• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সাউথ থেকে বলিউডে এসেই ফ্লপ! কপাল পুড়িয়ে কোটি টাকার ক্ষতি করেছেন এই ৮ দক্ষিণী তারকা

দক্ষিণ ভারতের এমন অনেক অভিনেতা (South Indian Actor)-অভিনেত্রী রয়েছেন যারা বলিউডে (Bollywood) কাজ করেছেন। বহু বছর ধরেই চলছে এই পরম্পরা। সাম্প্রতিক অতীতেও সাউথের একাধিক তারকা বি টাউনে পা রেখেছেন। এনাদের মধ্যে কেউ সফল হয়েছেন, কেউ আবার মুখ থুবড়ে (Flop) পড়েছেন। আজকের প্রতিবেদনে দক্ষিণের এমনই ৮ তারকার নাম তুলে ধরা হল যারা বলিউডে নিজেদের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন।

রাম চরণ (Ram Charan)- অস্কারজয়ী ‘আরআরআর’ ছবির নায়ক রাম চরণের নাম সবার প্রথমে রয়েছে। দক্ষিণের এই অভিনেতা ‘জঞ্জীর’ রিমেকে অভিনয় করেছিলেন। নায়িকা ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল সেই সিনেমা।

   

Ram Charan, South Indian actors flopped in Bollywood

কিচ্চা সুদীপ (Kiccha Sudeep)– সাউথের নামী সুপারস্টার কিচ্চা সুদীপও বলিউডের বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন। তবে দুর্ভাগ্যবশত সাউথে যেমন সাফল্য পেয়েছেন, তার সিকিভাগও বলিউডে পাননি তিনি।

Kichha Sudeep, South Indian actor flopped in Bollywood

সিদ্ধার্থ (Siddharth)- সাউথের অত্যন্ত প্রতিভাবান এক অভিনেতা হলেন সিদ্ধার্থ। আমির খান অভিনীত ‘রঙ দে বসন্তী’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন তিনি। প্রথম ছবি সুপারহিট হলেও সিদ্ধার্থের বাকি কোনও সিনেমা বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি।

Siddharth, South Indian actor flopped in Bollywood

সুরিয়া (Suriya)- ‘জয় ভীম’ অভিনেতা সুরিয়ার নামও তালিকায় রয়েছে। সুরিয়ার একাধিক সিনেমা হিন্দি রিমেক হয়েছে। তবে সুরিয়া নিজে বলিউডে সাফল্য পাননি।

Suriya, South Indian actor flopped in Bollywood

বিক্রম (Vikram)- ‘পোন্নিয়িন সেলভান’ খ্যাত এই অভিনেতার দক্ষিণ ভারতে ব্যাপক ফ্যান ফলোয়িং রয়েছে। তবে বলিউডে এসে তেমন সফল হতে পারেননি তিনি। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন বিক্রম।

Vikram, South Indian actor flopped in Bollywood

প্রভাস (Prabhas)- ‘বাহুবলী’ প্রভাসের নাম দেখে হয়তো অনেকেই হবেন। তবে সত্যি সত্যিই প্রভাস বলিউডে সাফল্যের মুখ দেখেননি। ‘সাহো’ ছবির মাধ্যমে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন তিনি। তবে সেই ছবি বক্স অফিসে লক্ষ্মীলাভ করতে পারেনি।

Prabhas, South Indian actor flopped in Bollywood

বেঙ্কটেশ (Venkatesh)- সাউথ সুপারস্টার বেঙ্কটেশের প্রথম হিন্দি ছবি বক্স অফিসে সফল হয়েছিল। অনেকেই ভেবেছিলেন, তিনি হয়তো সাউথের মতোই সাফল্য পাবেন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে। তবে দুর্ভাগ্যবশত তেমনটা হয়নি। প্রথম ছবি সুপারহিট হলেও বেঙ্কটেশের দ্বিতীয় হিন্দি ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল।

Venkatesh, Venkatesh Daggubati, South Indian actors flopped in Bollywood

নাগার্জুন (Nagarjuna)- তালিকার সর্বশেষ নামটি হল দক্ষিণী তারকা নাগার্জুনের। সাউথ ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেতাদের মধ্যে একজন হলেন তিনি। প্রচুর সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন নাগার্জুন।

Nagarjuna, South Indian actor flopped in Bollywood

বলিউডে অবশ্য তেমন সাফল্য পাননি এই দক্ষিণী অভিনেতা। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে হাতে গোনা কয়েকটি ছবিই সফল হয়েছে নাগার্জুনের।