ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে (Indian film industry) ‘সিনেমার বাজার’ বলা হয়। প্রত্যেক বছর গড়ে প্রায় ৩ হাজার সিনেমা (Movie) রিলিজ করে এখানে। ওটিটি (OTT) প্ল্যাটফর্ম আসার পর থেকে একলাফে সেই সংখ্যাটা অনেকগুণ বেড়ে গিয়েছে। আর তার সঙ্গেই পাল্লা দিয়ে বেড়েছে ছবি তৈরির খরচ। আজকের প্রতিবেদনে ভারতীয় সিনেমার ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল সিনেমার (Expensive movie) নাম তুলে ধরা হল যেগুলি তৈরির খরচ জানলে মাথা ঘুরে যাবে।
পোন্নিয়িন সেলভান (Ponniyin Selvan)- মণি রত্নম পরিচালিত এই ব্লকবাস্টার ছবিটির প্রযোজনা করেছিল মাদ্রাজ টকিজ এবং লাইকা প্রোডাকশন। অভিনয় করেছিলেন, ঐশ্বর্য রাই বচ্চন, শোভিতা ধূলিপালা, তৃষা কৃষ্ণণ, জয়ম রবি, চিয়া বিক্রমের মতো তারকারা। মণি রত্নমের এই ড্রিম প্রোজেক্ট তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা।
2.0- ২০১৮ সালে মুক্তি পেয়েছিল এই ছবি। অভিনয় করেছিলেন বলিউড ও সাউথের দুই সুপারস্টার, তথা অক্ষয় কুমার এবং রজনীকান্ত। দুই সুপারস্টার অভিনীত এই ছবিটি তৈরিতে খরচ হয়েছিল প্রায় ৫৭০ কোটি টাকা।
আদিপুরুষ (Adipurush)- প্রভাস, সইফ আলি খান, কৃতি শ্যানন অভিনীত এই ছবিটির প্রথম ঝলক প্রকাশ্যে আসার পর থেকেই ব্যাপক বিতর্ক তৈরি হয়েছিল। জানিয়ে রাখি, এই ছবিটি তৈরিতেও কিন্তু কম খরচ হয়নি। প্রায় ৫০০ কোটির বেশি টাকা খরচ করে নির্মাণ করা হয়েছে ‘আদিপুরুষ’।
আরআরআর (RRR)- এস এস রাজামৌলী পরিচালিত এই ব্লকবাস্টার ছবির নামও লিস্টে রয়েছে। সারা বিশ্বে প্রায় ১২০০ কোটি টাকার ব্যবসা করা সিনেমা তৈরি করতে প্রায় ৪০০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। শুধুমাত্র ভারতেরই নয়, গোটা বিশ্বের সিনেপ্রেমী মানুষ এবং চলচ্চিত্র বিশেষজ্ঞরা রাজামৌলীর এই ছবিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছে।
সাহো (Saaho)- মুম্বইয়ের আন্ডারওয়ার্ল্ডকে ঘিরে আবর্তিত হয়েছিল ‘সাহো’র কাহিনী। সুজিত পরিচালিত এবং প্রভাস অভিনীত এই ছবিটি তৈরি করতে প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। যদিও ‘সাহো’ বক্স অফিসে খুব একটা ছাপ ফেলতে পারেনি।
রাধে শ্যাম (Radhe Shyam)- প্রভাস অভিনীত আরও একটি ছবির নাম তালিকায় রয়েছে। ‘বাহুবলী’ প্রভাস ও পূজা হেগড়ে অভিনীত এই ছবিটি তৈরির জন্য প্রায় ৩৫০ কোটি টাকা ব্যয় করা হয়েছিল। কিন্তু এই ছবিটি বক্স অফিসে আশানুরূপ ব্যবসা করতে পারেনি।
সম্রাট পৃথ্বীরাজ (Samrat Prithviraj)- অক্ষয় কুমার অভিনীত আরও একটি ছবির নাম রয়েছে ভারতীয় সিনেমার সবচেয়ে ব্যয়বহুল ছবির লিস্টে। ‘সম্রাট পৃথ্বীরাজ’ তৈরিতে কোনও রকম কার্পণ্য করেননি নির্মাতারা।
ছবিটির বাজেট ছিল প্রায় ৩০০ কোটি টাকা। কিন্তু বক্স অফিসে আশানুরূপ ফল করা তো দূরে থাক, বরং মুখ থুবড়ে পড়েছিল অক্ষয়ের এই সিনেমা।