• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সবুজে ঘেরা সাথে ঝর্ণা-পাহাড়, রইল কম খরচে গরমে ঘুরে আসার জন্য সেরা ৮ হিল স্টেশনের হদিশ

Published on:

8 Offbeat South Indian Hill Stations to visit during Summer

গরম পড়লেই অধিকাংশ মানুষ একটু আরাম পাওয়ার জন্য পাহাড়ে (Hill Station) ঘুরতে চলে যান। আর যদি বাঙালির কথা হয়, তাহলে পাহাড় শুনলেই যে নামটা প্রথম মাথায় আসে তা হল দার্জিলিং। এখন অবশ্য অনেকেই দার্জিলিংয়ের আশেপাশে নানান অফবিট জায়গাতেও ঘুরতে যান। তবে আজকের প্রতিবেদনে দার্জিলিং কিংবা তার আশেপাশের অফবিট পাহাড়ি এলাকা নয়, বরং ছবির মতো সুন্দর দক্ষিণ ভারতের (South India) ৮টি পাহাড়ি এলাকার নাম তুলে ধরা হল। যেখানে একবার ঘুরতে গেলে প্রেমে পড়া গ্যারান্টেড।

ইয়েলাগিরি (Yelagiri)- তালিকার প্রথম নামটি হল তামিলনাড়ুর ইয়েলাগুরির। তিরুপাত্তুর জেলার এই হিল স্টেশনে একবার যদি আপনি যান তাহলে মুগ্ধ হয়ে যাবে না। এখানকার মূল আকর্ষণ হল, ফানদেরা পার্ক, ভেলাভান মন্দির, নীলাভুর হ্রদ প্রভৃতি।

Yelagiri

কুদ্রেমুখ (Kudremukh)- কর্ণাটকের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হল কুদ্রেমুখ। এটি ট্রেকিংয়ের জন্য প্রচণ্ড জনপ্রিয়। এছাড়া এখানেই রয়েছে কুদ্রেমুখ জাতীয় উদ্যান। অনেকেই জানেন না, এই জাতীয় উদ্যানটিকে ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবেও ঘোষণা করা হয়েছে।

Kudremukh

পনমুড়ি (Ponmudi)- কেরালা অত্যন্ত সুন্দর একটি জায়গা। অনেক মানুষই সেই জন্য এখানে ছুটি কাটাতে চলে যান। এই কেরালাতেই রয়েছে পনমুড়ি জায়গাটি। হাইকিং এবং ট্রেকিংয়ের জন্য এটি বেশ বিখ্যাত। তবে আপনি এমনিও ঘুরতে যেতে পারেন। এখানে গেলে মিনমুট্টি জলপ্রপাত, পেপ্পারা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি দেখতে পাবেন।

Ponmudi

লাম্বাসিঙ্গি (Lambasingi)- বিশাখাপত্তনমের এই ছোট্ট গ্রামেও আপনি ছুটি কাটাতে যেতে পারেন। লাম্বাসিঙ্গিতে একবার গেলে আপনি জায়গাটির প্রেমে পড়ে যাবেন। এখানকার কফি সারা দেশে বিখ্যাত। এছাড়া আপনার যদি হাইকিংয়ের শখ থাকে তাহলে আপনি এখানে তা পূরণ করে ফেলতে পারবেন।

Lambasingi

মাদিকেরি (Madikeri)- কর্ণাটকের মাদিকেরিতে গেলে আপনার মনে হবে আপনি যেন কয়েকশো বছর পুরনো কোনও সাম্রাজ্যে চলে এসেছেন। ঐতিহাসিক দুর্গ এবং মন্দিরে ঘেরা এই জায়গায় গেলে আপনি মুগ্ধ হয়ে যাবেন। সবুজে ঘেরা মাদিকেরির মূল আকর্ষণ হল মাদিকেরি দুর্গ, ওমকারেশ্বর মন্দির, অ্যাবি জলপ্রপাত প্রভৃতি।

Madikeri

ভ্যাগামন (Vagamon)- গরম থেকে বাঁচতে আপনি যদি কোথাও ঘুরতে যেতে চান তাহলে ভ্যাগামনেও চলে যেতে পারেন। সবুজে ঘেরা এই হিল স্টেশনে গেলে আপনার প্রাণ একেবারে জুড়িয়ে যাবে। হ্রদ, জলপ্রপাত এবং অবশ্যই পাহাড়ে ঘেরা এই স্থান হানিমুন থেকে শুরু করে বন্ধুদের ট্রিপ সবকিছুর জন্য একেবারে আদর্শ।

Vagamon

হর্সলি হিলস (Horsley Hills)- আপনি যদি আপনার মনের মানুষের সঙ্গে একান্তে কিছুটা সময় কাটাতে চান তাহলে হর্সলি হিলসে যেতে পারেন। অত্যন্ত রোম্যান্টিক এই হিল স্টেশনে গেলে আপনাদের মধ্যেকার প্রেমও বেড়ে যেতে পারে!

Horsley hills

দেবীকুলাম (Devikulam)- তালিকার সর্বশেষ নামটি হল কেরালার দেবীকুলাম। এখানে গেলেও আপনার মন-প্রাণ জুড়িয়ে যাবে। দূর হবে সকল ক্লান্তি।

Devikulam

দেবীকুলামে একাধিক দর্শনীয় স্থান রয়েছে। থুভানাম হ্রদ থেকে শুরু করে দেবী হ্রদ হয়ে ,মাট্টুপেটি ড্যাম- দেবীকুলামে গেলে এই স্থানগুলি থেকে ঘুরে আসার চেষ্টা করবেন। চোখ এবং মন দুই-ই শান্তি পাবে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥