গত বছর থেকেই চর্চার কেন্দ্রে রয়েছে বলিউড (Bollywood) বনাম সাউথ (South Indian Industry) বিতর্ক। ২০২২ সাল থেকে একের ওপর এক হিন্দি সিনেমাকে ধুলোয় মিশিয়ে দক্ষিণী সিনেমাগুলি (South Indian Movies) বক্স অফিসে রাজত্ব কায়েম করেছে। সেখান থেকেই মাথাচাড়া দিয়ে উঠেছে বলিউড বনাম সাউথ আলোচঅনা। দীর্ঘদিন ধরে ভারতীয় সিনেমা বলতেই বিশ্বদরবারে ফুটে উঠত বলিউডের নাম। তবে এখন আস্তে আস্তে সেই জায়গাটা নিতে শুরু করেছে দক্ষিণী ইন্ডাস্ট্রি।
একসময় সিনেপ্রেমী মানুষদের একটি বিরাট অংশ সাউথ সিনেমাগুলি নিয়ে হাসিঠাট্টা করতেন। কেউ কেউ তো এও বলতেন, দক্ষিণী ছবিগুলি নাকি পাতে দেওয়ার যোগ্যও নয়! সেই দক্ষিণী ছবিই অস্কার জিতে নিন্দুকদের মুখে সপাটে চড় মেরেছে। এখন সব স্তরের মানুষই সাউথের ছবির প্রশংসায় পঞ্চমুখ। আর তাতেই আস্তে আস্তে ফিকে হতে শুরু করেছে বলিউডের ম্যাজিক।
একদিকে বলিউডের একের পর এক সিনেমা বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে, অপরদিকে দক্ষিণী ছবিগুলি রাজত্ব করছে দর্শকদের মনে। এই পরিস্থিতিতেই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির পতন সুনিশ্চিত করতে বিরাট ধামাকা করতে চলেছেন ৮ সাউথ সুপারস্টার।
শীঘ্রই বক্স অফিসে রিলিজ হতে চলেছে দক্ষিণী ইন্ডাস্ট্রির বেশ কয়েকটি সিনেমা। এর মধ্যে প্রথমেই নাম রয়েছে প্রভাসের। চলতি জুন মাসে রিলিজ করতে চলেছে অভিনেতার ‘আদিপুরুষ’। এছাড়াও তাঁর হাতে রয়েছে ‘প্রোজেক্ট কে’, ‘সালার’। প্রভাসের পাশাপাশি সিনেমা আসছে আল্লু অর্জুনেরও। শীঘ্রই রিলিজ হতে চলেছে ‘পুষ্পাঃ দ্য রুল’ তথা ‘পুষ্পা ২’।
প্রভাস, আল্লুর সঙ্গেই দক্ষিণের একাধিক পুরনো মেগাস্টারের ছবিও শীঘ্রই রিলিজ হতে চলেছে। আগামী ১০ আগস্ট মুক্তি পাচ্ছে ‘থালাইভা’ রজনীকান্তের ‘জেলার’। প্রায় ২০০ কোটির বাজেটে তৈরি হয়েছে এই সিনেমা। এছাড়াও আগামী বছর মুক্তি পাবে সাউথ সুপারস্টার সুরিয়ার ৩৫০ কোটি টাকার ছবি ‘কঙ্গুবা’।
রজনীকান্তের সঙ্গেই আসছেন কমল হাসানও। রিলিজ করতে চলেছে প্রায় ২৫০ কোটি টাকা বাজেটে তৈরি কমলের সিনেমা ‘ইন্ডিয়ান ২’। এছাড়াও দক্ষিণী সুপারস্টার থালাপতি বিজয়ের ‘লিও’ও শীঘ্রই রিলিজ হতে চলেছে। আগামী ১৯ অক্টোবর রিলিজ হতে চলা এই সিনেমার বাজেট প্রায় ৩০০ কোটি টাকা। এই ছবিগুলি ছাড়াও রিলিজ হতে চলেছে চিয়া বিক্রমের ১৫০ কোটি বাজেটের ‘থঙ্গালন’ এবং অস্কার জয়ী ‘আরআরআর’ অভিনেতা জুনিয়র এনটিআরের ‘এনটিআর ৩০’। এই সিনেমার হাত ধরেই দক্ষিণ ভারতীয় ইন্ডাস্ট্রিতে ডেবিউ করতে চলেছেন শ্রীদেবীর বড় মেয়ে জাহ্নবী কাপুর।