• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

কোটি টাকাও অর্থহীন! এই কারণেই হার্ট অ্যাট্যাকের শিকার হয়েছেন সুস্মিতা সহ এই ৮ বলি তারকারা

বলিউডের (Bollywood) নামী অভিনেত্রী এবং প্রাক্তন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন (Sushmita Sen) সম্প্রতি হৃদরোগে (Heart attack) আক্রান্ত হয়েছেন। অ্যাঞ্জিওপ্লাস্টি হয়েছে এই বঙ্গ তনয়ার, বসানো হয়েছে স্টেন্ট। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে একথা জানিয়েছেন সুস্মিতা নিজে।

যদিও ‘আরিয়া’ অভিনেত্রী প্রথম নন, এর আগেও বলিউডের একাধিক নামী তারকা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছেন, অল্পের জন্য ফিরে পেয়েছেন প্রাণ। আজকের প্রতিবেদনে এমনই ৫ বলিউড তারকার (Bollywood celebs) নাম তুলে ধরা হল।

   

Bollywood actress Sushmita Sen suffered heart attack, undergoes angioplasty

সইফ আলি খান (Saif Ali Khan)- বলিউডের নামী অভিনেতা সইফ আলি খানের নাম তালিকার শীর্ষে রয়েছেন। শর্মিলা ঠাকুরের ছেলে ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এরপর সইফকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়।

Saif Ali Khan, Saif Ali Khan heart attack

সায়রা বানু (Saira Banu)- বলিউডের একসময়কার জনপ্রিয় অভিনেত্রী ছিলেন সায়রা বানু। তাঁর রূপ, অভিনয়ে মুগ্ধ ছিলেন অনেক তারকাই। ২০২১ সালে হৃদরোগে আক্রান্ত হন সায়রা। এরপর তাঁকে হিন্দুজা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা হয়েছিল তাঁর।

Saira Banu, Saira Banu heart attack

রজনীকান্ত (Rajinikanth)- দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির ‘থালাইভা’র নামও তালিকায় রয়েছে। ২০২১ সালের ২৮ অক্টোবর হৃদয়ের সমস্যার কারণে চেন্নাইয়ের কাবেরী হাসপাতালে ভর্তি করা হয়েছিল অভিনেতাকে। এরপর অভিনেতার হার্ট সার্জারি করা হয়। এখন অবশ্য ভালো আছেন রজনীকান্ত।

Rajinikanth, Rajinikanth heart attack

রেমো ডি-সুজা (Remo D’Souza)- বলিউডের জনপ্রিয় কোরিয়োগ্রাফার এবং পরিচালক রেমো ডি’সুজাও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ২০২০ সালে ডিসেম্বর মাসে রেমোর হার্টের সমস্যার সূত্রপাত হয়েছিল। এরপর তড়িঘড়ি তাঁকে মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর এখন অবশ্য ভালো আছেন রেমো।

Remo D'Souza, Remo D'Souza heart attack

সুনীল গ্রোভার (Sunil Grover)- বলিউডের জনপ্রিয় অভিনেতা এবং কৌতুক শিল্পী সুনীল গ্রোভারও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। ‘দ্য কপিল শর্মা শো’য়ের সৌজন্যে দর্শকদের অনেকেই তাঁকে ‘ডক্টর মশুর গুলাটি’ নামে চেনেন।

Sunil Grover, Sunil Grover heart attack

জানিয়ে রাখি, সুনীল গ্রোভারের ৪বার বাইপাস সার্জারি হয়েছে। দীর্ঘ সময় এশিয়ান হার্ট ইনস্টিটিউটে ভর্তি ছিলেন অভিনেতা।