• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

সামনেই ভ্যালেন্টাইন্স ডে! শুরু হল প্রেমের সপ্তাহ, কবে কোন দিন ঝটপট দেখে নিন

Updated on:

ফেব্রুয়ারী February Day List Valentine Week

আজ নতুন বছরের দ্বিতীয় মাসের প্রথম দিন, অর্থাৎ ১ লা ফেব্রুয়ারী। আকাশে বাতাসে চারিদিকে এখন শুধু ভালোবাসার রঙ। কারণ সামনেই প্রেম দিবস, ভ্যালেন্টাইন্স ডে (Valentines Day)। যদিও বাঙালিদের প্রেম দিবস সরস্বতী পুজো। তবে ইংরেজি মতে ভ্যালেন্টাইনস ডে নিয়েও কিন্তু বাঙালিদের মধ্যে বেশ উৎসাহ ও উন্মাদনা থাকে। বিশেষত ফেব্রুয়ারি মাসের দিনগুলি (February Day List) প্রেমের জন্য বরাদ্দ।

আগামী ১৪ই ফেব্রুয়ারী হল ইংরেজি ক্যালেন্ডারের প্রেম দিবস। তবে প্রেম দিবসের আগেও কতকগুলি দিন রয়েছে,জানেন কী! প্রতিটা দিন এক একটি স্পেশাল দিন, আর আপনি যদি প্রেমে পরে থাকেন বা এই দিনগুলি না জানলে কিন্তু আপনি বিপদে পরে যেতে পারেন। আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক কবে কি দিন!

৭ই ফেব্রুয়ারি রোজ ডে (7th February Rose Day)

ফেব্রুয়ারী February Day List 7th February Rose Day

ফেব্রুয়ারি মাসে  ভালোবাসার দিনের মধ্যে প্রথমেই আসে ৭ই ফেব্রুয়ারি। আর এই দিনটি হল প্রেমের শুরুর দিন, এই দিনটি রোজ ডে বা গোলাপ দেবার দিন বলেই পরিচিত। এদিন প্রেমিক প্রেমিকারা একেঅপরকে গোলাপ দিয়ে নিজেদের ভালোবাসার সম্পর্কের শুরু করে। আগে এই দিনে কার্ডও দেওয়া হত, তবে এখন কার্ডের ব্যবহার খুব একটা দেখতে পাওয়া যায় না।

৮ই ফেব্রুয়ারি প্রপোজ ডে (8th February Propose Day)

ফেব্রুয়ারী February Day List 8th February Propose Day

রোজ ডেতে ভালোবাসার সম্পর্ক শুরু হবার পর আসে মনের মানুষটিকে নিজের ভালোবাসার কথা জানান দ্বার দিন। ৮ই ফেব্রুয়ারি অর্থাৎ প্রপোজ ডে, এই দিন একেঅপরকে স্পেশাল মনে করিয়ে প্রপোজ করেন প্রেমিকপ্রেমিকারা। তবে, এই দিনে প্রেমিকরাই বেশিরভাগ প্রপোজ করে থাকে।

৯ই ফেব্রুয়ারি চকোলেট ডে (9th February Chocolate Day) 

ফেব্রুয়ারী February Day List 9th February Chocolate Day

প্রপোজ তো হল, এবার শুভ কাজের শুরুতে মিষ্টি মুখের পালা। ৯ই ফেব্রুয়ারি হল চকোলেট ডে, এই দিনে পছন্দের মানুষের জন্য চকোলেট উপহার দিয়ে তার মন জিতে নিতে হয়। আর সত্যিই বলতে চকোলেট তো সকলেই  ভালোবাসে আর তাছাড়া নতুন সম্পর্কের শুরুতে মিষ্টি মুখ করাতেই হবে।

১০ই ফেব্রুয়ারি টেডি ডে (10th  February Teddy Day)

ফেব্রুয়ারী February Day List 10th February Teddy Day

গোপাল দিয়ে প্রপোজ তো হল এবার কিছু উপহার দেবার দিন। ১০ই ফেব্রুয়ারী  হল টেডি ডে। এই দিন ছোট হোক বা বড় নরম তুলতুলে একটা টেডি গিফট করতে হয় প্রেমিকাকে।কারণ প্রতিটি মেয়ের কাছেই টেডি বেয়ার খুব প্রিয়।

১১ই ফেব্রুয়ারী প্রমিস ডে (11th  February Promise Day)

ফেব্রুয়ারী February Day List 11th February Promise Day

প্রেমের দিন গুলির মধ্যে এই দিনটি বেশ গুরুত্বপূর্ণ। এই দিনে একেঅপরের সাথে প্রতিশ্রুতিবদ্ধ হতে হয় প্রেমিক প্রেমিকাকে। দুজনে দুজনকে একসাথে থাকা ও পথ চলার প্রমিস করে থাকেন এই দিনে।

১২ই ফেব্রুয়ারী হাগ ডে (12th February Hug Day)

ফেব্রুয়ারী February Day List 12th February Hug Day

প্রতিশ্রুতি দেবার পরের দিন অর্থাৎ ১২ই ফেব্রুয়ারী হল হাগ ডে অর্থাৎ আলিঙ্গনের দিন। দিন একে অপরকে জড়িয়ে  ধরে একটা মধুর আলিঙ্গন করেন প্রেমিক প্রেমিকারা। নিজেদের ভালোবাসার অনুভূতি এদিন একে ওপরের সাথে শেয়ার করে নেন একেঅপরের সাথে।

১৩ই ফেব্রুয়ারী কিস ডে (13th February Kiss Day)

ফেব্রুয়ারী February Day List 13th February Kiss Day

দেখতে দেখতে সম্পর্কে বাড়ে গভীরতা, প্রতিশ্রুতিবদ্ধ হয়ে আলিঙ্গনের পরে ১৩ই ফেব্রুয়ারি আসে সম্পর্কের উষ্ণতা বাড়ানোর দিন। এই দিনে একেঅপরকে চুম্বন করে আরো কাছাকাছি আসে প্রেমিক প্রেমিকা যুগল।

১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন ডে (14th February Valentine Day )

ফেব্রুয়ারী February Day List 14th February Valentine Day

দীর্ঘ অপেক্ষার পর আসে ১৪ই ফেব্রুয়ারির সেই স্পেশাল দিন। আর এই দিনেই শেষ হয় প্রেমিক প্রেমিকার দীর্ঘ অপেক্ষার। ১৪ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে এর দিনটি প্রেমিক প্রেমিকা উভয়েই নিজেদের মত করে স্পেশাল করে তুলতে চেষ্টা করেন যাতে বছরের এই স্পেশাল দিনের স্মৃতি মনে মণি কোঠায় তুলে রাখা যায় সযত্নে।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥