• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউড তারকাদের থেকেও বড়লোক! এই ৮ টেলি তারকাদের পারিশ্রমিক শুনলে বনবন ঘুরবে মাথা

সিনেমা নাকি টেলিভিশন (Television), কোন মাধ্যমে কাজ করে বেশি টাকা আয় (Fees) করেন তারকারা? একবার এই প্রশ্ন রাখা হয়েছিল প্রয়াত বলিউড অভিনেত সুশান্ত সিং রাজপুতের সামনে। অভিনেতা সাফ বলেছিলেন, টেলিভিশনের পারিশ্রমিক অনেক বেশি। আজকের প্রতিবেদনে হিন্দি টেলি দুনিয়ার এমন ৮ তারকার (Television actor) নাম তুলে ধরা হল যাদের আয় বলিউড তারকাদের থেকেও কয়েক গুণ বেশি।

দৃষ্টি ধামি (Drashti Dhami)- ‘দিল মিল গয়ে’, ‘সিলসিলা বদলতে রিশ্তো কা’ খ্যাত দৃষ্টির নামও তালিকায় রয়েছে। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন তিনি। এই দৃষ্টি প্রত্যেক এপিসোডের জন্য ৬০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

   

Drashti Dhami, Drashti Dhami fees

দিব্যাঙ্কা ত্রিপাঠি (Divyanka Tripathi)– হিন্দি টেলি দুনিয়ার অত্যন্ত পরিচিত মুখ হলেন দিব্যাঙ্কা। ‘ইয়ে হ্যায় মোহব্বতে’ ধারাবাহিকে ঈশিতার চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। দর্শকদের অনেকের কাছেই তাঁর পরিচিতি হয়ে গিয়েছিল ঈশি মা নামে। এই দিব্যাঙ্কা প্রত্যেক এপিসোডের জন্য ৮০ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পারিশ্রমিক নিতেন।

Divyanka Tripathi, Divyanka Tripathi fees

সাক্ষী তনওয়ার (Sakshi Tanwar)- ‘কাহানি ঘর ঘর কি’র পার্বতীর কথা নিশ্চয়ই মনে আছে? আমির খান অভিনীত ‘দঙ্গল’এও অভিনয় করেছিলেন সাক্ষী। এছাড়াও ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’ সহ একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। হিন্দি টেলি দুনিয়ার এই নামী অভিনেত্রী প্রত্যেক এপিসোডের জন্য প্রায় ৮০ হাজার টাকা পারিশ্রমিক নেন।

Sakshi Tanwar, Sakshi Tanwar fees

মোহিত রায়না (Mohit Raina)- ‘দেবো কে দেব মহাদেব’ সিরিয়ালে ভগবান শিবের চরিত্রে অভিনয় করে ভারতের প্রায় প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন মোহিত। ভিকি কৌশল অভিনীত ‘উরিঃ দ্য সার্জিক্যাল স্ট্রাইক’এও তাঁকে দেখেছেন দর্শকরা। এই মোহিত ধারাবাহিকের প্রত্যেক পর্বের জন্য ১ লাখ টাকা নেন।

Mohit Raina, Mohit Raina fees

অঙ্কিতা লোখান্ডে (Ankita Lokhande)- সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন প্রেমিকা তথা ‘পবিত্র রিশ্তা’র অর্চনার নামও এই তালিকায় রয়েছে। জি টিভির এই ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন অঙ্কিতা। ইতিমধ্যেই বলিউডেও পা রেখে ফেলেছেন অঙ্কিতা। এই নায়িকা সিরিয়ালের প্রত্যেক পর্বের জন্য ৯০ হাজার টাকা থেকে ১.৫ লাখ টাকা নেন।

Ankita Lokhande, Ankita Lokhande fees

হিনা খান (Hina Khan)- ‘ইয়ে রিশ্তা ক্যায়া কেহলাতা হ্যায়’র অক্ষরাকে নিশ্চয়ই মনে আছে? এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় টেলি অভিনেত্রী হিনা। পর্দার অক্ষরা প্রত্যেক পর্বের জন্য ১ লাখ টাকা থেকে ১.২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন।

Hina Khan, Hina Khan fees

রনিত রায় (Ronit Roy)- রনিত রায় বলিউড এবং হিন্দি টেলি ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ। ‘কাহানি ঘর ঘর কি’, ‘আদালত’ সহ বহু জনপ্রিয় টেলি শোয়ে অভিনয় করেছেন তিনি। এই অভিনেতা প্রত্যেক পর্বের জন্য ১.২৫ লাখ টাকা নেন।

Ronit Roy, Ronit Roy fees

রাম কাপুর (Ram Kapoor)- তালিকার শেষ নামটি হল রাম কাপুরের। একাধিক জনপ্রিয় হিন্দি ধারাবাহিক এবং সিনেমায় অভিনয় করেছেন তিনি।

Ram Kapoor, Ram Kapoor fees

‘কসম সে’, ‘বড়ে অচ্ছে লগতে হ্যায়’র মতো সিরিয়াল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’, ‘কার্তিক কলিং কার্তিক’এর মতো সিনেমায় অভিনয় করেছেন রাম। এই অভিনেতা ধারাবাহিকের প্রত্যেক পর্বের জন্য ১.২৫ লাখ টাকা পারিশ্রমিক নেন।