দেশব্যাপী এখন বিরাট বাজার সাউথের সিনেমার। একের পর এক ব্লকবাস্টার হিট সিনেমা উপহার দিয়ে এই মুহূর্তে সিনেমা প্রেমীদের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু পরিণত হয়েছেন এই জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীরা। তবে আমাদের দেশে এমন বেশ কয়েকজন তারকা রয়েছেন যারা একসময় সাউথের পাশাপাশি চুটিয়ে কাজ করেছেন বলিউড ইন্ডাস্ট্রিতে। হয়তো নিজেদের অভিনয় জীবনের খুবই অল্প সিনেমায় কাজ করেছেন এই তারকারা। তবুও হাতেগোনা সেই কয়েকটি সিনেমা দিয়েই দর্শকদের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন তাঁরা। আজ বং ট্রেন্ডের পাতায় দেওয়া হল এমনই ৭ জন জনপ্রিয় অভিনেতা, অভিনেত্রীদের তালিকা।
১) রজনীকান্ত (Rajinikanth)
সাউথের সিনেমা জগতের থালাইভা বলতে প্রথমেই মনে আসে সুপারস্টার রজনীকান্তের নাম। দক্ষিণ ভারতে ভক্তদের কাছে তিনি ভগবান রূপেই পূজিত হন। এমনকি কোথাও কোথাও তো মূর্তি প্রতিষ্ঠা করেও পুজো করা হয় তাঁকে। তবে শুধু সাউথ নয় বলিউডেও কম জনপ্রিয় নন রাজনীকান্ত। বলিউডে গ্রেফতার, চালবাজ, হাম এবং বুলন্দির মতো ছবিতে কাজ করেছেন অভিনেতা।
২) কমল হাসান (Kamal Hasan)
বলিউডের পর্দা কাঁপানো দক্ষিণী অভিনেতাদের এই তালিকায় রাজনীকান্তের পরেই রয়েছে কমল হাসানের নাম। সাউথের পাশাপাশি বলিউডেও একাধিক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা। কমল হাসান অভিনীত জনপ্রিয় হিন্দি সিনেমাগুলির তালিকায় প্রথমেই আসে ‘চাচি ৪২০’, ‘এক দুজে কে লিয়ে’, ‘সাদমা’, ‘সাগর’এর মতো বেশকিছু সুপারহিট সিনেমা। বর্ষীয়ান এই অভিনেতা নিজের দীর্ঘ অভিনয় জীবনে ৪টি জাতীয় পুরস্কার এবং ১৯টি ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন।
৩) আর মাধবন (R.Madhavan)
আর মাধবন বলিউডে এতটাই জনপ্রিয়,যে কেউ না বললে হয়তো অনেকেই জানতে পারবেন না তিনি আদতে সাউথ ইন্ডাস্ট্রি থেকে উঠে এসেছেন। প্রসঙ্গত মাধবন এমন একজন অভিনেতা যিনি অভিনয় করেছেন একাধিক ভাষার চলচ্চিত্রে। আর চরিত্রের সাথেই খুব সুন্দর ভাবে নিজেকে মানিয়ে নেওয়ার পাশাপাশি সাবলীল অভিনয় দক্ষতা রয়েছে তাঁর।বলিউডে ‘রেহনা হ্যায় তেরে দিল মে’-থেকে শুরু করে ‘রং দে বাসন্তী’, ‘৩ ইডিয়টস’ এবং ‘তন্নু ওয়েডস মন্নু’র মতো জনপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন অভিনেতা।
৪) তামান্না ভাটিয়া (Tamanna Bhatia)
সাউথের জনপ্রিয় সুন্দরী অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন বাহুবলী খ্যাত তামান্না ভাটিয়া। বলিউডে পা রাখার একসময় দেশব্যাপী দারুন ফ্যান ফলোয়িং তৈরি হয়েছিল অভিনেত্রীর। বলিউডে তামান্নার প্রথম সিনেমাই পড়েছিল মুখ থুবড়ে। কিন্তু একথা ঠিক জনপ্রিয় এই দক্ষিণী অভিনেত্রী একসময় দারুন সুখ্যাতি পেয়েছেন বলিউড ইন্ডাস্ট্রি থেকেও।
৫) শ্রুতি হাসান (Shruti Hasan)
এই তালিকায় রয়েছেন জনপ্রিয় অভিনেতা কমল হাসানের মেয়ে শ্রুতি হাসানও। দক্ষিণী ইন্ডাস্ট্রি তে আকাশচুম্বী সাফল্যের পর বলিউডেও নিজস্ব ছাপ ফেলেছেন এই অভিনেত্রী। জুটি বেঁধেছেন বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারের সাথেও। ভক্তরা অভিনেত্রীর পরবর্তী সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।
৬) প্রকাশ রাজ (Prakash Raj)
এই তালিকায় থাকা আরও এক জনপ্রিয় নাম হলেন দক্ষিণী অভিনেতা প্রকাশ রাজ। সাউথের হিন্দি ডাব করা সিনেমা থেকে তাঁর পরিচয় হলেও,পরবর্তীতে তিনি বলিউডে পা রেখেছিলেন। আর ভক্তদের জন্য খাকি, ওয়ান্টেড, সিংহম, বুড্ডা হোগা তেরা বাপ এবং দাবাং ২ এর মতো সিনেমা উপহার দিয়ে দারুন প্রশংসা পেয়েছেন অভিনেতা।
৭) ধানুশ (Dhanush)
দক্ষিণী সুপারস্টার ধনুষ এখন বলিউডেও বেশ পরিচিত নাম। একসময় ধানুশের গাওয়া কোলাভেরি ডি গানটি দেশব্যাপী দারুন জনপ্রিয় হয়েছিল। তার এই গান রাতারাতি সারা দেশে তাকে জনপ্রিয় করে তুলেছিল। পরবর্তীতে বলিউডের ‘রাঞ্ঝনা’ এবং ‘শমিতাভ’ ছবিতে অভিনয় করেছেন তিনি। আর অতি সম্প্রতি মুক্তি পেয়েছে ধনুষ অভিনীত হিন্দি সিনেমা ‘আতরাঙ্গি রে’।