শীত পড়েছে মানেই বাঙালির মন ঘুরুঘুরু করতে শুরু করে দিয়েছে। আর সামনেই তো আবার ২৫ ডিসেম্বর। বড়দিনের (Christmas) দিনে প্রত্যেকেই ছুটির মেজাজে থাকেন। ২৫ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি, এই সময়টায় সারা বছরের ক্লান্তি ভুলে নতুন বছরের জন্য এনার্জি সংগ্রহ করার জন্য ঘুরতে চলে যান অনেকেই। তাই আজকের এই প্রতিবেদনে পশ্চিমবঙ্গের (West Bengali) মধ্যেই কম খরচে ঘুরতে যাওয়ার মতো ৮টি জায়গার (Travel destination) হদিশ দেওয়া হল।
দীঘা (Digha) – কথাতেই তো আছে, বাঙালির ট্রাভেল ডেস্টিনেশন মানেই ‘দীপুদা’। আর এই ‘দীপুদা’র ‘দী’ হল দীঘা। ঘুরতে যাওয়ার কথা উঠলে প্রথমেই অধিকাংশ বাঙালির মাথায় আসে দীঘার কথা। বড়দিনের ছুটির সময় ঘুরে আসতেই পারেন দীঘা থেকে। যদি ৩দিনের জন্য দু’জন ব্যক্তি যান তাহলে মাথাপিছু ১০ হাজার টাকা খরচ পড়বে।
মন্দারমণি (Mandarmani) – দীঘা যদি ঘোরা হয়ে থাকে, তাহলে এই বছর বড়দিনের ছুটিতে মন্দারমণিও যেতে পারেন। আর সমুদ্রপ্রেমী হলে তো এই জায়গাটি আপনার জন্য একেবারে পারফেক্ট। মন্দারমণিতে থাকা-খাওয়া মিলিয়ে খরচ পড়বে প্রায় ১০ হাজার টাকা।
বকখালি (Bakkhali) – কম খরচে বকখালিও যেতেই পারেন। ২-৩ ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য একেবারে পারফেক্ট জায়গা এটি। ২ দিনের জন্য দু’জন ব্যক্তির খরচ ২ হাজার টাকা।
মুর্শিদাবাদ (Murshidabad) – আপনি যদি ইতিহাসপ্রেমী মানুষ হন, তাহলে ‘ইতিহাসের শহর’ মুর্শিদাবাদ থেকে ঘুরে আসতেই পারেন। এখানেও খরচ বেশি নয়। মাথাপিছু ৪ হাজার টাকা লাগবে।
তাজপুর (Tajpur) – আপনার যদি ঘুরতে যাওয়ার জন্য শান্ত নিরিবিলি জায়গা পছন্দ হয়, তাহলে তাজপুর চলে যেতে পারেন। তাজপুরে মাথাপিছু খরচ পড়বে প্রায় ৫ হাজার টাকা।
সুন্দরবন (Sundarban) – যদি সমুদ্রে না গিয়ে প্রকৃতির কাছাকাছি কোনও স্থানে এই বছর যেতে চান, তাহলে সুন্দরবন আপনার জন্য একেবারে পারফেক্ট। এখানে যাওয়ার আগে বুকিংয়ের সব কাজ করে রাখতে পারেন। মাথাপিছু খরচ পড়বে প্রায় ৪০০০ টাকা।
মায়াপুর (Mayapur) – সমুদ্র, জঙ্গল, পাহাড় কিছুই যদি আপনার দেখতে ইচ্ছা না করে, তাহলে শান্তির খোঁজে মায়াপুর থেকে ঘুরে আসতে পারেন। ট্রেনে করে মায়াপুর যেতে পারেন, কিংবা গাড়িও বুক করে নিতে পারেন। এখানে খাবারেরও সুবন্দোবস্ত রয়েছে। মাথাপিছু ৮০ টাকার একটি কুপন কেটে নিলেই আপনি ভোগ পেয়ে যাবেন।
দার্জিলিং (Darjeeling) – শুরু এবং শেষ ‘দীপুদা’ দিয়েই হচ্ছে। ‘দীপুদা’র ‘দা’ হচ্ছে দার্জিলিং। আপনি যদি বড়দিনের ছুটিটা পাহাড়ের কোলে কাটাতে চান, তাহলে দার্জিলিং থেকে ঘুরে আসতে পারেন।
এখানে ভ্রমণের খরচ খুব বেশি নয়। আর যদি সবাই মিলে যান এবং সেখানে থাকা ম্যালের ধারে বাঙালি হোটেলে খান তাহলে মাথাপিছু খরচ ৬ হাজার টাকার মধ্যেই হয়ে যাবে।