• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

বলিউডের নায়িকাদের সৌন্দর্যে দশ গোল দেবে মোনালি থেকে শ্রেয়া! রইল ৭ সুন্দরী গায়িকার তালিকা

Published on:

7 singer of who can beat bolly actresses in beauty

বিনোদন জগতের কথা মনে আসতেই সবার আগে যেটা মাথায় আসে সেটা সিনেমা বা সিরিয়াল। আর সিনেমা হোক বা সিরিয়াল গান ছাড়া সবই যেন অসম্পূর্ণ থেকে যায়। আর এই গানের পিছনে থাকা শিল্পীরাও কিন্তু বলিউডের আসল তারকাদের মধ্যেই পড়েন। তবে জানলে অবাক হবেন এমন অনেক গায়িকা (Singer) রয়েছেন যারা চাইলে অনায়াসেই বলিউডের সুন্দরী নায়িকাদের টেক্কা দিতে পারে।

হ্যাঁ শুধু দুর্দান্ত কণ্ঠস্বর নয়, সাথে দেখতেও সুন্দরী এই গায়িকারা। যাকে বলে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী। তাদের গলার স্বরের গান যেমন মানুষকে মুগ্ধ করে তেমনি তাদের রূপেও মুগ্ধ নেটিজেনরা। আজ বংট্রেন্ডের পর্দায় এমনই ৭ বলি গায়িকাদের কথা আপনাদের জানাবো।

মোনালি ঠাকুর Monali Thakur

১. মোনালি ঠাকুর (Monali Thakur) : বাঙালি গায়িকা মোনালি ঠাকুর। বাংলা তো বটেই বল্লিমদের ছবিতেও একাধিক সুপারহিট গান উপহার দিয়েছেন গায়িকা। তবে দুর্দান্ত গলার পাশাপাশি গায়িকাকে দেখতেও একেবারে হিরোইনের মতনই। একসময় সোনি ইন্ডিয়ার ইন্ডিয়ান আইডল এর দৌলতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন মোনালি। বর্তমানে তাঁকে গানের রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে দেখা যায়।

Neha Kakkar

২. নেহা কক্কর (Neha Kakkar) : বলিউডের গায়িকাদের মধ্যে ইনস্টাগ্রামে সর্বাধিক ফলোয়ার রয়েছে নেহা কক্করের। নেহাও ইন্ডিয়ান আইডলের মঞ্চ দিয়েই নিজের গানের কেরিয়ারের শুরু করেছিলেন। তবে শুধু গান নয় সাথে অভিনয়ও করতে দেখা গিয়েছে নেহা কক্করকে।

Neeti Mohan,Shreya Ghoshal,Monali Thakur,Neha Bhasin,Neha Kakkar,Sweta Pandit,Kanika Kapoor,Bollywood Singer,Beautiful Singers of Bollywood,গায়িকা,সুন্দরী গায়িকা,মোনালি ঠাকুর,নীতি মোহন,নেহা ভাসিন,শ্রেয়া ঘোষাল,বলিউডের গায়িকা,বলিউড গসিপ,Bollywood Gossip

৩. নীতি মোহন (Neeti Mohan) : বলিউডের আরও এক সুন্দরী গায়িকা নীতি মোহন। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির ইশক ওয়ালা লাভ গানের জেরে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। বর্তমানে নিজের ফিল্ডে বেশ সফল নীতি মহান। ইন্ডিয়ান আইডল ১১ তে বিচারকের আসনে ছিলেন তিনি।

Sweta Pandit

৪. শ্বেতা পণ্ডিত (Sweta Pandit) : পদ্মবিভূষণ প্রাপক পণ্ডিত জসরাজের নাতনি শ্বেতা পণ্ডিত। এ আর রহমান থেকে শুরু করে বিখ্যাত সংগীত শিল্পীদের থেকে সংগীত শিল্পীর সাথে কাজ করেছেন তিনি। গায়িকাকে দেখতে নায়িকার থেকে কনগ্যংশে কম নয়।

kanika kapoor

৫. কণিকা কাপুর (Kanika Kapoor) : বলিউডের সুন্দরী গায়িকাদের মধ্যে অন্যতম কণিকা কাপুর। সানি লিওনির ‘বেবি ডল’ গানের জেরে রাতারাতি জনপ্রিয়তা শিখরে পৌঁছে যান তিনি। এরপর আরও একাধিক দুর্দান্ত গান উপহার দিয়েছেন তিনি।

Neeti Mohan,Shreya Ghoshal,Monali Thakur,Neha Bhasin,Neha Kakkar,Sweta Pandit,Kanika Kapoor,Bollywood Singer,Beautiful Singers of Bollywood,গায়িকা,সুন্দরী গায়িকা,মোনালি ঠাকুর,নীতি মোহন,নেহা ভাসিন,শ্রেয়া ঘোষাল,বলিউডের গায়িকা,বলিউড গসিপ,Bollywood Gossip

৬ শ্রেয়া ঘোষাল (Shreya Ghoshal) : বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল বর্তমানে বলিউডের প্রথমসারির গায়িকাদের মধ্যে অন্যতম। যেমন সুন্দর গলার গান তেমনি সুন্দর অভিনেত্রীকে দেখতেও। চাইলেই বলিউডে অভিনয় করে খ্যাতি অর্জন করতে পারেন শ্রেয়া।

Neha Bhasin

৭. নেহা ভাসিন (Neha Bhasin) : বলিউডের আরও এক জনপ্রিয় গায়িকা নেহা ভাসিন। বিখ্যাত ‘জগ ঘুমেয়া’ গানের জেরে আজও সকলের মনে গেঁথে আছেন গায়িকা। তবে সুন্দর কন্ঠের পাশাপাশি সৌন্দর্যের অধিকারী গায়িকা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥