chawla)- বলিপাড়ার নামী অভিনেত্রী এবং কেকেআরের মালকিন জুহির নামও এই তালিকায় রয়েছে। তিনি ‘ঝঙ্কার বিটস’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন।

juhi chawla in koffee with karan

কাজল (Kajol)- নব্বইয়ের দশকের অন্যতম নামী অভিনেত্রী হলেন কাজল। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। তবে বলিউড সুপারস্টার অজয় দেবগণের ঘরণী ‘উই আর দ্য ফ্যামিলি’ ছবির শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন।

Kajol Devgan

করিনা কাপুর খান (Kareena Kapoor Khan)- বলি সুপারস্টার সইফ আলি খানের ঘরণী করিনা কাপুর খানের নামও এই তালিকায় রয়েছেন। রণধীর কন্যা ‘বীরে দি ওয়েডিং’ ছবির শ্যুটিং চলাকালীন প্রেগন্যান্ট হয়ে গিয়েছিলেন।

Kareena Kapoor Khan

ফারহা খান (Farah Khan)- নামী কোরিয়োগ্রাফার এবং পরিচালক ফারহা খান বলিউডের বহু সুপারহিট সিনেমা পরিচালনা করেছেন। তবে ‘ওম শান্তি ওম’ ছবির শ্যুটিংয়ের সময় গর্ভবতী হয়ে গিয়েছিলেন তিনি।

Farah Khan

কাজল আগরওয়াল (Kajal Aggarwal)- দক্ষিণী ইন্ডাস্ট্রির পাশাপাশি বলিউডেরও পরিচিত নাম হলেন কাজল আগরওয়াল। অজয় দেবগণ অভিনীত সুপারহিট ‘সিংঘম’ সিনেমাতেও অভিনয় করেছিলেন তিনি।

Kajal Agarwal

সেই কাজলও একটি সিনেমার শ্যুটিং চলাকালীন গর্ভবতী হয়ে পড়েছিলেন। আর সেই ছবিটি হল ‘দ্য ঘোস্ট’।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥