বলিউডের ছবিকে বর্তমানে টেক্কা দিচ্ছে দক্ষিণী ইন্ডাস্ট্রির (South Indian Industry) একাধিক ছবি। আর ছবির পাশাপাশি জনপ্রিয়তা বাড়ছে দক্ষিণী অভিনেত্রীদেরও (South Actresses) প্রিয়াঙ্কা, দীপিকা, ক্যাটরিনাদের ভিড়ে ব্যাপক জনপ্রিয় হয়ে গিয়েছেন দক্ষিণী অভিনেত্রীরাও। আর এক একটা ছবিতে অভিনয় করেই কয়েক কোটি টাকা উপার্জন করছেন এই অভিনেত্রীরা।
দক্ষিণী ইন্ডাস্ট্রিতে যে সমস্ত ছবি তৈরী হয়ে তা অনেক ক্ষেত্রেই বিগ বাজেট ছবি হয়। অর্থাৎ একটা ছবির বাজেটই ১০০কোটির ওপরে, যা বক্স অফিসে শুরুর কয়েকদিনেই ১০০ কোটি টাকা তুলে ফেলে। তাই সুপারহিট বিগ বাজেট ছবির জন্য মোটা টাকা পারিশ্রমিক যে হতে সেটা বোঝাই যায়। চলুন আজ বংট্রেন্ডের পর্দায় দেখে নেওয়া যাক ৮ দক্ষিণী অভিনেত্রীদের পারিশ্রমিকের তালিকা।
১. তামান্না ভাটিয়া (Tamanna Bhatiya)
দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়াকে অনেকেই চেনেন। তামিল ছবির পাশাপাশি বলিউডেও বেশ কয়েকবার দেখা গিয়েছে অভিনেত্রীকে। বলিউডের এন্টারটেইনমেন্ট ছবিতে অক্ষয় কুমারের সাথে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। যেমনটা জানা যায় তামান্না প্রতি ছবির জন্য ৯০ লক্ষ থেকে ১ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
২. কাজল আগারওয়াল (Kajal Agarwal)
কাজল আগারওয়ালকে হয়তো আলাদা করে চেনানোর দরকার পড়বে না। কারণ এই অভিনেত্রীও জনপ্রিয় বলিউড ছবি সিংহমে অভিনয় করেছেন। ছবিতে অজয় দেবগনের সাথে দেখা গিয়েছিল অভিনেত্রীকে। এছাড়াও সুপারস্টার রজনীকান্তের ছবি লিঙ্গা তেও অভিনয় করেছিলেন অভিনেত্রী। গত বছর গৌতম কিচলুকে বিয়ে করেছেন অভিনেত্রী। সেই সময় অভিনেত্রী শিরোনামে উঠে এসেছিলেন। কাজল তাঁর প্রতিটি ছবির জন্য ২ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
৩. কীর্তি সুরেশ (Keerthy Suresh)
সাউথ ইন্ডিয়ান সিনেমার আরেক পরিচিত মুখ হল কীর্তি সুরেশ। দক্ষিণী এই অভিনেত্রীকে বলিউডে সেভাবে দেখা যায়নি। তবে তেলেগু ইন্ডাস্ট্রিতে বহু হিট ছবিতে অভিনয় করেছেন কীর্তি সুরেশ। অভিনেত্রী এক একটি ছবিতে অভিনয়ের জন্য ২ কোটি টাকা পারিশ্রমিক নেন।
৪. শ্রুতি হাসান (ShrutiHassan)
বিখ্যাত দক্ষিণী অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসান। দক্ষিণী ছবি থেকে শুরু করে বলিউডের ছবিতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে। এক একটি ছবির জন্য ২.৫ কোটি টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।
৫. রশ্মিকা মান্দানা (Rashmika Mandana)
ভারতের ন্যাশনাল ক্রাশ তথা পুষ্পা অভিনেত্রী রশ্মিকা মান্দানা। পুষ্পা ছবির শ্রীভাল্লি হিসাবে আজ সকলেই তাকে চেনে। অভিনেত্রী একটি ছবির জন্য কোটি টাকার পারিশ্রমিক নেন। পুষ্পা ছবির জন্যই ২ কোটি টাকা নিয়েছেন। আর পুষ্পার সিক্যুয়েল এর জন্য ৩কোটি টাকা নেবেন অভিনেত্রী।
৬. পূজা হেগড়ে (Puja Hegde)
দক্ষিণী ইন্ডাস্ট্রির সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম পূজা হেগড়ে। ‘আলা বৈকন্ঠপুরমালো’ ছবিতে দুর্দান্ত অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছিলেন তিনি। আর ছবির জন্য প্রায় ৩.৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন অভিনেত্রী।
৭. প্রিয়ামনি (Priyamani)
বিখ্যাত অভিনেত্রী প্রিয়ামনি তেলেগু ও কানাড় ভাষায় বহু ছবিতে অভিনয় করেছেন। নিজের অভিনয়ের কারণে বেশ জনপ্রিয় অভিনেত্রী। একসময় মডেলিং করতেন অভিনেত্রী, সেখান থেকেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুযোগ পান। এরপর ইন্ডাস্ট্রিতে নিজের দক্ষতার জেরে ব্যাপক জনপ্রিয় তিনি। অভিনেত্রী একটি ছবিতে অভিনয়ের জন্য ২.৫ কোটি থেকে শুরু করে ৫ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন।
৮. অনুষ্কা শেট্টি (Anushka Shetty)
অনুষ্কা শেট্টির সন্মন্ধে আলাদা করে না বলাই ভালো। দক্ষিণী সুপার হিট ছবি বাহুবলীতে অভিনয় করেছিলেন অভিনেত্রী। নিজের দুর্দান্ত অভিনয় দিয়ে দর্শকদের মনে নিজের জায়গা করে নিয়েছেন। যেমনটা জানা যায় অভিনেত্রী এক একটি ছবির জন্য ২.৫ টাকার কাছাকাছি পারিশ্রমিক নিতেন। কিন্তু বাহুবলী ছবি করার পর থেকেই নিজের পারিশ্রমিক আরো বাড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে অভিনেত্রী একটি ছবিতে অভিনয় করতে ৫ কোটি টাকা পারিশ্রমিক নেন।