• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

টাকার লোভে অপরাধ জগতে প্রবেশ! সেক্স র‌্যাকেটে ধরা পড়ে জেলে গিয়েছেন এই ৭ অভিনেত্রী

বিনোদন জগত মানেই এক ঝাঁচকচকে গ্লামার ওয়ার্ল্ড। লাইট, ক্যামেরা অ্যাকশনের এই দুনিয়া থেকে বিপুল নাম-যশ-খ্যাতি লাভের হাতছানিতে প্রতি মুহূর্তে নিজেদের ভাগ্য পরীক্ষা করতে আসেন একঝাঁক নতুন মুখ। তবে সামনে থেকে এই বিনোদন দুনিয়ার গ্লামার দেখে যতই চোখ ধাঁধিয়ে যাক না কেন এর ভিতরে আদতে ওত পেতে থাকে এক অজানা অন্ধকার দুনিয়া। বিনোদন জগতে দ্রুত নিজেকে প্রতিষ্ঠিত করার লোভে অনেকেই পা বাড়ান সেই অন্ধকার জগতের দিকে।

আর এহেন অন্ধকার জগতে প্রবেশ করা যতটা সহজ বেরনো ঠিক ততটাই কঠিন। আবার অনেকে অসফল ক্যারিয়ার, আর্থিক সমস্যা সহ সমস্ত রকম সমস্যা থেকে মুক্তি পেতে স্বেচ্ছায় পা বাড়ান সেই অন্ধকার জগতে। ভারতীয় সিনেমা জগতে এমন অনেক অভিনেত্রী আছেন যাদের বিরুদ্ধে সেক্স র‌্যাকেটে যুক্ত থাকায় জেলে যাওয়ার অভিযোগ রয়েছে। এখানে এমনই ৭ জন অভিনেত্রীর তালিকা দেওয়া হল যারা একসময় যৌন র‌্যাকেটে ধরা পড়েছিলেন।

   

১) শ্বেতা বসু প্রসাদ (Shweta Basu Prasad)

সেক্স র‌্যাকেটে জড়িত থাকার অভিযোগে শিরোনামে এসেছিলেন মাকডি অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। বেশ্যাবৃত্তিতে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরে, তিনি বলেছিলেন যে তাকে ভিক্টিম বানানো হয়েছিল। তিনি বলেন, ‘আমি সেখানে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়েছিলাম। এটাকে ভাগ্য বলুন বা যাই বলুন, আমি সকালে আমার ফ্লাইট মিস করেছি। আমার এয়ার টিকিট এবং থাকার ব্যবস্থা করেছিল অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আয়োজকরা। আমার কাছে এখনও টিকিট আছে। আমাকে বলা হয়েছে যে এজেন্টকে গ্রেফতার করা হয়েছে। মামলার তদন্ত চলছে। পুরো পরিস্থিতির শিকার আমি। সেখানে আমি ঘটনার কথা অস্বীকার করছি না। কিন্তু বাস্তবতাগুলো যা বলা হয়েছে তা নয়।’

২) শার্লিন চোপড়া Sherlyn Chopra

Sherlyn Chopra
জনপ্রিয় মডেল অভিনেত্রী শার্লিন চোপড়া নিজেই স্বীকার করেছেন যে আর্থিক সমস্যার কারণে তিনি পতিতাবৃত্তিতে জড়িত ছিলেন।

৩) নীতু আগারওয়াল Neetu Agarwal

ভুবনেশ্বরী,Bhuvaneswari,ক্যারোলিন,Caroline,সঙ্গীতা বালান,Sangeetha Balan,আইশ আনসারি,Aish Ansari,নীতু আগারওয়াল,Neetu Agarwal,শ্বেতা বসু প্রসাদ,Shweta Basu Prasad,শার্লিন চোপড়া,Sherlyn Chopra

চোরাচালানের অভিযোগে অন্ধ্রপ্রদেশ পুলিশের হাতে ধরা পড়ে শ্রীঘরে গিয়েছিলেন উঠতি মডেল নীতু আগারওয়াল।

৪) আইশ আনসারি Aish Ansari

ভুবনেশ্বরী,Bhuvaneswari,ক্যারোলিন,Caroline,সঙ্গীতা বালান,Sangeetha Balan,আইশ আনসারি,Aish Ansari,নীতু আগারওয়াল,Neetu Agarwal,শ্বেতা বসু প্রসাদ,Shweta Basu Prasad,শার্লিন চোপড়া,Sherlyn Chopra

জনপ্রিয় মডেল অভিনেত্রী হলেন আইশ আনসারি।সেক্স র‍্যাকেটে জড়িত থাকার অভিযোগে ২০১১ সালে যোধপুর পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল ।

৫) ভুবনেশ্বরী (Bhuvaneswari)

ভুবনেশ্বরী,Bhuvaneswari,ক্যারোলিন,Caroline,সঙ্গীতা বালান,Sangeetha Balan,আইশ আনসারি,Aish Ansari,নীতু আগারওয়াল,Neetu Agarwal,শ্বেতা বসু প্রসাদ,Shweta Basu Prasad,শার্লিন চোপড়া,Sherlyn Chopra

ভুবনেশ্বরী হলেন এমনই একজন বিখ্যাত আইটেম-গার্ল তথা অভিনেত্রী, যিনি বি-গ্রেড ফিল্মে কাজ করেন। চেন্নাইয়ে একটি সেক্স র‍্যাকেটে অংশ নেওয়া অভিযোগে গ্রেপ্তার করা হয়েছিল তাকে।

৬) ক্যারোলিন (Caroline)

ভুবনেশ্বরী,Bhuvaneswari,ক্যারোলিন,Caroline,সঙ্গীতা বালান,Sangeetha Balan,আইশ আনসারি,Aish Ansari,নীতু আগারওয়াল,Neetu Agarwal,শ্বেতা বসু প্রসাদ,Shweta Basu Prasad,শার্লিন চোপড়া,Sherlyn Chopra

 

তামিল অভিনেত্রী ক্যারোলিন একবার একটি পাঁচ তারা হোটেলে পুলিশের আপত্তিকর অবস্থায় গ্রেফতার হয়েছিলেন।

৭) সঙ্গীতা বালান Sangeetha Balan

ভুবনেশ্বরী,Bhuvaneswari,ক্যারোলিন,Caroline,সঙ্গীতা বালান,Sangeetha Balan,আইশ আনসারি,Aish Ansari,নীতু আগারওয়াল,Neetu Agarwal,শ্বেতা বসু প্রসাদ,Shweta Basu Prasad,শার্লিন চোপড়া,Sherlyn Chopra

এমনকি এই সেক্স র‌্যাকেটে যুক্ত অভিনেত্রীদের তালিকায় শিরোনামে রয়েছেন অভিনেত্রী সঙ্গীতা বালানও। সেক্স র‍্যাকেটে নাম থাকায় পুলিশের হাতে ধরা পড়েছিল তিনি।