• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

ভুলে যান দিঘা-পুরী! রইল ছুটির দিনে ঘোরার মত কলকাতার কাছেই সেরা ৮টি জায়গার হদিশ

কর্মজীবন শুরু হয়ে যাওয়া মানেই টানা এক সপ্তাহের ছুটি পাওয়া বেজায় মুশকিল। সেই জন্য অনেকেই সপ্তাহান্তে কাছাকাছি নানান জায়গা থেকে ঘুরে (Travel) আসেন। তবে দু’দিনের ছুটিতে ঘুরতে যাওয়ার কথা উঠলেই প্রথমেই বাঙালির মাথায় আসে দীঘা, বকখালি কিংবা সুন্দরবনের নাম। অনেকেই হয়তো জানেন না এগুলি ছাড়াও কলকাতার (Kolkata) কাছাকাছি এমন অনেক জায়গা আছে যেগুলি সপ্তাহান্তের ছুটির জন্য একেবারে পারফেক্ট। আজকের প্রতিবেদনে এমনই ৮টি জায়গার (Weekend Destinations Near Kolkata) নাম তুলে ধরা হল।

ফোর্ট রিসর্ট, রায়চক (Fort Resort, Raichak) – সপ্তাহান্তের ছুটিতে রায়চক ফেরি ঘাট থেকে মাত্র ১৫ মিনিট দূরে অবস্থিত ফোর্ট রিসর্ট থেকেও ঘুরে আসতে পারেন। গঙ্গার ধারে অবস্থিত এই রিসর্টে ঘুরতে গেলে আপনার রাজকীয় অনুভব হবেই হবে। কলকাতা থেকে মাত্র দু’ঘণ্টার দূরে অবস্থিত এই রিসর্টে থাকতে গেলে দৈনিক সাড়ে ছয় হাজার টাকা মতো খরচ হবে।

   

Ffort resort Raichak

ডায়মন্ড হারবার (Diamond Harbour) – আপনি যদি দু’দিনের ছুটিতে কোনও শান্ত পরিবেশে যেতে চান তাহলে ডায়মন্ড হারবার একেবারে আদর্শ স্থান। নদীর ধারে বসে অনেকটা সময় কাটিয়ে ফেলতে পারবেন আপনি। প্রকৃতিপ্রেমী মানুষদের জন্য সবুজে ঘেরা এই জায়গাটি একেবারে আদর্শ। এই সপ্তাহান্তে তাই ঘুরে আসতেই পারেন কলকাতা থেকে মাত্র আড়াই ঘণ্টা দূরত্বে অবস্থিত ডায়মন্ড হারবার থেকে।

Diamond Harbour

দেউলটি (Deulti) – আপনি যদি শহরের কোলাহল ছেড়ে একটু গ্রাম্য পরিবেশে সময় কাটাতে চান তাহলে দেউলটি চলে যেতে পারেন। সবুজ গাছ, পরিষ্কার পুকুর আর ছোট্ট কুঁড়েঘর- শান্ত পরিবেশে সময় কাটাতে চাইলে দেউলটি একেবারে পারফেক্ট। কলকাতা থেকে দেড় ঘণ্টা দূরে অবস্থিত এই স্থানের অন্যতম আকর্ষণ হল লেখক শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়ের ভিটে।

Deulti

ফ্রেশারগঞ্জ (Frasergunj) – মোহনার কাছে অবস্থিত ফ্রেশারগঞ্জ এমন একটি জায়গা যেটির ব্যাপারে পর্যটকরা খুব বেশি জানেন না। তবে আপনি যদি নদীর কাছে বসে দু’টো দিন কাটাতে চান তাহলে এখানে চলে যেতেই পারেন। কলকাতা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা দূরে অবস্থিত ফ্রেশারগঞ্জের অন্যতম আকর্ষণ হল জম্মু দ্বীপ।

Frasergunj

বাওয়ালি (Bawali Rajbari) – সপ্তাহান্তের ছুটিতে কলকাতার খুব কাছাকাছি অবস্থিত বাওয়ালি থেকেও আপনি ঘুরে আসতে পারেন। সবুজে ঘেরা এই জায়গায় ঘুরতে গেলে আপনার মন ভালো হয়ে যাবে একথা একেবারে গ্যারান্টেড। কলকাতা থেকে প্রায় দেড় ঘণ্টা দুরত্বে অবস্থিত বাওয়ালির অন্যতম আকর্ষণ হল এখানকার রাজবাড়ি।

Bawali Rajbari

দক্ষিণেশ্বর মন্দির (Dakshineshwar Temple) – আপনি যদি সপ্তাহান্তের ছুটিটা মন্দিরে ঘুরে কাটাতে চান তাহলে বিখ্যাত দক্ষিণেশ্বর মন্দিরে চলে যেতে পারেন। হুগলী নদীর তীরে অবস্থিত এই মন্দিরে গেলে আপনার সময় কীভাবে কেটে যাবে তা বুঝতেই পারবেন না। এছাড়া হাতে সময় থাকলে ঘুরে আসতে পারেন বেলুড় মঠ থেকেও।

Dakshineshwar Temple, Dakshineshwar Kali Temple

ভেদিক ভিলেজ রিসর্ট, রাজারহাট (Vedic Village Resort) – কলকাতার কাছাকাছি ঘুরতে যাওয়ার প্রসঙ্গ উঠলে অনেকের মাথাতেই প্রথম ভেদিক ভিলেজের কথা মাথায় আসে। তিরন্দাজি থেকে শুরু করে বাইকিং হয়ে ঘোড়ার পিঠে চড়া- ভেদিক ভিলেজে গেলে প্রচুর ফেসিলিটি রয়েছে। এছাড়াও সুইমিং পুল, এয়ার হকি, লাইব্রেরিও রয়েছে এখানে।

Vedic Village resort

পাম ভিলেজ, ভাসা (Palm Village) – কলকাতা থেকে মাত্র ঘণ্টাখানেকের দূরত্বে অবস্থিত পাম ভিলেজও সপ্তাহান্তের ছুটি কাটানোর জন্য একেবারে পারফেক্ট।

Palm village resort

আপনি যদি নিরিবিলি পরিবেশে দু’দিনের ছুটি কাটাতে চান তাহলে চলে যেতেই পারেন এই রিসর্টে। জানা গিয়েছে, পাম ভিলেজে থাকতে দৈনিক প্রায় ১৬০০ টাকা খরচ পড়বে।