• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শিল্পা থেকে সঞ্জয়, মুসলিম না হয়েও প্রতিবছর ঈদ পালন করেন এই ৮ বলি তারকারা

ভারতবর্ষ হল এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ মিলে মিশে বাস করেন। একইরকমভাবে বলিউড (Bollywood) ইন্ডাস্ট্রিতেও সব ধর্মের তারকাই (Celebrities) কাজ করেন। ফলে স্বাভাবিকভাবেই বি টাউনে প্রায় প্রত্যেক উৎসবই খুব ধুমধাম করে পালিত হয়। একদিকে যেমন শাহরুখ খান, সলমন খানের বাড়িতে প্রত্যেক বছর বড় করে গণেশ পূজা হয়, তেমনই আবার বি টাউনের অনেক হিন্দু তারকা ঈদ উদযাপন (Eid celebration) করেন। আজকের প্রতিবেদনে এমনই ৮ সেলেবের নাম তুলে ধরা হল।

শিল্পা শেট্টি (Shilpa Shetty)- বলিউডের নামী অভিনেত্রী শিল্পা শেট্টি প্রায় সব ধরণের উৎসবই পালন করেন। সম্প্রতি যেমন শাবানা আজমির আয়োজন করা ইফতার পার্টিতে নজর কেড়েছিল তাঁর উপস্থিতি। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছিল সেই ভিডিও।

   

Shilpa Shetty, Shilpa Shetty Eid celebration

সোনাক্ষী সিনহা (Sonakshi Sinha)- শত্রুঘ্ন সিনহার কন্যা তথা ‘দাবাং গার্ল’ সোনাক্ষী সুপারস্টার সলমন খানের খুব ঘনিষ্ঠ। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতে কাজ করার পাশাপাশি তাঁরা খুব ভালো বন্ধুও। প্রত্যেক বছর তাই ভাইজানের বাড়ির ইফতার পার্টিতে উপস্থিত থাকেন সোনাক্ষী।

Sonakshi Sinha, Sonakshi Sinha Eid celebration

রিচা চাড্ডা (Richa Chadha)- বলিউডের নামী অভিনেত্রী রিচার নামও তালিকায় রয়েছে। গত বছর ধুমধাম করে অভিনেতা আলি ফজলের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন তিনি। বিয়ের আগে বহু বছর সম্পর্কে ছিলেন তাঁরা। প্রত্যেক বছর আলির সঙ্গেই ঈদ উদযাপন করেন ‘ফুকরে’ অভিনেত্রীও।

Richa Chadha, Richa Chadha Eid celebration

অনিল কাপুর (Anil Kapoor)- বি টাউনের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরও ঈদ পালন করেন। ইন্ডাস্ট্রির সকলের সঙ্গে অনিলের সম্পর্ক খুব ভালো। প্রত্যেক বছর কাছের মানুষ এবং ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধবদের নিয়ে ঈদ উদযাপন করেন তিনি।

Anil Kapoor, Anil Kapoor Eid celebration

বিপাশা বসু (Bipasha Basu)- বঙ্গ তনয়া বিপাশার নামও তালিকায় রয়েছে। অনিলের মতো বিপাশারও বলিউডের সব তারকার সঙ্গে সম্পর্ক খুব ভালো। সেই জন্য একাধিক তারকার আয়োজিত ইফতার পার্টিতে বিপাশাকে উপস্থিত থাকতে দেখা যায়।

Bipasha Basu, Bipasha Basu Eid celebration

সঞ্জয় দত্ত (Sanjay Dutt)-  বলিউডের ‘মুন্নাভাই’য়ের স্ত্রী মান্যতা মুসলিম ধর্মাবলম্বী। বিয়ের আগে নিজের নাম পরিবর্তন করেছিলেন তিনি। প্রত্যেক বছর স্ত্রী, পরিবার এবং কাছের মানুষদের নিয়ে ঈদ পালন করেন সঞ্জয়।

Sanjay Dutt, Sanjay Dutt Eid celebration

করিনা কাপুর (Kareena Kapoor)- বলিউডের জনপ্রিয় অভিনেত্রী করিনা কাপুর অভিনেতা সইফ আলি খানের স্ত্রী। প্রত্যেক বছর সইফ, করিনা এবং তাঁর শ্বশুরবাড়ির সবাই মিলে ধুমধাম করে ঈদ উদযাপন করেন।

Kareena Kapoor, Kareena Kapoor Eid celebration

কিশ্বর মার্চেন্ট (Kishwer Merchant)- হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ হলেন কিশ্বর। সলমন খান সঞ্চালিত ‘বিগ বস’এও অংশগ্রহণ করেছিলেন তিনি।

Kishwer Merchant, Kishwer Merchant Eid celebration

প্রত্যেক বছর বন্ধুবান্ধবদের সঙ্গে কিশ্বরকেও ঈদ উদযাপন করতে দেখা যায়। এছাড়া ইন্ডাস্ট্রির বহু ইফতার পার্টিতেও উপস্থিত থাকেন তিনি।