সাম্প্রতিক অতীতে একাধিক দক্ষিণ ভারতীয় শিল্পী (South Indian Actors) বলিউডে (Bollywood) ডেবিউ করেছেন। বিজয় সেতুপতি, রশ্মিকা মান্দানা থেকে বিজয় দেবরাকোন্ডা- সেই তালিকায় নাম রয়েছেন অনেকের। তবে এই দক্ষিণ ভারতেই এমন অনেক তারকা রয়েছেন যারা প্রকাশ্যে বলিউডের বিরুদ্ধে মুখ (Speak) খুলেছেন! আজকের প্রতিবেদনে এমন ৭ সাউথের তারকার নাম তুলে ধরা হল যাদের বক্তব্যে তৈরি হয়েছিল প্রবল বিতর্ক।
মহেশ বাবু (Mahesh Babu)- সাউথ সুপারস্টার মহেশ বাবু একবার বলেছিলেন, তিনি বলিউড থেকে প্রচুর অফার পান, তবে তিনি মনে করেন, হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে যোগ্য পারিশ্রমিক দিতে পারবে না। সেই জন্য তেলেগু ইন্ডাস্ট্রিতেই কাজ করতে চান বলে জানিয়েছিলেন অভিনেতা।
শ্রুতি হাসান (Shruti Haasan)- কমল হাসানের কন্যা শ্রুতি হাসান বলিউডে কাজ করেছেন। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাঁকে চিরকাল দূরে সরিয়ে রেখেছেন বলে জানান তিনি। শ্রুতি বলেছিলেন, ‘আমি বহুবার বাইরের লোকের মতো অনুভব করেছি। বলিউডে উত্তর-দক্ষিণ একটা ব্যাপার রয়েছে। এটা সবসময় চলতেই থাকে’।
যশ (Yash)- ‘কেজিএফ’ তারকাকে একবার সলমন জিজ্ঞেস করেছিলেন, কোন মন্ত্রে দক্ষিণী ছবিগুলি এখন এত সফল হচ্ছে? এই প্রশ্ন শোনার পর যশ সাফ বলেন, রাতারাতি এমনটা হয়নি। বহু বছর ধরে দক্ষিণী সিনেমা হিন্দি বলয়ে জনপ্রিয়তা পায়নি। তবে এখন আস্তে আস্তে দর্শকরা দক্ষিণী ছবির কনটেন্ট বুঝতে পারছেন। সেই জন্য ছবিগুলিও সফল হচ্ছে।
প্রিয়মণি (Priyamani)- দক্ষিণের নামী অভিনেত্রী প্রিয়মণিও বলিউড নিয়ে মুখ খুলেছিলেন। বলিউড ছবিতে দক্ষিণ ভারতীয় ব্যক্তিদের যেভাবে দেখানো হয় তা নিয়ে বেশ কয়েক বছর আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন ‘দ্য ফ্যামিলি ম্যান’ অভিনেত্রী। প্রিয়মণি বলেছিলেন, ‘বলিউডে কেরালা কিংবা চেন্নাইয়ের দক্ষিণ ভারতীয়দের সবসময় এমনভাবে দেখানো হয় যারা ‘আইয়ো জি, ক্যায়া বোলতা জি’ ভাবে কথা বলেন’।
ধনুষ (Dhanush)- সাউথের নামী অভিনেতা ধনুষ বলিউডেও কাজ করেছেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিরও পরিচিত মুখ তিনি। একবার বলিউড বনাম সাউথ বিতর্কে কথা বলার সময় অভিনেতা বলেছিলেন, ‘আমি উত্তর এবং দক্ষিণ ভারতীয় সিনেমাকে আলাদা করার বিরুদ্ধে রয়েছি। সবগুলো ভারতীয় সিনেমা এবং এগুলিকে সেভাবেই দেখা উচিত’।
আল্লু অর্জুন (Allu Arjun)- ‘পুষ্পা’ অভিনেতা আল্লু অর্জুনও বলিউড নিয়ে মুখ খুলেছিলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে তাঁকে কেন দেখা যায় না এই প্রশ্ন জিজ্ঞেস করা হলে অভিনেতা সাফ বলেছিলেন, বলিউড থেকে প্রচুর ছবির অফার তিনি পান। তবে কোনও ছবিই তেমন ভালো না হওয়ায় তিনি রাজি হন না।
রাম চরণ (Ram Charan)- অস্কারজয়ী ‘আরআরআর’ ছবির অভিনেতা রাম চরণের নামও তালিকায় রয়েছে। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি প্রসঙ্গে তিনিও মুখ খুলেছিলেন।
রাম চরণ সাফ বলেছিলেন, তিনি চান, এবার কোনও বলিউড পরিচালক দুই ইন্ডাস্ট্রির তারকাদের নিয়ে একটি প্যান ইন্ডিয়া ছবি তৈরি করুক। শুধুমাত্র দক্ষিণী পরিচালকরাই নন, বলিউড পরিচালকদেরও প্যান ইন্ডিয়া ছবি বানানোয় উৎসাহী হওয়ার কথা বলেছিলেন ‘আরআরআর’ তারকা।