বাংলা সিরিয়াল (Bengali serial) মানেই দর্শকদের অত্যন্ত পছন্দের একটি বিষয়। ধারাবাহিকে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন বহু অভিনেতা-অভিনেত্রী (Actress)। তবে এই বাংলা সিরিয়ালেরই এমন অনেক নায়িকা রয়েছেন যারা একসময় আকাশছোঁয়া জনপ্রিয়তা পেলেও এখন আর তাঁদের পর্দায় দেখা যায় না। আজকের প্রতিবেদনে টেলি দুনিয়ার এমনই ৮ অভিনেত্রীর খোঁজ তুলে ধরা হল।
অনন্যা চ্যাটার্জি (Ananya Chatterjee)- বাংলা বিনোদন দুনিয়ার অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী হলেন অনন্যা। সিরিয়ালের পাশাপাশি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। তাঁর অভিনীত জনপ্রিয় সিরিয়ালগুলির মধ্যে একটি হল জি বাংলার ‘সুবর্ণলতা’। তবে এই সিরিয়াল শেষ হয়েছে বেশ অনেক বছর হয়ে গেলেও অনন্যাকে ছোটপর্দায় দেখা যায়নি।
নেহা আমনদীপ (Neha Amandeep)- জি বাংলার ‘স্ত্রী’ সিরিয়ালে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন নেহা। জনপ্রিয় টেলি অভিনেতা নীল ভট্টাচার্যের বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। এরপর সান বাংলার দু’টি ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। তবে বেশ অনেকটা সময় হয়ে গেল টেলিভিশনে দেখা যায়নি নেহাকে।
প্রত্যুষা পাল (Pratyusha Pal)- ২০১৭ সালে ‘তবু মনে রেখো’ সিরিয়ালের হাত ধরে কেরিয়ার শুরু হয়েছিল প্রত্যুষার। এরপর ‘এসো মা লক্ষ্মী’, ‘গুড়িয়া যেখানে গুড্ডু সেখানে’, ‘রেশম ঝাঁপি’র মতো সিরিয়ালেও কাজ করেছেন তিনি। তবে এখন ছোটপর্দায় দেখা যায় না প্রত্যুষাকে।
বিজয়লক্ষ্মী চ্যাটার্জি- (Vijaylakshmi Chatterjee)- ‘রানু পেল লটারি’ খ্যাত বিজয়লক্ষ্মীকে মনে আছে নিশ্চয়ই? যদিও এটি তাঁর প্রথম সিরিয়াল ছিল না। এর আগে ‘সংসার সুখের হয় রমণীর গুণে’ ধারাবাহিকে তাঁকে দেখেছিলেন দর্শকরা। বিজয়লক্ষ্মীর দু’টি সিরিয়ালই ব্যাপক জনপ্রিয় হলেও অভিনেত্রীকে এখন সেভাবে ছোটপর্দায় দেখা যায় না।
রণিতা দাশ (Ranieeta Dash)- ‘ইষ্টিকুটুম’ সিরিয়ালের বাহামণির চরিত্রে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন রণিতা। এরপর ‘ধন্যি মেয়ে’, ‘সোহাগী সিঁদুর’র মতো সিরিয়ালে অভিনয় করেছিলেন তিনি। তবে অনেকটা সময় হয়ে গেল রণিতাকে ছোটপর্দায় দেখা যায় না।
বাসবদত্তা চ্যাটার্জি- (Basabdutta Chatterjee)- ‘বয়েই গেলো’ ধারবাহিকের নায়িকা বাসবদত্তাকে মনে আছে তো? যদিও এই একটি সিরিয়ালই নয়। এছাড়াও তাঁকে ‘গানের ওপারে’, ‘নেতাজী’ ধারাবাহিকে দেখা গিয়েছে। তবে এখন বাসবদত্তাকে আর কোনও সিরিয়ালে দেখা যায় না।
তিথি বসু (Tithi Basu)- ‘মা’ সিরিয়ালে ছোট্ট ঝিলিকের চরিত্রে অভিনয় করে বাংলার প্রত্যেক ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিথি। ছোট্ট ঝিলিক এখন অবশ্য অনেকটাই বড় হয়ে গিয়েছে। তবে অনেকটা সময় হয়ে গেল তিথিকে পর্দায় দেখা যায় না।
বিনীতা চ্যাটার্জি (Vinita Chatterjee)- ‘মেম বউ’ সিরিয়ালের নায়িকাকে মনে আছে তো? স্টার জলসার এই সিরিয়ালে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন বিনীতা চ্যাটার্জি।
খুব কম সময়ের মধ্যেই নিজের দুর্দান্ত অভিনয় গুণের মাধ্যমে সকলের মনে স্থান করে নিয়েছিলেন বিনীতা। যদিও এই ধারাবাহিকের পর আর ছোটপর্দায় দেখা যায়নি তাঁকে।