• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ফ্যাশন শোতেই কামাল করল গাঁটছড়া! প্রথম তিনে নেই মিঠাই, রইল চমকে দেওয়ার মত TRP তালিকা

Published on:

Bengali Serial TRP List

বাংলা সিরিয়াল (Bengali Serial) দেখেন অথচ মিঠাই (Mithai) দেখেন না এমন মানুষ হয়তো আতসকাঁচ নিয়ে খুঁজলেও পাওয়া যাবে না। সেই শুরু থেকেই মনোহরার সিদ্ধার্থ আর মিঠাইয়ের কাহিনী মন জয় করেছিল সকলের। একবছর পেরিয়েও সেই ধারা অব্যাহত রয়েছে। অনেক ঝড় ঝাপ্টা সামলে নিজের সেরার স্থান ধরে রেখেছিল সে। কিন্তু এবার আবারও গাঁটছড়া (gatchora), গৌরী এল (Gouri Elo) এর কাছে পিছিয়ে পড়ল মিঠাই (Mithai)।

সম্প্রতি এসপ্তাহের টিআরপি তালিকা প্রকাশ্যে এসেছে। যেটা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ মিঠাই প্রেমীদের। কারণ প্রথম তো দূর দ্বিতীয় কিংবা তৃতীয়তেও নেই মিঠাই। বরং এবার সোজা চতুর্থ হয়ে গিয়েছে মিঠাই। এসপ্তাহে ৮.২ পয়েন্ট নিয়ে বেঙ্গল টপার হয়েছে গাঁটছড়া। তারপরে রয়েছে গৌরী এল, এসপ্তাহে সিরিয়ালের প্রাপ্ত পয়েন্ট ৮।

11th August Seiral TRP List Mithai comes first gatchora comes second see complete TRP List

তৃতীয় স্থান দখল করেছে  আলতা ফড়িং সিরিয়ালটি। এবারে প্রাপ্ত পয়েন্ট ৭.৪। এই তিন সিরিয়ালই টেক্কা দিয়ে দিয়েছে মিঠাইকে। আর ৭.২ পয়েন্ট নিয়ে এবারের মত চতুর্থ স্থান পেয়েছে সকলের প্রিয় মিঠাই। তবে মিঠাইকে জব্বর টেক্কা দিচ্ছে ধূলোকণা সিরিয়াল। মাত্র। ০.১ পয়েন্ট কম অর্থাৎ ৭.১ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থানে রয়েছে লালন ফুলঝুরির কাহিনী ধূলোকণা। চলুন এবার দেখা নেওয়া যাক সম্পূর্ণ টিআরপি তালিকা।

টিআরপি এর নিরিখে সপ্তাহের সেরা দশ সিরিয়ালের তালিকা (Top 10 Serial TRP List)

গাঁটছড়া  – ৮.২ (প্রথম)
গৌরী এল – ৮.০ (দ্বিতীয়)
আলতা ফড়িং – ৭.৪ (তৃতীয়)

মিঠাই – ৭.২

ধূলোকণা  – ৭.১

লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৮

অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী – ৬.৪

সাহেবের চিঠি, খেলনা বাড়ি – ৫.৯

মাধবীলতা – ৫.৭

এক্কা দোক্কা – ৪.৯

প্রসঙ্গত, প্রথম সপ্তাহেই রীতিমত বাজিমাত করেছে নতুন শুরু হওয়া সিরিয়াল জগদ্ধাত্রী। অন্যদিকে গাঁটছড়ার ফ্যাশন শোয়ে গাঁটছড়া কালেকশনের জেরে যেমন সিংহরায় পরিবারের মান সন্মান ফিরল তেমনি টিআরপি তালিকায় সেরার মুকুটও জুটল। এছাড়াও সম্প্রতি শুরু হওয়া মাধবীলতা সিরিয়ালও দারুন পারফর্ম করেছে, ইতিমধ্যেই প্রথম দশের তালিকায় চলে এসেছে সিরিয়ালটি।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥