বলিউড (Bollywood) সুপারস্টার সলমন খানের (Salman Khan) সঙ্গে একটি ছবি করলেই ভাগ্য খুলে যায় নায়িকাদের। তাঁর হাত ধরে কত অভিনেত্রী (Bollywood Actress) যে ইন্ডাস্ট্রিতে পা রেখেছেন তা গুনে শেষ করা যাবে না। তবে এই হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতেই এমন অনেক নায়িকা রয়েছেন যারা মুখের ওপর ভাইজানের ছবির অফার ফিরিয়েছেন। মোটা টাকা পারিশ্রমিক দিলেও সলমনের সঙ্গে ছবি করতে রাজি হননি (Refused)। চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক এই নায়িকাদের নাম।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)- ‘ওম শান্তি ওম’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন দীপিকা পাড়ুকোন। সেই সিনেমার নায়ক ছিলেন সুপারস্টার শাহরুখ খান। তবে অনেকেই জানেন না, দীপিকাকে প্রথম ছবি অফার করেছিলেন সলমন। তবে ক্যামেরার মুখোমুখি হওয়ার জন্য তৈরি নই বলে সেই অফার রিজেক্ট করে দেন তিনি।
কঙ্গনা রানাউত (Kangana Ranaut)– কঙ্গনা এমন একজন অভিনেত্রী যিনি কড়া কথা মুখের ওপর বলে দিতে পারেন। তাঁর যাকে ভালোলাগে না, তাঁকে মুখের ওপর হাজার কথা শুনিয়ে দিতে পারেন তিনি। সেই কঙ্গনাকে ‘সুলতান’ ছবির নায়িকা হিসেবে নিতে চেয়েছিলেন সলমন। অফার পেয়েই তা রিজেক্ট করে দেন অভিনেত্রী।
ঐশ্বর্য রাই বচ্চন (Aishwarya Rai Bachchan)- সলমন এবং ঐশ্বর্য যে একসময় প্রেম করতেন তা কারোর অজানা নয়। ব্রেক আপের পর অভিনেত্রী অভিযোগ করেছিলেন, ভাইজান নাকি তাঁকে মারধর করেছেন। এরপর আর কোনও সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাঁদের।
সোনালি বেন্দ্রে (Sonali Bendre)- ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবিতে সলমন এবং সোনালির জুটি দারুণ পছন্দ হয়েছিল দর্শকদের। কিন্তু এই ছবির শ্যুটিংয়ের পর কৃষ্ণসার হরিণ হত্যা নিয়ে ব্যাপক ঝামেলাও হয়েছিল। শোনা যায়, এরপর থেকে সোনালি ঠিক করেন তিনি আর ভাইজানের সঙ্গে কাজ করবেন না।
টুইঙ্কল খান্না (Twinkle Khanna)- ‘জব কিসিসে প্যায়ার হোতা হ্যায়’র পর টুইঙ্কল ঠিক করেন তিনি আর সলমনের সঙ্গে কাজ করবেন না। কিন্তু কেন? সেই কারণ আজও অজানাই থেকে গিয়েছে।
ঊর্মিলা মাতন্ডকর (Urmila Matondkar)- সোনালি, টুইঙ্কলের মতোই ঊর্মিলাও সলমনের সঙ্গে কাজ করেছেন। ‘জনম সমঝা করো’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন দু’জনে। তবে শোনা যায়, সেই ছবির পর ভাইজানের সঙ্গে আর কখনও কাজ না করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
আমিশা পটেল (Ameesha Patel)- ‘ইয়ে হ্যায় জলওয়া’ ছবিতে একসঙ্গে কাজ করেছিলেন সলমন এবং আমিশা। সেই ছবির শ্যুটিংয়ের সময় কী হয়েছিল জানা নেই, তবে এরপর থেকে ভাইজানের সঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
অমৃতা রাও (Amrita Rao)- ‘বিবাহ’ ছবির নায়িকা অমৃতা রাওয়ের নামও এই তালিকায় রয়েছে। শুনতে অবাক লাগলেও, অমৃতাও সলমনের ছবি রিজেক্ট করেছেন।
শোনা যায়, ভাইজানের ‘প্রেম রতন ধন পায়ো’ ছবির নায়িকা হিসেবে প্রথমে অমৃতাকেই নেওয়ার কথা ছিল। কিন্তু তিনি মুখের ওপর সেই অফার রিজেক্ট করে দেন।