• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

‘পাঠান’ একা নয়, শাহরুখ-সলমন অভিনীত এই ৭টি আইকনিক সিনেমাও ঝড় তুলেছিল বক্স অফিসে

Published on:

7 Iconic Bollywood Movies where Shahrukh Khan Salman Khan worked together

‘পাঠান’ (Pathaan) ছবির সবচেয়ে প্রিয় দৃশ্যের কথা যদি জিজ্ঞেস করা হয় তাহলে হয়তো দর্শকদের অনেকেই নাম নেবেন শাহরুখ (Shah Rukh Khan) সলমন (Salman Khan) অভিনীত দৃশ্যটির। মাত্র ১০ মিনিটের ক্যামিও চরিত্রেও বাজিমাত করেছিলেন ভাইজান। এত বছর পর দুই সুপারস্টারকে একসঙ্গে দেখে বেশ নস্ট্যালজিক হয়ে পড়েছিলেন দর্শকরাও। আজকের প্রতিবেদনে শাহরুখ-সলমন অভিনীত ৭টি আইকনিক ছবির (7 Shah Rukh Salman Movie) নাম তুলে ধরা হল, যেগুলি না দেখলে কিন্তু চরম মিস!

করণ অর্জুন (Karan Arjun) – শাহরুখ-সলমন অভিনীত ছবির কথা হবে আর ‘করণ অর্জুন’এর নাম থাকবে না তা হয় না। ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা বি টাউনের ইতিহাসের আইকনিক ছবিগুলির মধ্যে একটি। ‘করণ অর্জুন’এই প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন ‘কিং খান’ এবং ভাইজান। ছবিতে দুই ভাইয়ের চরিত্রে দেখা গিয়েছিল তাঁদের।

Karan Arjun movie

হাম তুমহারে হ্যায় সনম (Hum Tumhare Hai Sanam) – তালিকায় নাম রয়েছে শাহরুখ-সলমন-মাধুরী অভিনীত এই ছবিটিরও। ‘হাম তুমহারে হ্যায় সনম’ ছবিতে একজন সন্দেহপ্রবণ স্বামীর চরিত্রে দেখা গিয়েছিল শাহরুখকে। অপরদিকে মাধুরী অভিনয় করেছিলেন ‘কিং খান’এর স্ত্রীয়ের চরিত্রে এবং সলমনকে দেখা গিয়েছিল মাধুরীর প্রিয় বন্ধুর ভূমিকায়। বক্স অফিসে ভালো ব্যবসা করা এই ছবিতে বিশেষ ভূমিকায় অভিনয় করেছিলেন ঐশ্বর্য রাই বচ্চন।

Hum Tumhare Hai Sanam

কুছ কুছ হোতা হ্যায় (Kuch Kuch Hota Hai) – বলিউডের ইতিহাসের অন্যতম আইকনিক সিনেমা ‘কুছ কুছ হোতা হ্যায়’। রাহুল-অঞ্জলি-টিনার গল্প এখনও দর্শকদের মনে গেঁথে রয়েছে। করণ জোহর পরিচালিত এই সিনেমায় কাজল অভিনীত টিনা চরিত্রটির বাগদত্তার ভূমিকায় অভিনয় করেছিলেন সলমন।

Salman Khan in Kuch Kuch Hota Hai

হর দিল জো প্যায়ার করেগা (Har Dil Jo Pyaar Karega) – সলমন খান, প্রীতি জিন্টা অভিনীত এই হিট ছবিটির নামও লিস্টে রয়েছে। ভাইজানের এই সিনেমার টাইটেল সংয়ে দেখা গিয়েছিল শাহরুখকে। কয়েক মিনিটের দর্শনেই দর্শকদের মুগ্ধ করে দিয়েছিলেন ‘বাদশা’।

Sha Rukh Khan in Har Dil Jo Pyaar Karega

ওম শান্তি ওম (Om Shanti Om) – শাহরুখ খান, দীপিকা পাড়ুকোন অভিনীত এই ব্লকবাস্টার ছবিতেও দেখা গিয়েছিল সলমনকে। ‘ওম শান্তি ওম’এর পার্টি সং ‘দিওয়াঙ্গি দিওয়াঙ্গি’তে দেখা গিয়েছিল ভাইজানকে। যদিও সলমন একা নন, এই গানে বলিউডের প্রায় প্রত্যেক সুপারস্টারকেই দেখা গিয়েছিল।

Salman Khan in Om Shanti Om

টিউবলাইট (Tubelight) – ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন সলমন। বিশেষ ভূমিকায় দেখা গিয়েছিল শাহরুখকে। ‘টিউবলাইট’ ছবিতে জাদুকর গোগো পাশার ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

Shah Rukh Khan in Tubelight

জিরো (Zero) – ‘পাঠান’এর আগে শাহরুখকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল ‘জিরো’ ছবিতে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমায় ‘কিং খান’এর সঙ্গে অভিনয় করেছিলেন ক্যাটরিনা কাইফ এবং অনুষ্কা শর্মা।

Salman Khan in Zero

জানিয়ে রাখি, ‘জিরো’তেও কিন্তু ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে। ‘ইশকবাজি’ গানে শাহরুখ এবং সলমনকে একসঙ্গে কোমর দোলাতে দেখেছিলেন দর্শকরা।

design-and-ux/mobile-first Created with Sketch. Join Us ➥