প্রয়াত হয়েছেন অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায় (Abhishek Chatterjee Passed Away)। বুধবার গভীর রাতে ১.৪০ মিনিট নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন অভিনেতা। মৃত্যুকালীন বয়স হয়েছিল ৫৭ বছর। অভিনেতার এমন আকস্মিক প্রয়াণে শোকস্তব্ধ হয়ে গিয়েছে টলিপাড়া। এমন একজন অভিনেতা যে সকলকে ছেড়ে এভাবে চলে যেতে পারেন সেটা কেউই মেনে নিতে পারেন নি। ৯০ এর টলিউডের সিনেমা থেকে বর্তমানের বাংলা টেলিভিশন জগতে বারেবারে দর্শকদের মন কেড়ে নিয়েছেন অভিনেতা।
নিজের অসাধারণ কাজের মধ্যে দিয়েই অভিনেতা চিরকাল স্মরণীয় থেকে যাবেন বাঙালি দর্শকদের হৃদয়ে। একসময় সিনেমা ইন্ডাস্ট্রিতে কাজ না মেলায় অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছিলেন নিজেকে। তবে কিছুবছর পর ছোটপর্দায় দুর্দান্ত কামব্যাক করেন। আজ বংট্রেন্ডের পাতায় অভিষেক চট্টোপাধ্যায় অভিনীত এমন ৭টি সিরিয়ালের তালিকা তুলে ধরব যেখানে তাঁর অভিনয় দাগ কেটেছে দর্শকদের মনে।
১. টাপুর টুপুর (Tapur Tupur)
ষ্টার জলসার একসময়ের জনপ্রিয় সিরিয়াল টাপুর টুপুর। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত সম্প্রসারিত হয়েছিল সিরিয়ালটি। যেখানে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
২. আঁচল (Anchol)
২০১২ সালের ষ্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়াল আঁচল। এই সিরিয়ালটিও প্রায় ২ বছর দর্শকদের বিনোদনের রসদ জুগিয়ে ছিল। এই সিরিয়ালে দেখা গিয়েছিল অভিষেক চট্টোপাধ্যায়কে।
৩. চোখের তারা তুই (Chokher Tara Tui)
ষ্টার জলসার আরও এক জনপ্রিয় সিরিয়াল চোখের তারা তুই। ২০১৪ সালে এই সিরিয়াল দেখা যেত। এই সিরিয়ালে ‘যুবরাজ’ নামক চরিত্রে অভিনয় করতেন অভিষেক চট্টোপাধ্যায়।
৪. অন্দরমহল (Andormohol)
জি বাংলার বহু চর্চিত ও জনপ্রিয় একটি সিরিয়াল অন্দরমহল। সিরিয়ালে কনীনিকা ব্যানার্জীকে দেখা গিয়েছিল মূল চরিত্রে। এই সিরিয়ালে ২০১৭ সালে অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
৫. পিতা (Pita)
বাঙালির প্রিয় আরও একটি চ্যানেল হল কালার্স বাংলা। সেই চ্যানেলে পিতা নামক একটি জনপ্রিয় সিরিয়ালে দীর্ঘদিন অভিনয় করেছিলেন অভিষেক চট্টোপাধ্যায়।
৬. মোহর (Mohor)
বর্তমানে ষ্টার জলসার জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে অন্যতম মোহর। এই ধারাবাহিকে শঙ্খ স্যারের বাবার চরিত্রে অভিনয় করছিলেন অভিষেক চ্যাটার্জী। শুধু পর্দাতেই নয় বাস্তবেও বাবা ছেলের মতই সম্পর্ক ছিল শঙ্খ স্যার অভিনেতা প্রতীক সেনের সাথে।
৭. খড়কুটো (Khorkuto)
গুনগুন ও সৌজন্যের কাহিনী নিয়ে তৈরী খড়কুটো সিরিয়াল ষ্টার জলসার জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম। সিরিয়ালে গুনাগুনের বাবার চরিত্রে অভিনয় করছিলেন অভিষেক চট্টোপাধ্যায়। আর বাস্তবেও গুনগুন অভিনেত্রী তৃণা সাহার সাথে একপ্রকার বাবা মেয়ের সম্পর্কই ছিল।