• Srabanti Chatterjee Viral Video শ্রাবন্তী
  • অনুরাগের ছোঁয়াঅনুরাগের ছোঁয়া
  • নুসরত জাহান নুসরত
  • ফুলকিফুলকি
  • শুভশ্রীশুভশ্রী
  • ইচ্ছে পুতুলইচ্ছে পুতুল
  • নিম ফুলের মধুনিম ফুলের মধু
  • কার কাছে কইকার কাছে কই

একবার দর্শনেই কষ্ট ঘুচে পূর্ণ হয় মনোবাঞ্ছা, রইল পশ্চিমবঙ্গের এমনই ৭টি জাগ্রত মন্দিরের হদিশ

মন্দির (Temple) একটি এমন জায়গা যেখানে মানুষ সুখ-দুঃখ সবসময়েই যায়। মনে আনন্দ নিয়ে যেমন অনেকে প্রভুর দর্শন করেন, তেমনই আবার অনেকে কষ্ট নিয়েও প্রভুর চরণে ছুটে যান। আজকের প্রতিবেদনে পশ্চিমবঙ্গের এমন ৭টি বিখ্যাত মন্দিরের (West Bengal famous Temple) নাম তুলে ধরা হল, যেখানে দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসেন পুজো দেওয়া জন্য। শোনা যায়, এই মন্দিরগুলিতে একবার গেলেই দুঃখ হয়ে যায় মনের সকল দুঃখ-কষ্ট।

বিড়লা মন্দির (Birla Temple)- পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরের প্রসঙ্গ যদি ওঠে তাহলে প্রথম দিকেই বিড়লা মন্দিরের নাম আসে। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধার পুজো হয় এখানে। প্রত্যেকদিন দূরদূরান্ত থেকে ভক্তরা প্রভুর দর্শনের জন্য এখানে ছুটে আসেন।

   

Birla Temple Kolkata

কালীঘাট মন্দির (Kalighat Temple)- বাংলার অন্যতম জনপ্রিয় এবং জাগ্রত মন্দির হল কালীঘাট মন্দির। বহু তারকারাও এখানে পুজো দিতে ছুটে আসেন। মা কালীর পুজো হয় এখানে। পাশাপাশি ভারতের ৫১টি শক্ত পীঠ মন্দিরের মধ্যে অন্যতম হল কালীঘাট মন্দির।

Kalighat Temple

দক্ষিণেশ্বর কালী মন্দির (Dakshineswar Kali Temple)- হুগলি নদীর তীরে অবস্থিত এই মন্দিরে প্রত্যেকদিক অগণিত ভক্ত ছুটে যান। একবার মা কালী দর্শন করেই মন ভরে যায় তাঁদের। শুধুমাত্র পশ্চিমবঙ্গেরই নয়, এটি ভারতের অন্যতম সবচেয়ে জনপ্রিয় মন্দিরও বটে।

Dakshineswar Temple, Dakshineswar Kali Temple

কলকাতা জৈন মন্দির (Kolkata Jain Temple)- কলকাতায় অবস্থিত এই মন্দির পশ্চিমবঙ্গের অন্যতম বিখ্যাত মন্দিরগুলির মধ্যে একটি। এই মন্দিরটি পারসনাথ জৈন মন্দির নামেও ভক্তদের মধ্যে বেশ জনপ্রিয়।

Kolkata Jain Temple

ইসকন মন্দির (Iskcon Temple)- ভারতের অন্যান্য বহু রাজ্যের মতো পশ্চিমবঙ্গের মায়াপুরেও একটি ইসকন মন্দির রয়েছে। দেশের বিভিন্ন রাজ্য থেকে তো বটেই বিদেশ থেকেও অগণিত ভক্ত এখানেপ্রভুর দর্শনের জন্য ছুটে আসেন।

Mayapur Iskcon Temple

চাইনিজ কালী মন্দির (Chinese Kali Temple)- কলকাতায় অবস্থিত চাইনিজ কালী মন্দির অত্যন্ত জনপ্রিয় এবং ইউনিক একটি মন্দির। শোনা যায়, এখানে একবার গেলেই ভক্তদের মন ভালো হয় যায়। প্রত্যেকদিক অসংখ্য অনুরাগী ছুটে যায় মায়ের দর্শনে।

Chinese Kali Temple

বেলুড় মঠ (Belur Math)- পশ্চিমবঙ্গের বিখ্যাত মন্দিরের তালিকায় বেলুড় মঠের নাম যদি না থাকে তাহলে তা সত্যি অসম্পূর্ণ। আপনি যদি দক্ষিণেশ্বর মন্দিরে যান, তাহলে সেখান থেকেই ঘুরে আসতে পারেন বেলুড় মঠেও।

Belur Math

এটি এমন একটি মন্দির যেখানে দর্শনার্থীদের ধর্ম জিজ্ঞেস করা হয় না। প্রত্যেক ধর্মের মানুষ এখানে দর্শনের জন্য প্রবেশ করতে পারেন।