বিনোদন দুনিয়ায় রিমেক (Remake) বিষয়টি একেবারেই নতুন নয়। হিন্দি ছবি আঞ্চলিক ভাষায় তৈরি হয়, আবার আঞ্চলিক ভাষার ছবিও হিন্দিতে (Hindi remake) তৈরি হয়ে থাকে। বছরের পর বছর ধরে এই পরম্পরা চলে আসছে। শীঘ্রই যেমন ৭টি ব্লকবাস্টার সাউথের ছবির হিন্দি রিমেক আসছে (Upcoming)। আজকের প্রতিবেদনে এমনই ৭টি ছবির (Movies) নাম তুলে ধরা হল।
ভোলা (Bholaa)- গত ৩০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অজয় দেবগণ অভিনীত ‘ভোলা’। এই ছবিটি সুপারহিট তামিল সিনেমা ‘কাইথি’র রিমেক। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী সুপারস্টার কার্তিক।
গুমরাহ (Gumraah)- আগামী ৭ এপ্রিল রিলিজ করবে আদিত্য রায় কাপুর এবং ম্রুণাল ঠাকুর অভিনীত ‘গুমরাহ’ ছবিটি। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ দেখার মতো। তবে অনেকেই জানেন না, ‘গুমরাহ’ আসলে ব্লকবাস্টার তামিল সিনেমা ‘থদাম’এর রিমেক।
অপরিচিত (Aparichit)- দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির অত্যন্ত জনপ্রিয় একটি ছবি হল ‘অপরিচিত’। চিয়ান বিক্রম অভিনীত সেই সিনেমা এখনও দর্শকমনে গেঁথে রয়েছে। এবার এই ছবিরই হিন্দি রিমেক আসছে। মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা রণবীর সিংকে।
সুরারাই পোত্রু (Soorarai Pottru)- সুপারস্টার সুরিয়া অভিনীত ‘সুরারাই পোত্রু’র হিন্দি রিমেকও আসছে। ছবিটি পরিচালনা করবেন সুধা কোঙ্গারা। মুখ্য চরিত্রে দেখা যাবে বলিউড সুপারস্টার অক্ষয় কুমারকে। সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছিল সুরিয়া এবং অক্ষয়ের ছবি।
কিসি কা ভাই কিসি কি জান (Kisi Ka Bhai Kisi Ki Jaan)- বলিউড সুপারস্টার সলমন খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি শীঘ্রই রিলিজ। এই ছবিটি ব্লকবাস্টার ‘বীরাম’এর রিমেক। সেই ছবিতে অভিনয় করেছিলেন সুপারস্টার অজিত এবং তামান্না ভাটিয়া। অপরদিকে হিন্দি রিমেকে অভিনয় করছেন সলমন এবং পূজা হেগড়ে।
ডি-১৬ ধুরুভাঙ্গাল পাথিনারু (D-16 Dhuruvangal Pathinaaru)- ক্রাইম-থ্রিলার ঘরানার ব্লকবাস্টার ছবি ‘ডি-১৬ ধুরুভাঙ্গাল পাথিনারু’র হিন্দি রিমেকও আসছে। সাজিদ নাদিয়াদওয়ালা তৈরি করছেন এই সিনেমা। জানা গিয়েছে, মুখ্য চরিত্রে দেখা যাবে বরুণ ধাওয়ান এবং পরিণীতি চোপড়াকে।
দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন (The Great Indian Kitchen)- দক্ষিণের সুপারহিট ছবি ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কিচেন’ ছবিরও হিন্দি রিমেক আসছে। সম্প্রতি অভিনেত্রী সান্যা মলহোত্রা সোশ্যাল মিডিয়ায় এই সুখবর দিয়েছেন। যদিও হিন্দি রিমেকের নাম এখনও ঠিক করা হয়নি।
প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক অতীতে সাউথের ছবির হিন্দি রিমেকগুলি একেবারেই বক্স অফিসে ছাপ ফেলতে পারেনি। ‘শেহজাদা’, ‘সেলফি’ বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এবার দেখা যাক, আসন্ন এই ৭ সিনেমার সঙ্গে কী হয়!