• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

এক দুই জন নয় রণবীরের আগে আরো ৭ জনের সাথে ডেটিং করেছে দীপিকা পাড়ুকোন

বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোনক, বলিউডে টপ নায়িকা বলতে এখন সকলে তাকেই চেনে। তবে দীপিকা যেমন বলিউডের সর্বোচ্চ স্থানে আছেন তেমনি তাকে নিয়ে চর্চাও তুঙ্গে থাকে। তবে জনপ্রিয় এই অভিনেত্রী ক্লিনিক্যালি ডিপ্রেসেড। এর পর থেকে অভিনেত্রীর জীবনে সমস্যা খানিক বেড়ে গেছে।

অভিনেত্রীর ডিপ্রেসেড হবার কারণে তার অভিনয় জগতের ওপরেও প্রভাব পড়তে থাকে। যখন অভিনেত্রীর রণভীর কাপুরের সাথে সম্পর্ক ভেঙে  যায় তখন অভিনেত্রী বেশি হতাশ হয়ে পড়েন। সম্পর্কের এই বিচ্ছেদ তার জীবনের হতাশা আরও বাড়িয়ে তুলেছিল। তবে এখন সে সব কাটিয়ে উঠছেন অভিনেত্রী। বর্তমানে রণভীর সিং এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন অভিনেত্রী। বলিউডের হ্যাপি কাপল হিসাবে এখন তারা বেশ পরিচিত।

   

তবে রণভীর কাপুর ও বর্তমান বর রণভীর সিং ছাড়া আর কোন ভাগ্যবানেদের সাথে ডেটিং করেছিলেন বলিউড ডিভা! এবার জেনে নিন তাদের নাম। কিছু জনের নাম জেনে হয়তো আপনি আশ্চর্য হয়ে যেতে পারেন।

১.  নিহার পান্ড্য ( Nihaar Pandya )

 

 

২০০৬ সালে দীপিকা নিহার পান্ড্য নামের এক মডেলকে ডেট করেন। তখন দীপিকা সবে মুম্বাইতে এসেছিলেন এবং দীপিকা ও নিহার উভয়েই তখন মুম্বাইতে এক্টিং এর কোর্স করছিলেন। সেই সময় অভিনেত্রী দীপিকা মডেল নিহারের সাথে লিভ ইন রিলেশন এ ছিলেন। যদিও সেই সম্পর্ক ৩ বছর পর আর টিকে থাকে নি। তবে, নিহার ২০১৯ সালে বলিউডে প্রবেশ করেছে, “দ্যা কুইন অফ ঝাঁসি ( The Queen of Jhansi )” ছবিতে কঙ্গনা রানাউতের সাথে তিনি তার প্রথম ছবি করেছেন।

২. উপেন প্যাটেল ( Upen Patel )

 

বলিউডের কুইন দীপিকা কিছুদিন বলিউডের অভিনেতা ও মডেল উপেন প্যাটেলের সাথে ডেটিং করতে দেখা গেছিল। যদিও সে সম্পর্কও বেশি দিন স্থায়ী হয়নি। দুজনে কিছু ফটোশুট করেছিলেন যা বেশ আশ্চর্য জনক ছিল সে সময়ে।

৩. এম এস ধোনি ( M S Dhoni) 

 

 

বলিউডে কুইন দীপিকা হলে ক্রিকেটের জগতেও রাজার থেকে কম নন এম এস ধোনি। শোনা যায় প্রথম দেখাতেই নাকি দীপিকার প্রেমে পড়ে গেছিলেন ক্যাপ্টেন কুল। এমনকি জানা গেছে ধোনি নাকি শাহরুখ খানকে বলেছিলেন দীপিকার সাথে পৰিচয় করিয়ে দেবার জন্য।

৪. যুবরাজ সিংহ ( Yuvraj Singh)

 

 

ক্রিকেট মহলে এম এস ধোনির সাথে থাকার গুঞ্জন শেষ হবার পরেই ক্রিকেটার যুবরাজ সিং এর সাথে ডেটিং এ দেখা যায় দীপিকাকে। কিছু সংবাদ মাধ্যমের মতে অনেক প্রাইভেট পার্টিতে দুজনকে একসাথে দেখা গেছিল।

৫. রণভীর কাপুর ( Ranbir Kapoor )

 

 

বলিউডের অভিনেতা রণভীর কাপুরের নাম প্রথমেই নেওয়া হয়েছিল। যুবরাজ সিং এর পরে দীপিকা রণভীর কাপুরকে ডেট করতে শুরু করেন। তাদের সম্পর্ক দুবছর ছিল। এর পর তাদের মধ্যে সম্পর্কের বিচ্ছেদ ঘটে যায়। শোনা যায়  “আজাব প্রেম কি গজব কাহানি ( Ajab Prem Ki Gajab Kahani)” ছবির সময় রণভীর ক্যাটরিনা কাইফকে ডেটিং শুরু করেন, হয়তো সেটাই ছিল বিচ্ছেদের কারণ।

৬. সিদ্ধার্থ মাল্য ( Siddharth Mallya )

 

খুব কম সময়ের জন্য হলেও দীপিকাকে বিজয় মাল্য পুত্র সিদ্ধার্থ মাল্যার সাথে দেখা গেছিল। বিশেষত এআইপিএল চলাকালীন তাদের একসাথে দেখা যেত প্রায়শয়ই।

৭. মুজামিল ইব্রাহিম ( Muzamil Ibrahim ) 

 

 

সিদ্ধার্থ মাল্যর সাথে সম্পর্ক বিচ্ছেদের পর দীপিকাকে মুজামিলের সাথে ডেটিং করতে দেখা যায়। যদিও দীপিকা এই সম্পর্কে অতটা হয়তো সিরিয়াস ছিলেন না। তবে দুজনের মধ্যে সম্পর্ক স্থাপন হয়েছিল। এতো সব কিছুর পর অভিনেত্রী রণভীর সিং কে বিবাহ করেছেন।

site