• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

দু’দিনের ছুটির জন্য পারফেক্ট! রইল কলকাতার কাছাকাছি ৮টি অফবিট ডেস্টিনেশনের হদিশ

সদাব্যস্ত এই জীবনে লম্বা ছুটিতে কোথাও ঘুরতে (Travel Destination) যাওয়া ভীষণ কঠিন। সেই জন্য অনেকেই সপ্তাহান্তে দু’দিনের ছুটিতে কলকাতার (Kolkata) কাছাকাছি কোনও জায়গায় ঘুরতে যেতে চান। তবে কলকাতার কাছাকাছি কোথাও ঘুরতে যাওয়ার কথা উঠলেই সবার মাথায় হয় দীঘা, নয় মৌসুনির কথা আসে। অনেকে জানেনই না, এই দুই জায়গা ছাড়াও তিলোত্তমার কাছে আরও বহু সুন্দর সুন্দর ঘুরতে যাওয়ার জায়গা রয়েছে, যেগুলি দু’দিনের ছুটির জন্য একেবারে আদর্শ। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ জায়গার (Offbeat Destination) নাম।

জালদাপাড়া ন্যাশানাল পার্ক (Jaldapara National Park)- প্রকৃতিপ্রেমীদের স্বর্গ বলা হয় জালদাপাড়াকে। হিমালয়ের পাদদেশে অবস্থিত এই ন্যাশানাল পার্কে একবার গেলে ফ্রেশ হয়ে যাবে আপনার শরীর-মন। পরিবার নিয়ে ওয়াইল্ড লাইফ সাফারি করার জন্য এই জায়গা একেবারে পারফেক্ট।

   

Jaldapara National Park, Offbeat travel destination near Kolkata

সোনাঝুরি (Sonajhuri)- শান্তিনিকেতনের সোনাঝুরির নামও তালিকায় রয়েছে। অরণ্যে ঘেরা এই জায়গায় একবার গেলে হারিয়ে যাবে আপনার মন, দূর হয়ে যাবে সকল ক্লান্তি। দু’দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার জন্য সোনাঝুরিও কিন্তু আদর্শ স্থান।

Sonajhuri, Offbeat travel destination near Kolkata

লাচুং (Lachung)- গ্যাংটক থেকে ১১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই হিল স্টেশনে গেলে মুগ্ধ হয়ে যাবেন আপনি। ছবির মতো সুন্দর লাচুংয়ে গেলে শুধু পাহাড় নয় দেখতে পাবেন ঝরনাও। প্রকৃতির কোলে নিরিবিলিতে দু’টো দিন কাটাতে চাইলে লাচুং চলে যেতে পারেন।

Lachung, Offbeat travel destination near Kolkata

শঙ্করপুর (Shankarpur)- আপনি যদি সমুদ্রপ্রেমী হন তাহলে শঙ্করপুর আপনার জন্য একেবারে পারফেক্ট। দীঘার কাছাকাছি এই সমুদ্রসৈকত ভিড়ে ঠাসা নয়। ভোরবেলা কিংবা বিকেলে সমুদ্রসৈকতে কিছুক্ষণ হাঁটলে দেখবেন অনেকটা শান্ত হয়ে গিয়েছে আপনার মন।

Shankarpur, Offbeat travel destination near Kolkata

ইচ্ছেগাঁও (Icchey Gaon)- কালিম্পংয়ের কাছে অবস্থিত এই অফবিট গ্রামটি সৌন্দর্য যে কোনও মানুষকে মোহিত করার জন্য যথেষ্ট। স্বপ্নের মতো সুন্দর ইচ্ছেগাঁও ট্রেকিংয়ের জন্য বেশ জনপ্রিয়।

Icchey Gaon, Offbeat travel destination near Kolkata

কালুক (Kaluk)- একঘেয়ে দার্জিলিং-কালিম্পং ছেড়ে অফবিট ডেস্টিনেশন কালুকে একবার যেতেই পারেন। শান্ত-নিরিবিলি এই জায়গায় গেলে আপনি অনেকটা স্বাধীন অনুভব করছেন। কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখে জুড়িয়ে যাবে আপনার মন।

Kaluk, Offbeat travel destination near Kolkata

পিয়ালি আইল্যান্ড (Piyali Island)- সুন্দরবনে অনেকেই ঘুরতে যান, তবে এই সুন্দরবনের কাছাকাছি পিয়ালি আইল্যান্ডের কিন্তু খুব কম মানুষই জানেন। আপনি যদি গ্রাম বাংলার এসেন্স অনুভব করতে চান, তাহলে এই স্থান আপনার জন্য একেবারে পারফেক্ট।

Piyali island, Offbeat travel destination near Kolkata

চন্দননগর- (Chandannagar)- হুগলী জেলার এই ছোট্ট শহর একসময় ফরাসি উপনিবেশ ছিল। এখনও যদি চন্দননগর যান তাহলে সেই ফ্রেঞ্চ এসেন্সটা পাবেন আপনি।

Chandannagar, Offbeat travel destination in Kolkata

গঙ্গার তীরে অবস্থিত এই শহরের অন্যতম আকর্ষণ হল এখানকার প্রাচীন স্থাপত্য। এছাড়া চন্দননগরের  জগদ্ধাত্রী পুজোর কথা তো কারোর অজানা নয়।

site