• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

৮৩ তেও সুপারহিট ঠাম্মি! শাড়ি পড়ে ঠাকুমার ওয়েট লিফটিংয়ের ভিডিও ভাইরাল

Published on:

83 year old grand mother weight lifting like pro,Viral Video,Weight Lifting,ভাইরাল ভিডিও

কথায় আছে বয়স শুধু একটা সংখ্যা মাত্র, এই কথাটা অবশ্য অনেকেই প্রমান করেছেন। বলিউড থেকে টলিউডের অভিনেত্রীদের দেখলে তাদের বয়স সন্মন্ধে আন্দাজ লাগানো খুবই কঠিন। আবার এমন কিছু ব্যক্তি আমাদের চারিপাশে রয়েছেন যাদের বয়স্কালেও ফিটনেস দেখলে হিংসে হবে। সম্প্রতি এমনই এক ঠাম্মির খোঁজ মিলেছে। যিনি রীতিমত তাক লাগিয়ে দিয়েছেন ওয়েট লিফটিং করে।

৮৩ বছর বয়সেও ঠাকুমা বডি বিল্ডারদের (body builder) মত ওয়েট লিফটিং (weight lifting) করেন। যা দেখে হয়তো নতুন নতুন জিমে ভর্তি হওয়া ছেলেপুলেরাও লজ্জা পেয়ে যেতে পারে। কেন? কারণ ৮৩ বছর বয়সে যেখানে অনেকেই কোমরের ব্যাথা বাতের ব্যাথা নিয়ে নাজেহাল সেখানে একেবারে ফিট ঠাকুমা। এই বয়সেই ২৫ কেজির ওজন তুলছেন।

83 year old grand mother weight lifting like pro,Viral Video,Weight Lifting,ভাইরাল ভিডিও

শুধু তাই নয় ডন দিচ্ছেন, সিট আপ দিচ্ছেন আরো কতকি! ঠাকুমার কসরতের ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হতেই তা বেশ ভাইরাল হয়ে পড়েছে। অনেকেই ঠাকুমার এই কান্ড কারখানা দেখে চমকে গিয়েছেন। আবার অনেকেই বাহবা দিয়েছেন ঠাকুমার ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের।

 

View this post on Instagram

 

A post shared by Kiran Bai (@granny.trains)

প্রসঙ্গত, বয়সকে হার মানিয়ে অনেকেই এমন কান্ডকারখানা করে থাকেন। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল ভিডিওগুলির মধ্যে দিয়ে সেগুলি সম্পর্কে আমরা জানতে পারি। গতবছর সোশ্যাল মিডিয়াতে ‘টুম্পা সোনা দুটো হাম্পি দেনা’ গানটি ব্যাপক ভাইরাল  হয়ে পড়েছিল। পাড়ার প্যান্ডেল থেকে ফোনের কলার টিউন সর্বত্রই টুম্পায় চেয়ে গিয়েছিল।

সেই সময় ৬০ উর্ধ এক দাদুর টুম্পা গানে নাচের ভিডিও রীতিমত  সাড়া ফেলে দিয়েছিল। ভিডিওতে রাস্তার মধ্যেই লুঙ্গি পড়ে নাচতে দেখা গিয়েছিল দাদুকে। তার নাচ দেখে রীতিমত লোক দাঁড়িয়ে গিয়েছিল রাস্তায়।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥