Bollywood Actors Parents Who Live Simple Life: বলিউড (Bollywood) তারকার মা-বাবা (Parents) মানেই তাঁদের জীবন হবে প্রচণ্ড বিলাসবহুল, আমরা অনেকেই এমন ধারণ পোষণ করি। কিছু ক্ষেত্রে হয়তো কথাটা ঠিক। ছেলে-মেয়ে তারকা হয়ে গেলে অনেক মা-বাবার লাইফস্টাইলেও বদল আসে। তবে আবার এমনও অনেকে রয়েছেন যারা এখনও সাধারণ মানুষের (Simple Life) মতো থাকেন। সন্তান হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির সুপারস্টার হয়ে গেলেও বাবা-মা লাইমলাইট থেকে দূরে দিনযাপন করেন। বি টাউনের এমনই ৬ তারকার মা-বাবাকে চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক।
অনুষ্কা শর্মা (Anushka Sharma)- বলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন অনুষ্কা শর্মা। তাঁর স্বামী বিরাট কোহলি দেশের অন্যতম ধনী অ্যাথলিট। মেয়ে-জামাই এত বড় তারকা হওয়া সত্ত্বেও অনুষ্কার মা-বাবা লাইমলাইট থেকে দূরেই থাকেন। অভিনেত্রীর বাবা অজয় কুমার শর্মা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। শোনা যায়, অজয়বাবু সাধারণ মানুষের মতো থাকতেই পছন্দ করেন।
সিদ্ধার্থ মলহোত্রা (Sidharth Malhotra)- ‘শেরশাহ’ অভিনেতা সিদ্ধার্থের মা-বাবাও লাইমলাইট থেকে দূরত্ব বজায় রাখেন। অনেকেই জানেন না, সিদ্ধার্থের বাবা সুনীল মলহোত্রা মার্চেন্ট নেভির রিটায়ার্ড ক্যাপ্টেন। ছেলে সিদ্ধার্থ এবং ছেলের বউ কিয়ারা বলিউডের নামী তারকা হলেও সুনীলবাবু তাঁর স্ত্রীকে নিয়ে সাধারণ মানুষের মতোই থাকেন।
কার্তিক আরিয়ান (Kartik Aaryan)- অনেকেই বলেছেন, কার্তিক আরিয়ান বলিউডের আগামী সুপারস্টার। বয়কটের মরসুমে ‘ভুল ভুলাইয়া ২’ সুপারহিট হতেই বদলে যায় অভিনেতার ভাগ্য। ছেলে এত বড় সুপারস্টার হয়ে গেলেও কার্তিকের মা-বাবা এখনও গোয়ালিয়রে সাধারণ মানুষের মতো দিনযাপন করেন বলে শোনা যায়। অভিনেতার মা এবং বাবা দু’জনেই পেশায় চিকিৎসক।
বিপাশা বসু (Bipasha Basu)- বঙ্গ তনয়া বিপাশা বসু নিজের প্রতিভার জোরে বলিউডের নামী অভিনেত্রী হয়েছেন। তবে মেয়ে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির এত বড় তারকা হলেও বিপাশার বাবা হীরা বসু আজও লাইমলাইট থেকে দূরে থাকেন। অভিনেত্রীর বাবা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। আজও তিনি পরিবারের সঙ্গে সাধারণভাবে দিন কাটান।
আর মাধবন (R Madhavan)- বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির নামী অভিনেতা আর মাধবনের বাবাও লাক্সারি লাইফস্টাইল পছন্দ করেন না। ছেলে নামী সুপারস্টার হলেও মাধবনের বাবা রঙ্গনাথ শেষাদ্রি এখনও ছিমছামভাবে জীবনযাপন করতে ভালোবাসেন। শোনা যায়, তিনি টাটা স্টিল কোম্পানিতে একসময় চাকরি করতেন।
পঙ্কজ ত্রিপাঠী (Pankaj Tripathi)- ওটিটির মাধ্যমে পঙ্কজের প্রতিভা সঠিক মঞ্চ পেয়েছে। ওয়েব প্ল্যাটফর্ম কাঁপিয়ে এখন একের পর এক বলিউড সিনেমায় অভিনয় করছেন তিনি। একাধিক চলচ্চিত্র বিশেষজ্ঞ বলেছেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম ভার্সেটাইল অভিনেতা পঙ্কজ।
ছেলে এত বড় তারকা হয়ে গেলেও পঙ্কজের বাবা বেনারস ত্রিপাঠীর জীবনে কোনও বদল আসেনি। তিনি পেশায় একজন কৃষক ছিলেন। আজও বিহারের ছোট্ট গ্রামেই থাকেন পঙ্কজের মা-বাবা।