• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

শাহরুখ-সলমন অতীত! বলিউডের পর OTT কাঁপিয়ে দর্শদের সুপারস্টার এই ৮ তারকা

বলিউড (Bollywood) হোক বা ওটিটি (OTT)- সঠিক প্রতিভার কদর সব মাধ্যমই করতে জানে। প্রতিভা থাকলে সাফল্য একদিন না একদিন ঠিক আসে। হিন্দি বিনোদন ইন্ডাস্ট্রিতে যেমন এমন অনেক তারকা (Actors) রয়েছেন যারা একসময় বলিউডে রাজত্ব করতেন, এখন ওটিটিতে নিজের রাজ্যপাট বিস্তার করেছেন। সুস্মিতা সেন (Sushmita Sen) থেকে সুনীল শেট্টি (Suniel Shetty), সেই তালিকায় নাম রয়েছে একাধিক সুপারস্টারের। এক ঝলকে দেখে নেওয়া যাক এমনই ৮ সেলেবের নাম।

সুস্মিতা সেন (Sushmita Sen)- মডেলিং হোক, বলিউড হোক বা ওটিটি- বঙ্গ তনয়া সুস্মিতা সব মাধ্যমেই নিজের প্রতিভার জোরে সফল হয়েছেন। একসময় বি টাউনের প্রথম সারির নায়িকাদের মধ্যে একজন ছিলেন তিনি। আর এখন ওটিটির সেরা তারকাদের তালিকায় নাম রয়েছে তাঁর। ডিজনি প্লাস হটস্টারের ‘আরিয়া’ সিরিয়ালে তাঁর তুখোড় অভিনয় ভোলেনি দর্শকরা। সন্তান এবং পরিবারকে বাঁচাতে একজন মায়ের লড়াই দারুণভাবে ফুটিয়ে তুলেছিলেন সুস্মিতা।

   

Sushmita Sen, Sushmita Sen Aarya

শাহিদ কাপুর (Shahid Kapoor)- বলিউডের ‘চকোলেট বয়’ শাহিদ কাপুর সদ্য পা রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মে। ‘ফর্জি’ সিরিজের হাত ধরে ওয়েব দুনিয়ায় ডেবিউ করেছেন তিনি। একসময় নিজের কিউট লুকের মাধ্যমে মহিলামনে ঝড় তুলতেন, সেই শাহিদকেই ‘ফর্জি’তে ধূসর চরিত্রে দেখে মুগ্ধ হয়ে গিয়েছেন দর্শকরা। তিনি যে কোন মাপের অভিনেতা তা ফের প্রমাণ করে দিয়েছেন শাহিদ।

Shahid Kapoor, Shahid Kapoor Farzi

সুনীল শেট্টি (Suniel Shetty)- নিজের কেরিয়ারে ১০০টিরও বেশি হিন্দি সিনেমায় অভিনয় করেছেন সুনীল শেট্টি। একসময় বলিউডের প্রথম সারির নায়কদের মধ্যে একজন ছিলেন তিনি। সেই সুনীল ‘ধারাভি ব্যাঙ্ক’ সিরিজের হাত ধরে ওটিটি দুনিয়ায় পা রাখেন। টানা ৮ সপ্তাহ ধরে নম্বর ওয়ান ছিল সুনীলের এই সিরিজ।

Suniel Shetty, Suniel Shetty Dharavi Bank

মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)- বলিউড ইন্ডাস্ট্রির অত্যন্ত ভার্সেটাইল একজন অভিনেতা হলেন মনোজ বাজপেয়ী। নিজের তুখোড় অভিনয়ের মাধ্যমে বারবার দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ‘দ্য ফ্যামিলি ম্যান’ ওয়েব সিরিজে তাঁর অভিনয় এখনও ভোলেনি কেউ। এছাড়াও ‘গুলমোহর’, ‘গলি গুলেয়া’তেও নজর কেড়েছে মনোজের অভিনয়।

Manoj Bajpayee, Manoj Bajpayee The Family Man

পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)- ওটিটির আগে বলিউডে বহু বছর কাজ করেছেন পঙ্কজ। তবে দুর্ভাগ্যবশত তাঁর প্রতিভার কদর করা হয়নি সেভাবে। কিন্তু ওটিটিতে পা রাখতেই বদলে যায় পঙ্কজের ভাগ্য। ‘ক্রিমিনাল জাস্টিস’, ‘মির্জাপুর’র মতো সুপারহিট সিরিজে অভিনয় করে আজ বলিউডের সেরা অভিনেতাদের তালিকায় স্থান করে নিয়েছেন তিনি।

Pankaj Tripathi in Sacred Games, Pankaj Tripathi in Mirzapur, Pankaj Tripathi fees for Sacred Games, Pankaj Tripathi fees for Mirzapur

বিবেক ওবেরয় (Vivek Oberoi)- একসময় বলিউডের সেরা অভিনেতাদের মধ্যে একজন ছিলেন বিবেক। কিন্তু শোনা যায়, ব্যক্তিগত কিছু শত্রুতার কারণে তাঁর ফিল্মি কেরিয়ার কিছু মানুষ নষ্ট করে দেন। তবে বিবেকের প্রতিভার কদর করেছে ওটিটি। ‘ইনসাইড এজ’, ‘ধারাভি ব্যাঙ্ক’এ তাঁর অভিনয় দর্শককে মুগ্ধ করেছে। আজ ফের নিজের অভিনয়ের মাধ্যমে সেরার শিরোপা দখলের প্রতিযোগিতায় নেমে পড়েছেন বিবেক।

Vivek Oberoi, Vivek Oberoi in Dharavi Bank

ডিম্পল কাপাডিয়া (Dimple Kapadia)- বলিউডের একসময়কার সেরা অভিনেত্রীদের মধ্যে একজন ছিলেন ডিম্পল কাপাডিয়া। যদিও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সিনেদুনিয়া থেকে সরে যান তিনি। তবে সম্প্রতি ‘সাস বহু অউর ফ্ল্যামিঙ্গো’র হাত ধরে ওটিটি দুনিয়ায় পা রেখেছেন ডিম্পল। ডেবিউ সিরিজেই সকলকে মুগ্ধ করেছে তাঁর অভিনয়।

Dimple Kapadia, Dimple Kapadia Saas Bahu Aur Flamingo

ববি দেওল (Bobby Deol)- সুপারস্টার ধর্মেন্দ্রর ছোট ছেলে ববি দেওল নিজের বলিউড কেরিয়ারের শুরুটা দারুণভাবে করেছিলেন। কিন্তু সেই সাফল্য ধরে রাখতে পারেননি তিনি। আস্তে আস্তে ইন্ডাস্ট্রি থেকে হারিয়ে যান ববি।

Bobby Deol, Bobby Deol Aashram

তবে প্রতিভা থাকলে একদিন না একদিন সুযোগ ঠিকই আসে! ববির সঙ্গেও সেটাই হয়েছে। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘আশ্রম’ সিরিজে অভিনয় করে ফের খুলে যায় ববির ভাগ্য। আজ ওয়েব দুনিয়ার প্রথম সারির তারকাদের মধ্যে একজন হলেন ধর্মেন্দ্রর ছেলে।

site